![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(পতন)
কাকতাড়ুয়ার মাথার হাড়িতে তরকারি রান্না করবে বলে
চুরি করে চরের লোকেরা
তাতে অশ্রুপাতে পাখিদের মন ভারি কেন?
তারা কি তবে ভয় ভয় খেলাকে করে এনজয়?
মূলের প্রলয় এলে মাছওতো বড়শি বিদ্যা শিখতে চায়
এই সব জেনেটেনে যোনির ঘুর্নিতে শেষে পতিত হয়েছেন মহাশয়!
(বোকা ডেন্টিস্টের দাঁতে পোকা)
কংকালের হাড়ে অনাত্মীয়ের ফুটেছে ঝংকার
বৈরীতায় প্রচারিত গানপাউডার-টিভি
উইয়ের ঢিবিতে সংবিধান রেখে
গনিকার পাকস্থলিতে লাগা অগ্নিকুণ্ডে
সিগারেট ধরাতে দাঁড়িয়েছেন-
প্রেসিডেন্ট!
(১৭৫৭)
ঘোড়ার লাগাম ঘোরালে যোদ্ধা
জনপদের ইতিহাস ঘুরে যায়
তলোয়ারে কাটা পড়া আঠারো শতক
কামানের শব্দে পলাশীর মাসী ভিতু নয়
ট্রাজেডি চিৎকার পাড়ে-
ভারতের গর্ভে জাফরের জন্ম কেন হয়!
(বোবা)
এই যে বোবা বারুদ হয়ে থাকা-
বুক ফেটে যদি বেরিয়ে পড়ে কথার বিচূর্ন কাঁচ
লোকে বলবে হার্ট অ্যাটাকে মারা গেছে!
(বাড়া)
বাড়া!
বুঝতে গিয়ে কেবলই ভুল বোঝেন আপনারা!
(সাইরেন)
সাইরেন বাজিয়ে
শত্রুর মতো
লঞ্চ ছেড়ে যাচ্ছে
ঘাটে টাইম মিস করা এক যাত্রী
দুর্ভাগ্যের ছাত্রী হয়ে বসে
কষে দেখছে অংকের ভুল!
ছুটতে ছুটতে ঘামানো
চুল আওলানো
সে ভাবে
জীবনের খাতায় এতো লাল দাগ কেন?
©somewhere in net ltd.