নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। লেখা আহ্বান ।।

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৫

World IP Day 2015 – Get up, stand up. For music.

বাংলাদেশে, মেধাসম্পদ অফিস এখনও দুটি:


১. পেটেন্টস, ডিজাইনস ও ট্রেডমার্কস অধিদপ্তর( ডিপিডিটি), শিল্পমন্ত্রণালয়;
২. কপিরাইট অফিস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়;

মেধাসম্পদ হিসেবে 'ভৌগোলিক নির্দেশক পণ্য' অধিকার সংরক্ষণে, ইতোমধ্যেই 'ভৌগোলিক নির্দেশক পণ্য আইন, ২০১৪' প্রণীত হয়েছে; এ আইন কার্যকর করতে যে বিধিমালা প্রয়োজন, সেটিও প্রায় চূড়ান্ত পর্যায়ে, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট আকারে মুদ্রিত হতে যাচ্ছে অচিরেই। এর ফলে, ডিপিডিটি'র মাধ্যমে 'ভৌগোলিক নির্দেশক পণ্য' সমূহের রেজিস্ট্রেশন কাজ শুরু হয়ে যাবে ২০১৫ সালেই।

এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মেধাসম্পদ সংক্রান্ত অফিস দুটিকে একীভূত করে বাংলাদেশ মেধাসম্পদ অফিস Bangladesh Intellectual Property Office BIPO নামে একটি অফিস গঠণের বিষয়ে সদয় নির্দেশনা প্রদান করেছেন। সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয় আলোচনা ও কার্যক্রম চলমান আছে।

World Intellectual Property Organization WIPO এর নেতৃত্বে এর সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর ২৬ এপ্রিল আন্তর্জাতিক মেধাসম্পদ দিবস পালন করে থাকে। বাংলাদেশও WIPO-র সদস্য রাষ্ট হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে থাকে।

পেটেন্টস, ডিজাইনস ও ট্রেডমার্কস অধিদপ্তর( ডিপিডিটি) দিবসটি উদযাপণ উপলক্ষে প্রধানত কয়েকটি কাজ করে থাকে:

১. দিনব্যাপী সেমিনার ও আলোচনা সভা
২. দুটি জাতীয় দৈনিকে (বাংলা ও ইংরেজি) ক্রোড়পত্র প্রকাশ
৩. একটি স্যুভেনির প্রকাশ

বিশ্ব মেধাসম্পদ দিবস World IP Day 2015-এর এবারের 'থিম' Get up, stand up. For music.


নির্ধারিত থিম কেন্দ্রে রেখে অথবা কপিরাই, পেটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ট্রেডমার্কস বা ভৌগোলিক নির্দেশক পণ্য অথবা মেধাসম্পদ সংক্রান্ত অন্য যেকোনও বিষয়কে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনায় রেখে যে কোনও লেখা প্রকাশিতব্য স্যুভেনিরে প্রেরণ করার জন্য আগ্রহী সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

বাংলা অথবা ইংরেজি উভয় ভাষায় লেখা পাঠানো যাবে।

বাংলা লেখার ক্ষেত্রে নিকস/ সুতন্নীতে লিখতে হবে।

স্যুভেনিরের জন্য লেখা নিচের ইমেইলে প্রেরণ করুন:

[email protected]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.