![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(মাছরাঙা)
সে পাখি অহংকারী, রঙ্গীন ও ধারালো
তাছাড়া মডেলও বটে, পোজ দিয়ে পুকুরে দাঁড়ালো!
(এক যুগ পর)
দীর্ঘদিন
ঢেউটিনের ঘরে
খাটালের উপরে হয়ে চিৎ
পিরিত করি না মাটির সাথে
তাতে আমাদের গ্রামের বাড়ির ঘরখানা
হানা দেয় না স্বপ্নেও এখন আর
তার সাথে আমার তোলা একটা ছবিতে
শীতে আমি খই খাচ্ছি খেজুরের গুড় দিয়া
টিয়া রঙের সোয়েটার পরে..
তালা মেরে এসেছি যে ঘর-
এক যুগ পর তা পাঁজরে অতর্কিতে ঢুকে পরে!
(রাতের বিকেল নিয়ে)
১২টার পরে রাতের
দাঁত গজায় কিনা যাতে
এক সাথে একশো অন্ধকার ইঁদুর
ভরপুর সাহসে নিয়ে
গর্ত বানিয়ে চলে বুকের খাটালে
কোনো কলে আটকানো যাবে কি তাদের, ভাবি-
বিষ ছিটানো দাবি তোলে বউ
আসলে তারা কি ইঁদুর নাকি কোনো মাছ সামুদ্রিক?
দিক ভুল করে উড়ে উঠে পড়েছে কোনো দ্বীপে
ছিপেও যেহেতু যাচ্ছে না গাঁথা
মাথা নাড়িয়ে এ তথ্যও উড়িয়ে দিয়ে
তলোয়ার নিয়ে হৃদয় কাটতে গিয়ে
ইয়ে কেটে ফেলি-
ভোরে শোকরালি করুক পাখিরা..
(গোপন)
এইবার পাশে এসে বসো
ঘসো ইয়েতে ইয়ে
বিয়ে কি প্রজাপতির সাথে
তাই রাতে এতো উড়াল আচরন?
জমা রাখা মন ফেরত দেব না জেনে রাখো..
(উড়ে এসো সুসময়)
উড়ে এসো সুসময়
ডাকপিয়ন হাওয়ায়
নিরীহ যুবকের মুখ আলো করে এসো
যে দুঃখের পরমাত্মীয়
গোমরামুখ মেয়েটাকে
তোমার রঙ্গিন হাসির একটা ফটোকপি দাও
উড়ে এসো সুসময়
রাতভোরে দরজায় কড়া নেড়ে সামনে দাঁড়াও..
(জীবন)
অধরা মনির লোভে
যে নিয়েছে ঠোঁটে তুলে
সাপুড়ের বীন
তার কাছে জীবন আসলে কঠিন
প্রদীপ নিভায়ে দিয়ে
কোথায় পালালো আলাদিন!
বেড়াতে গিয়ে সৈকতে
শখবশে কুড়িয়ে ঝিনুক
যে পেয়েছে মুক্তার খোঁজ
তার কাছে জীবন আসলে সহজ।
কেউ মানো বা না মানো
নিশ্চই কোথাও মানুষ খুব
কষ্টে আছে
না হলে আজ আমার
এতো মনখারাপ হবে কেন!
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
মিটন আলম বলেছেন: ভালো লাগলো