![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(মাঝির ছেলে)
তোমার কিনারে গিয়ে বসি
'কিনারে' বলছি কেননা
তোমারে নদী ভাবতেই ভালো লাগে
তুমিও তো বয়ে যাও দূরে
সমুদ্রে যেতে চাও বুঝি?
সোজাসুজি দিলে না উত্তর
আমারে চেনো না ঢেউবতী?
আমিতো মাঝির ছেলে তোমার পাড়েই বাড়িঘর...
(প্রেমিক)
ইশ্বর হতে বাধা আছে, শয়তান হতেও বাধা
আমাকে তবে তুমি প্রেমিক বানাও রাধা...
(নদী)
বুকে নিয়ে ঘুরি অথৈ নদী
তোর কখনও তৃষা পায় যদি...
(নারী)
কেবল ছুরিই নয়
নারীও ধারাল হয়
কৌশলে কেটে ফেলে বুকের বাগান..
(কষ্ট)
কেউ যখন কষ্ট পেলে কাঁদে
কষ্ট তখন কি করে?
কষ্ট তখন কুস্তি খেলে
পাঁজরে..
(ব্রাশ)
একাকীত্ব একটা ব্রাশের নাম
যার পাশে দুঃখ রকমারি রং এর কৌটা নিয়ে দাঁড়িয়ে থাকে
আমি যে সালভাদার দালি নই
কী করে বোঝাব তাকে...
(সময়)
চিএনাট লিখছে সময়
আমাকে ইচ্ছেমতো করিয়ে নিচ্ছে অভিনয়...
©somewhere in net ltd.