নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিরা গাছের মতো, অন্য কবির ছায়ায় বাড়ে না।

মিছিলখন্দকার০০৭

কবি

মিছিলখন্দকার০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

(আত্মজৈবনিক)

লেটনাইট মানেই রাত তিনটার পর বাসায় ফেরা। গতকাল অফিসে লেটনাইট করতে হয়েছে আমাকে। তো লেটনাইট করে ফিরে নিশ্চিন্ত মনে বাসার গেটের সামনে গিয়ে দেখি গেটে যে তালা ঝোলানো তার চাবি আমার কাছে নাই। পাশের রুমের প্রতিবেশীদের অর্ধশতবার ফোন দেয়া হল। মনে হল তারা গভীর স্বপ্নে হুলস্থুল হয়ে আছে। অনেক ডাকাডাকির পর রনে ভঙ্গ দিয়ে কিছুক্ষন হাতির ঝিলের দিলে হাঁটাহাটি...। সিগ্রেট ফুরিয়ে গেলে এক টিস্টলে গিয়ে চা ও ধুমপান করতে করতে বাংলা ছায়াছবি দেখতে শুরু করলাম।

কাহিনী এগুতে এগুতে ভোর নেমে এলো...!



(শাসক)

উপকূলে সমুদ্রই প্রকৃত শাসক



(জাদুবাস্তবতা টাস্তবতা বলে কিছু নাই)

আমার জীবনে জাদুবাস্তবতা টাস্তবতা বলে কিছু নাই

আমি গাছকে নদীর পারে অধীর অপেক্ষা রেখেছি

পাখিকে লাকিলি প্রেমে ফেলতে পেরেছি বহুবার

সমুদ্রকে ডেকে ডেকে চেকে রেখেছি কত রাত,

যাতে সে ঘুমিয়ে না পড়ে

হাত ধরে ঘুরতে দেখেছি প্রজাপতি-রাজাপত্নিকে

অবাককে সবাক হয়ে গাইতে দেখেছি ঢেউ

এই যে ফুল, রোদ, জোনাকি দিয়ে ভাত মাখিয়ে

বসে আছি

লোকমা তুলে খাওয়াতে চাইছি আপনাকে..



(স্নান)

আয় অমরা যদিরে নদীতে নামাই

কামাই করা দুঃখরে তার সাথে ডুবিয়া

চুবিয়া মারি

বুকের হাঁড়িতে রাখা

স্বপ্নের ডিম ফুটে বাচ্চা বেরুলো কিনা

চল বীনি দেখে আসি

মাসির ভয়ে যাই যাই করিস না শোন

কৃষ্ণের বাঁশি আমি

আমারে বাজিয়া সে

রাধারে প্রেমের গোলক ধাঁধাঁয় ফেলছিল..



(প্রশ্নবোধক)

ও কবিতা

সিনেমায় ববিতা ম্যাডাম যেমন

কেমন কেমন.. রাজ্জাকের সাথে

তাতে ধরা দেবে না কি দেবে

ভেবে ভেবে একা একা হাসে

হাসিতে হাসিতে পূবাকাশে সূর্যের উকি

ববিতা খুকির তবু নাই ঘুম নাই..

দূরে থাকো অথচ আমাতে থাকো

ও কবিতা, তুমিও তাহার মতো..তাই..?!?



(বাংলাদেশ)

পাহাড় চূড়ায় উঠতে গিয়ে খসে পড়েছে যে যুবক-

তুই কি তার অনন্ত স্বপ্ন দেখা চোখ?



(জাতিস্মর)

কিছুই থাকে না জেনে

ট্রেনের জানালা থেকে কাদের বাড়ির দিকে

ফিকে সন্ধ্যায়-

যায় চোখ

বুকের নরকে রূপসী আগুন পেতে

স্মৃতির জাতিস্মর হাসে

তার হাসির বাতাসে

আগুনের বেগ আরও বাড়ে

নির্বিচারে দৃশ্য সরে যায় পেছনে অতীতে



পরের স্টেশনে কেউকি অপেক্ষা করে মাঝরাতে শীতে..?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.