নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

আইন ও সংবিধান কী বলে?

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

#

নবম সংসদের মেয়াদ আছে ২৪ জানুয়ারি ২০১৪ অব্দি; সর্বশেষ অধিবেশন পর্যন্ত সংসদ ভেঙে দেবার কোনও ঘোষণা পাওয়া যায়নি।



#

ইতোমধ্যে ৩০০ আসনের একটি ধারণাগতভাবে শূন্য হয়েছে; ওই আসনের সংসদ সদস্য মৃত্যুবরণ করার পর উপনির্বাচন হবে কিনা, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা পাওয়া যায়নি।



#

ধরে নিলাম, ২৯৯ টি আসন শূন্য হয়নি।



#

এমতাবস্থায়, সংবিধান ও গণতন্ত্র রক্ষার মহান উদ্দেশ্যে, ৫ জানুয়ারি ২০১৪ তারিখে আবারও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। আজ মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।



#

নবম সংসদের সদস্যগণও মনোনয়নপত্র জমা দিয়েছেন।



#

ধরুন, জাতীয় সংসদের কোনও আসনে উপ-নির্বাচন হবে; সেখানে কোনও সংসদ সদস্য স্বপদে থেকে ওই উপনির্বাচনে প্রার্থী হতে চাইলে বিধান কী হবে?



#

অনুরূপভাবে, বর্তমান নবম সংসদের সদস্যগণ, সংসদ সদস্যপদ বহাল থাকা অবস্থায় "আসনটি শূন্য ঘোষিত নয়" এমন আসনে নির্বাচনের প্রার্থী হতে পারেন কিনা;



এ বিষয়ে, আইন ও সংবিধান কী বলছে?



যাঁদের জানা আছে; দয়া করে বিষয়টি পরিস্কার করবেন, আমাদের মত কম জানা অধমদের জ্ঞানবৃদ্ধির স্বার্থে।

______________



বি: দ্র:



prime minister's office library

(Government of the People's Republic of Bangladesh) এই নামের লাইবেরিতে অনলাইনে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান” পড়ার সুযোগ আছে। থাকাই স্বাভাবিক। ডিজিটাল বাংলাদেশ বলে কথা!



কিন্তু সেখানে ঢুকুন।



আজ এই লেখা চলাকালেও দেখলাম, চতুর্থভাগে নির্বাহী বিভাগ শিরোনামে “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার”-এর বিধান সন্নিবেশিত আছে।



যে সংশোধনী নিয়ে দেশে এতো অশান্তি, তার কিছুই সেখানে আপডেট করা নেই।



হায় রে, ডিজিটাল...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

নিষ্‌কর্মা বলেছেন: আফনে আম্লিগের লোগ না, হের জন্নি এইসব বেতাল কতা কচ্ছেন। এই প্রশ্নের জিজ্ঞাসা করপেন আমিরুল ইসলাম নাইলে আব্দুল মতিন খস্রু সাবরে। উত্তর মাশাল্লাহ সঠিক পাবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

পোয়েট ট্রি বলেছেন: ভাই রে, সবিনয়ে জানতে চাই; জানলে দীলে শান্তি লাগবে।
আমি পক্ষে বিপক্ষে কিচ্ছু কই নাই; জানতে মুঞ্চায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.