![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(দৌড় ভোঁওওওওও)
আমাদের গাবলু
মোটে নয় হাবলু
জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বসে
শ্লেটে অংক কষে
বিশ থেকে দুুই যায় যদি বাদ
বলে কিনা, শূন্যই থাকবে নেহাত
বলি যদি, উহু উহু, হয়নিতো বেটা
জ্ঞানী ছেলে গাবলু মানবে না সেটা
আজ দেখি, বসে সে কী যেন খাচ্ছে
সামনে যেতেই তা পেছনে লুকাচ্ছে
বললাম, দেখি দেখি কী লুকালে দেখি
দেব না দেব না বলে করল চালাকি
শেষে পাজি বলে কিনা দিতে পারি শর্তে
আজ রাতে বলো আর হবে না পড়তে
আমি যেই রাজি হয়ে বললাম, তাই সই
পিছ থেকে বের করে ড্রইংয়ের এক বই
বলে, আঁকা লিচু খাও; আমিও খেলামতো
রাতে আর পড়া নেই, হুল্লোড়ে দৌড় ভোঁওওওওও!
(মেলায় কেনা মাটির ঘোড়া রাস্তায় টগবগ)
একটু খানি মাইশা মনির
হলো ভীষণ শখ
মেলায় কেনা মাটির ঘোড়া
রাস্তায় টগবগ
দৌড়বে; সে পিঠের উপর
থাকবে বসে চুপ
ঘাড়ের কাছে ছড়ানো চুল
নেবে ঘুড়ির রূপ।
ভাবল আবার, এই শহরে
আছে ট্রাফিক জ্যাম
ঘোড়া হবে একই সাথে
উড়তেও সক্ষম,
বেশ তবে তো উড়লে কথা
হবে পাখির সাথে
বইয়ের মধ্যে নদী আছে
জানাবে সাক্ষাতে।
নদীর জলে ঢেউয়ের নাচন
রুই মাছের উৎপাতে
দাওয়াত করে মাছের পেটি
দেবে গরম ভাতে,
কিন্তু রাঁধতে জানে না সে
শিখবে হলে বড়
মাটির ঘোড়া শোকেসে থাক
মাইশা এখন পড়ো।
(শুদ্ধর বুদ্ধির জুড়ি নেই জুড়ি নেই)
ছোটো ছেলে শুদ্ধ নেই মোটে ছোট আর
ছুরির চেয়েও তার বুদ্ধির বেশি ধার
ভেবে তার মাথাতে ভজঘট যায় লেগে
গ্রামের নদীটা কি রাতে উড়ে যায় মেঘে?
কোথা থেকে তবে মেঘ জলের খনি পায়
সাগরের সাথে তার টেলিফোনে কথা হয়?
আকাশেতো নদী নেই, নেই কোনো জলাশয়
তাও কেন জল ঝরে প্রতিবারই বর্ষায়
ওইভাবে ডাকে কেন, মেঘ বুঝি রাগি হয়
ম্যাডামের মতো তাকে শুদ্ধর লাগে ভয়
ভয় পেলে শুদ্ধ মনে মনে বকে দেয়
মেঘ যেন শেখা পড়া রোজ রোজ ভুলে যায়!
(নির্বাচনের ছড়া)
কাকের সাথে কাকির যেমন
কাকার সাথেও তাই
কাকা এবং কাক কি তবে
গোপন ভায়রা ভাই
দুয়ের সাথে ঝগড়া এবং
দুটোই আপদ তার
তবে সাধের দেবর নাকি
আপন কাকী মার
এসব কথা কাকা বলে
কাকীও দেয় গালী
বউয়ের চেয়ে কাকার নাকি
প্রিয় নিজের শালী
এসব নিয়ে লাগলে তবে
থামতে চায় না মোটে
কাকা নাকি হেরে যাবে
কাকীর দেয়া ভোটে!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৫
শায়মা বলেছেন: খুব ভালো লাগলো ভাইয়া।