![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতি-১(পরীর আগমন)
অনুভূতি-২(শ্যামল চোখের ছায়ার পরে শূণ্যতা ভাসে.........)
অনুভূতি-৩(নির্জন দুপুরের সত্য স্বরুপ...........)
একটা টুং শব্দ হতেই ঘুম ভেঙ্গে গেলো . দুষ্টু পোষা বিড়াল পুসিটা লাফ দিয়ে টেবিলে উঠতেই শব্দটা হলো . মায়াবী চন্দ্রালোকিত মধ্যরাত এখন . সামনের খোলা জানালা দিয়ে অদূরবর্তী কৃষ্ণ চূড়ার শীর্ষে শুভ্র নিরদে পরিবেষ্টিত সুনীল গগনের একটি অত্যুজ্জ্বল তারকা,সহস্র কোটি যোজন দূর হতে আঁধার সন্ধ্যায় আমাকে কোমল পরশে ঘুম পাড়িয়েছিলো . এখন আর সেই অনিমেষ তারকাটি নেই .
বাতায়ন পথে কৃষ্ণপক্ষের ক্ষীন চন্দ্রকান্তি অনধিকার সংকুচিত ম্লানভাবে এক দৃষ্টিতে অবলোকন করছে . অন্তহীন সময়-পথের ক্লান্তিহীন যাত্রা তার চলার ছন্দে জানিয়ে দিলো এখন গভীর রাত .
যদিও বাইরে তেমন বাতাস ছিলো না তবুও রজনীগন্ধা ও মৌরীর তীব্র সুরভি পরিবেশটাকে মাদকতায় ভরাক্রান্ত করে তুলেছিলো . হঠাৎ গুমোট ভেঙ্গে দখিনা সমীর বৃক্ষপত্রে দোল দিয়ে যেতেই বৃক্ষরাজি মর্মর ধ্বনিতে যেন ঘোর থেকে জেগে উঠলো . আমি উদাস উন্মন হয়ে একটু আগে দেখতে থাকা স্বপ্নটির মাঝে হারিয়ে যাই .
আজ দেই দিব্য রুপিনীকে স্বপ্নে দেখায় মাঝ রাতে ঘুম পালিয়েছে . শুধু আজ কেন ? এমন কত শত রাত তার স্মৃতিতে সাঁতার কেটে ফেলে আসা জীবনের জীর্ণ ডায়রীর পৃষ্ঠা উল্টে উল্টে নির্ঘুম কেটেছে !
সেই চৈত্রের কাঠফাটা রৌদ্রজ্জল অম্লান দুপুর আজো ভোলা যায় না . কৃষ্ণচূড়ার পদমূলে বসে চোখে চোখ রাখা , বাকা ঠোঁটের স্নিগ্ধ হাসি , পেলব হাতের উষ্ণ স্পর্শ , বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে যায় নি এক বিন্দুও !
তবে আজ চৈত্রের কাঠফাটা রৌদ্রের দহনে হৃদয় পুড়ে খাক হয়েছে , তাই কোন বসন্তেই একটি ব্যথার নীলোৎপলও ফুটবে না .
এক সময় নিশীথ সঙ্গিনী চাঁদও নির্ঘুম রাতের শেষে ধুসর বর্ণ হয়ে বিদায় নিতে থাকে .
হয়তো আমার অলক্ষ্যে কপোল বয়ে চলা দুফোটা অশ্রুসিক্ত পিচ্ছিল পথে অন্যসব কিছুর মতো চাঁদটিও সামনে থেকে হারিয়ে যায় অস্তাচলে .
৩১ শে মে, ২০১০ ভোর ৫:১৯
রাজসোহান বলেছেন: এই পোস্টের পর দীর্ঘ বিরতিতে যাইতেছি
কমেন্ট পাওনা
২| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:২১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে সোহান। তবে প্রথম প্যারাটায় বাক্যগুলো জট বেঁধে গেছে মনে হল। একটু স্পেস দিতে পারো মাঝে।
"সমস্ত বৃক্ষরাজি" কথাটায় ব্যাকরণগত ভুল আছে। বচন।
শুভভোর।
৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৪
রাজসোহান বলেছেন: ঠিক করলাম , হইসে ?
শুভ ভোর
৩| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:২১
করবি বলেছেন:
অনুভূতিতে এত কষ্ট কেনো?
৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৮
রাজসোহান বলেছেন: এর আগে সুখ ছিলো , সুখের পরে দুখ , তারপর আবার সুখ
৪| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৪
সাধারণমানুষ বলেছেন:
৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৯
রাজসোহান বলেছেন: কি হইসে ?
৫| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৪
জুন বলেছেন: প্লাস দিলাম।
সোহান।
৩১ শে মে, ২০১০ ভোর ৫:৩০
রাজসোহান বলেছেন: কেমুনাছ জুনাপু
৬| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্লাস
৩১ শে মে, ২০১০ ভোর ৫:৩১
রাজসোহান বলেছেন: আচ্ছা ? তবে তাই হোক
৭| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৪১
ছন্দ্বহীন বলেছেন: আজ দেই দিব্য রুপিনীকে স্বপ্নে দেখায় মাঝ রাতে ঘুম পালিয়েছে . শুধু আজ কেন ? এমন কত শত রাত তার স্মৃতিতে সাঁতার কেটে ফেলে আসা জীবনের জীর্ণ ডায়রীর পৃষ্ঠা উল্টে উল্টে নির্ঘুম কেটেছে !
ভাল লাগলো, অনেক ভাল! +++
গত পর্ব গুলো বোধ হয় পড়া হয়নি..প্রিয়তে রাখলাম সবগুলো পড়ার জন্য।
তারপর বলো কেমন আছো?
৩১ শে মে, ২০১০ দুপুর ১:২৩
রাজসোহান বলেছেন: প্রিয়তে নেবার জন্য অনেক ধৈন্যা । ভালো আছি , তুমি কেমন ?
পর্ব গুলো পড়ে বলো কেমন হইসে ?
৮| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৪৪
ফেরদৌসী বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা....
দীর্ঘ বিরতিতে রিয়েল প্লেয়ার ফ্রি ডাউনলোড করে গানটা শুনতে থাকুন...
আশা জাগাবে একটুখানি...
আর ইয়ে... মানে ...বঙ্কিমচন্দ্রীয ভাষা পরিহার করিলে কি উত্তম হয়না?
চমৎকার আরম্ভ এবং চমৎকারভাবে শেষ..
কিছু উপমা আরোপিত মনে হলো...
আমি কিন্তু আপনার লেখার মুগ্ধপাঠক বলে অনুমতি ছাড়াই এত কথা বলে ফেললাম।
অনধিকার চর্চা হয়ে গেল নাতো?
তাহলে গান শুনুন...
মন খারাপের গান হলেও গানটা কয়েকবার শুনলে মন ভাল হয়....
৩১ শে মে, ২০১০ দুপুর ১:২৭
রাজসোহান বলেছেন: উত্তম তো অবশ্যই হয় গানটা ভালো লেগেছে অনেক
৯| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৪৬
ছন্দ্বহীন বলেছেন: ও! একখান কথা বলতে ভুলে গিয়েছিলাম, ছবিটা অনেক সুন্দর!
অনুমতি দাও চুরি করি..
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:১৩
রাজসোহান বলেছেন: আচ্ছা করো .।এটার আবার অনুমতির কি আছে ?
১০| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৫০
ফেরদৌসী বলেছেন: আমি শুধু ছবিটার পারে ঘন্টা দুয়েক বসবো...অনুমতি দেয়া হোক,সত্যি চুরি করবোনা
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:১৬
রাজসোহান বলেছেন: আচ্ছা ঘন্টা দুয়েক কেন ? পারলে সারাজীবনই বসেন
১১| ৩১ শে মে, ২০১০ ভোর ৫:৫৭
জুন বলেছেন: ভালোনা সোহান।
কেন জানি দিনের অধিকাংশ সময় সামুর দরজা বন্ধ থাকে।
বিরক্ত হয়ে যাচ্ছি।
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:১৮
রাজসোহান বলেছেন: ঠিক হয়ে যাবে . .। টেকনিক্যাল প্রবলেম বেশিদিন থাকবে না
১২| ৩১ শে মে, ২০১০ ভোর ৬:০৩
স্বাগত. বলেছেন: এত অনুভূতি কই রাখ
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:২১
রাজসোহান বলেছেন: বালিশের তলায় ..... ঘুমের সময় বাইর হয়
১৩| ৩১ শে মে, ২০১০ সকাল ৯:৩৬
কমুনা বলেছেন: ভাললেগেছে , প্লাস
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:২৩
রাজসোহান বলেছেন: কই থিকা আইলেন ?
