নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

মিছিলখন্দকার০০৭

কবি

মিছিলখন্দকার০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

(বার্ন ইউনিট)

ভয় লাগে

বাসে চড়তে, ফুটপাতে হাঁটতে

কখন যে বোমা এসে পড়ে

উদ্বেগ লাগে

সকালে পড়তে পত্রিকা

টিভি খুলে দেখতে

আগুনে পোড়া সংসারের সংবাদ



আমি নিশ্চিত আপনাকেও অধিকার করেছে

এমন শংকা, উদ্বেগ, ভয়



বাংলাদেশ-

না জানি কবে আপনার সাথে আমার

বার্ন ইউনিটে দেখা হয়!



(বুকের বোতাম)

মানুষ না হয়ে আমি অনেক কিছুই হতে পারতাম

যেমন ধরো তোমার বুকের বোতাম..!



(পায়রা)

আমার কবিতার চিত্রকল্প চুরি করে

ফুরফুরে মনে

গগনে উড়ছে পায়রা!

দায়রা জজ আপনি এর বিচার করুন..



(উড়াল)

মন খারাপ হলে

নদীকে কোলে তুলে

খুউউউব আদর করতে মন চায়

এই কথা শুনে বায়ে প্রবাহিত নদী

ত্রুটিপূর্ন হাসি হাসে

যার সাথে বারোমাসে কদাচিৎ

দেখা হয় গ্রামে

ধরাধামে যে আমারে প্রকৃত সুহৃদ

এ কথা ভাবতেই শীত এসে আবারো হাজির

ভীড় থেকে দূরে ডেকে তার সাথে কথাটথা বলি,

নেই অতিথি পাখির খোঁজ

এছাড়া রোজই প্রশ্ন করি

সাইবেরিয়ায় যাওয়া কতটা সহজ



বলি- এবারের শীত শেষে

আমিও উড়াল দিতে চাই...



(কবিতা)

গতমাসে লেখা আমারই কবিতা

আমার সামনে সাহেবী ঢঙে

পায়ের উপর তুলে পা, বসে আছে

সে কি আমারই ঔরসজাত ছেলে

বড় হয়ে গেছে বলে

খেলনা পেলেই খুশী নয়

আসলে সে চায় স্বাধীনতা

আর আমি চাই সে আমার অধীনে থাকুক



ভাবি- আমার সন্তান কীভাবে

অচেনা হয়ে উঠছে দিনে দিনে..



(অশালীন একা)

রমনী-

ধমনীতে ঢুকে তুই ক্যান

হাততালি দিলি

আর তাতে পাখিরা

সাকিরার মতো গাইতে গাইতে উড়ে

গেলো দূরে, হয়তো আফ্রিকা

এরপর থিকা তাই অশালীন একা হয়ে আছি

এমন ইয়ার্কিতে

হাততালি দিতে তোকে কে বলেছে?



আমারে সমুদ্র ভেবে

বেলাভুমে দুদিন বেরিয়ে টেরিয়ে

তাড়িয়ে পাখির বাহিনী

কাহিনীর মতো কই হলি প্রবাহিত..!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.