নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা ভিন্ন...

ব্লগার হিমু

ব্লগার হিমু › বিস্তারিত পোস্টঃ

একটা উওরের আশায়..

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

প্রথম দেখাতেই ভালবেসেছিলাম তোমাকে,
হ্রদয়ে উঠেছিল প্রলয়ের কম্পন।
কিন্তু তা হয়নি কখনও বলা,
যদিও একসাথে হয়েছে অনেক পথ চলা।
প্রশ্ন জাগে মনে,
তুমিও কি ভালবাসতে আমাকে?
.
রাত্রী নিঝুম,চারিদিকে শুনশান।
শুধু আমি একলা রয়েছি জেগে,
জানালার ধারে বসে ভাবছি তোমায়।
শন শন করে বইছে হাওয়া
একটা প্রশ্নের উত্তর বাকি পাওয়া,
তুমিও কি বসে ভাবছো আমায়?
.
ব্যস্ত শহর,পিপিলীকার মতো চলছে যানবাহন,
শুধু আমি একলা মনে খুজে চলেছি তোমায়।
তুমি সেই যে চলে গেলে,
আমায় একলা করে ফেলে।
প্রশ্ন জাগে মনে,
তুমিও মনে মনে খোজ আমায়?
যদি তাই হয়, তাহলে এরই নাম প্রেম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.