নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। সুন্দরের জন্মদিনে ।।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

[ ফেদরিকো গার্সিয়া লোরকা'র স্মৃতির উদ্দেশ্যে]

..............

বিগলিত বিনয়ের দিনে অবনত হতে হতে তার মাথাকে মাটি স্পর্শ করতে বলো না; অহংকার কবিকেই মানায়। এভারেস্ট-শৃঙ্গস্পর্শী তার মস্তক থাকুক আসমানের উচ্চতায়!



তার সাথে কথা বলে পৃথিবীর যাবতীয় ফুল, খরস্রোতা নদীর গর্জন, সমুদ্রের হাওয়া; কথা বলে প্রজাপতি, পাখিদের বিপুল পিপাসা, আঘাত হানার আগে সবগুলি ভূমিকম্প, ঝড়-জলোচ্ছ্বাস; কথা বলে বনে বনে বাঘের প্রতীক্ষা নিয়ে বেড়ে ওঠা হরিণ শিশুরা। সার্বভৌম নটিনীর মতো ওই বহুগামী চাঁদ যৌবনের সংগুপ্ত কুয়া খুলে অক্ষত জ্যোৎস্নার স্বাদ কবিকেই দিয়েছে কেবল; অন্যেরা, কদাচিৎ টের পেতে পারে ভার্জিন জ্যোৎস্নার ঘ্রাণ!



নির্জন-নিস্তব্ধ তার লেখার টেবিলে জগতের সমস্ত সুন্দর এসে কবিকেই কুর্নিশ জানায়। বিষণ্নতার অন্ধকার পর্দার ওপরে সুন্দরের আলোকঝর্ণা ফুটিয়ে কবিই বলেছে, দ্যাখো, এই হলো আস্বাদনযোগ্য-সুন্দর! সুন্দরের জন্মকথা এই-ই।



পৃথিবীর সমস্ত শহরের গল্প হাস্যকর এবং একই মাপে তৈরি কোনও ঝলমলে শার্টের সমান। পানশালার হট্টোগোল, জুয়াবোর্ডের উত্তেজনা, সভ্যতার সমান আয়তনের এই গণিকালয় ও তার যৌনতার ভেতর ক্রমশঃই জমে উঠছে তর্ক; ওইসব তর্কের পাশ থেকে উঠে অন্ধকারের তুমুল বর্ষণের মধ্যে হেঁটে যাক কবি, পথরোধ করো না তার! তাকে যেতে দাও___ ফুল্ল-নগ্নিকার নরকের ওমে তার চিতাবহ্নিমান! অফুরন্ত দহনের গাভীটি দোহন শেষে সে আনুক ফেনাময়-উষ্ণ-দুধের মতো অমৃদের দিন!



তর্ক করো না, কবিকে মর্যাদা দাও। কবির মর্যাদা হোক সম্রাটেরও তীব্র অহংকার!

..............

[৩০ জুন ২০১১]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন লাগলো,কবি। লোরকা আমার প্রিয়। কবির সম্মানতো রাজার ঈর্ষার বস্তু চিরকালই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.