নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

মিছিলখন্দকার০০৭

কবি

মিছিলখন্দকার০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

(শীত)

ওহে সুন্দরী, রাজনীতিবিদ!

আপনাকেই উৎসর্গ এবারের শীত...।



(বুকের বোতাম)

মানুষ না হয়ে আমি অনেক কিছুই হতে পারতাম

যেমন ধরো তোমার বুকের বোতাম..!



(রাত)

রাত কী ফরাসি কবিতা

নাকি কোনো জাপানি নভেল

নাকি রাত কুয়াশা কুয়াশা হাসি

ইশ্বরের-

কালো বলে তুমি তাকে দুর্বোধ্য বলছ কেন ফের?



(পোড়ামুখি)

কেবলই অচেনা লাগে

মাঘে যারা আসে

হাসে তারা বিদেশের হাসি

বাঁশিও বাজাতে জানে নাকি?

অতিথি পাখি নামে

আমাদের গ্রামে তারা সমধিক পরিচিত



আমিও তাদের সাথে

কতো প্রাতে মিশতে চেয়েছি

কতো উছিলায়

জানা যায়, তারা খুব সাবধানে

ডানে বামে চোখ রেখে চলে

লোকে বলে, কাছের বাজারে গেলে

তাদেরকে কেনা যায় নাকি

তাই এমন ফাঁকি বালিকার?



দূরে দূরে এমন চালাকি কেন খুকি

পোড়ামুখি সকলেরে শিকারি ভাবা কি খুব ভালো?!?



(মহাশয় হাওয়া)

যুৎসই নির্জনতায় ছুরি বসাল কার

ক্ষুরধার স্বর

ঘর ছেড়ে বাইরে বেরুল

রংধনু মাখা মুখে

অসুখে যুবক

তার চোখে বিস্ময়ে কাঁপে গুল্মলতা

অযথা দুপুর বেলা কে আসে খোঁজে?



কেউ নয় কেউ নয়

মহাশয় হাওয়া বুঝি বাংলা ভাষার কথা বলে

পাতা তাকে আবৃতি শেখায়

যে নেই তাকে খুঁজে

মুখ বুজে দুপুরটা বয়ে যায় দূরে

দূরে বয়ে যায়...!



(ভয়)

কে ডাকে? কেন ডাকে?

তাকে বলি-

আমিতো বারো মাস আকাশ থেকে

বজ্রপাত খুলে নিতে

ব্যস্ত থেকেছি

শ্রীমতি,

এখনও বর্ষার প্রতি কেন ভয়?



(ভ্রমন)

বহু পথে আমার নিকটে যায় আসা

সে বুঝি ভাবে- কোন পথে গেলে ভালো হয়

কোন পথে অভ্যর্থনা আছে

বাসে না ট্রেনে- তাও ভাবে বুঝি?

আমি বলি- সোজাসুজি হেঁটেই আসুক

দেখুক পথিক- লাল টুকটুক কেউ আসছে এদিকে..!



(দীর্ঘশ্বাসের ঘূর্নিঝড়)

তার দীর্ঘশ্বাসের ঘূর্নিঝড়ে

উড়ে যাচ্ছে আমার ঘরের টিনের চালা

রাতদুপুরে

এখন আমার খোলা আকাশ ছাউনি ঘরের

বর্ষারাতে ভিজতে থাকি ইচ্ছে ছাড়াই



মনে মনে তাহার ছাতার নিচে দাঁড়াই..



(ঋজু)

হা দুর্ভাবনা-

আমি তোর কূট চালে খাড়া ঢালে,

আর পতনে যাব না!



(অসুধ)

রাত অনেক..। বাড়ি ফিরিনি বলে কেউ অপেক্ষায় উদ্বিগ্ন হয়ে নেই।

না থাকুক। গভীর নিশীতে ধীরে ধীরে একা একা বাড়ি ফিরে যাওয়া ভালো।

সমুদ্র খুশি হয় তাতে, দ্বীপ তাতে হাত নেড়ে স্বাগত জানায়!

মেঘের অসুখ তাতে অসুধ ছাড়াই সেরে যায়...!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

উদাস কিশোর বলেছেন: ভালই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.