নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবলে, খুবই অস্থির লাগে; ভেতরে ভেতরে
এতো অবাক নিয়ে, গোবেচারা সেজে, এই শহর
কী করে এতো ভাবলেশহীন, নির্বিকার থাকে!
ভাণ ও উদাসীনতাই কি যেকোনও শহরের ডাক-নাম?
সহজ ও নির্ঝঞ্ঝাট একটা সড়কের সন্ধানে
শহরের তলদেশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ছিলাম আমরা,
খানিকটা এগোতেই দেখতে পেলাম: অসংখ্য মানুষের
হাড়গোড়, করোটি, কঙ্কাল__ সবই কি অপহৃতজনের?
না-কি ইতিহাস থেকে উঠে আসা?
বর্জ্যব্যবস্থাপনায় নেবো, এমন উদ্যোগের শুরুতেই
টের পেলাম: ওপরের হৈ-হট্টগোলে তলদেশে
যখন নেমে আসে অদ্ভূত নির্জনতা, বিগত মানুষেরা
ঠিক তখনই একটা সম্মেলনের উদ্যোগ নেয়
না হলে, ওভাবে ছিটকে উঠে সরে যেতে থাকবে কেন
কঙ্কাল সমাবেশ? গোরস্তানগুলোতে রোদন ও হাহাকার
জারি রেখে, কঙ্কালেরা কি ভূগর্ভেই গড়ে তোলে
নৈঃশব্দ্যের অভিনব দরবার-সভা? মাটির তলদেশ দিয়ে
এই শহরে কীভাবে নিরাপদ একটা পথ বানাবো আমরা?
শান্তিভঙ্গের আশঙ্কায় আমাদের বিস্মৃতিকে চূর্ণ-বিচূর্ণ
করে দিয়ে যখন হৈ চৈ করে ওঠে বিগতজনেরা?
©somewhere in net ltd.