![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ঢেউয়ের ট্রেন)
আগুনে
পা গুনে
নামতে নেই
ঝাপ দিতে হয় তাতে
এই মতে বিশ্বাস রেখে
নিজেকে সাহসে সেঁকে
নদীকে সূর্যের প্রতিবিম্ব দেখে
তাকে অগ্নিকুণ্ড ভেবে
কুচ্ছু না জেনে দিয়ে ঝাপ
অন্য খাতে প্রবাহিত হচ্ছে জীবন
ঢেউয়ের ট্রেনে..
মেনে নিচ্ছি!
©somewhere in net ltd.