১৪| ৩১ শে মে, ২০১০ সকাল ৯:৪৮
সহেলী বলেছেন: তুমি দেখছি অনেক সুন্দর লেখ !
পিছনের লেখা পড়তে হবে.....
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:২৮
রাজসোহান বলেছেন: থ্যাংকু আপু .। নিয়মিত আসলে ভালো লাগে ।
১৫| ৩১ শে মে, ২০১০ সকাল ১০:০০
শিরীষ বলেছেন:
রৌদ্র দহনে হৃদয় পুড়ে গেলেই চমৎকার সব প্রকাশ এসে ভীড় করে। আকাশজুড়ে বৃষ্টি নামে। সবকিছু ভিজিয়ে দেয়। আজকের সকাল সে কথাই বলে।
শুভসকাল সোহান !
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:২৯
রাজসোহান বলেছেন: শুভসকাল শিরীষদা
এই পোস্ট তা তেমন ভালো হয় নাই
১৬| ৩১ শে মে, ২০১০ দুপুর ১২:৫৯
ফেরিওলা বলেছেন: ++ হয়তো আমার অলক্ষ্যে কপোল বয়ে চলা দুফোটা অশ্রুসিক্ত পিচ্ছিল পথে অন্যসব কিছুর মতো চাঁদটিও সামনে থেকে হারিয়ে যায় অস্তাচলে।
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩২
রাজসোহান বলেছেন: রাত না যাওয়া ভোরে,আলো-আঁধারিতে,খোলা আকাশের নিচে,কুয়াশার চাদর জড়ানো ঝিরঝিরে বাতাসে-রাঙা রোদে,মেঘে-আকাশের শ্যামল চোখের ছায়ার পরে শূণ্যতা ভাসে........
ভালো থাকুন
১৭| ৩১ শে মে, ২০১০ দুপুর ১:২৯
সমুদ্র কন্যা বলেছেন: এমন কত শত রাত তার স্মৃতিতে সাঁতার কেটে ফেলে আসা জীবনের জীর্ণ ডায়রীর পৃষ্ঠা উল্টে উল্টে নির্ঘুম কেটেছে !
ভাল লেগেছে সোহান। আজকের সকালটা মন খুব খারাপ করে দিয়েছে। তোমার লেখাটার মধ্যেও একই অনুভূতি। বিষন্নতাও কখনো কখনো অনেক সুন্দর!
সানি জোবায়েরের গানটা কি শুনেছো? শুনে দেখো, ভাল লাগবে।
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩৩
রাজসোহান বলেছেন: নাতো , কোন গান ?
১৮| ৩১ শে মে, ২০১০ দুপুর ২:০৮
কথক পলাশ বলেছেন: এই লেখার মন্তব্যে নিরবতা।
অনুভূতির শব্দ শোন।
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩৮
রাজসোহান বলেছেন: শুধু নিরবতা।
১৯| ৩১ শে মে, ২০১০ দুপুর ২:৩৩
রেজোওয়ানা বলেছেন: সুন্দর কিন্তু কেমন মন খারাপ করা.......
খুব চমৎকার।
এত ভোরে কিভাবে পোস্ট দিলে, রাতে ঘুম হয়নি, নাকি আর্লি রাইজার?
তবে একটা কথা বলি সোহান, লেখাটায় কিন্তু একটু গুরুচন্ডালি প্রবলেম, মানে সাধু চলিতের মিশ্রন হয়ে গেছে ভাইয়া।
তবে আমার মনে হচ্ছে সাধু ভাষাতে লিখলেই বেশি ভাল হতো..........
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৪০
রাজসোহান বলেছেন: রাতে ঘুম হয়নি আপু গুরুচন্ডালি আমি ধরতে পারতেছিনা .... ব্যাকরণে দুব্বল
এর আগে সাধু ভাষায় লিখে বকা খাইসি
২০| ৩১ শে মে, ২০১০ দুপুর ২:৪১
টানজিমা বলেছেন: পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১৩ জনের ভাল লাগেনি......
তাইলে এক্টা মাইনাশ আমিই দিলাম??
ইশ্শিরে.....আগে জদি জান্তাম....
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৪২
রাজসোহান বলেছেন:
২১| ৩১ শে মে, ২০১০ বিকাল ৩:০৩
সোমহেপি বলেছেন: সবগুলো না পড়লে তোমার অনুভূতি বুঝা যাবেনা
শেষটা পড়েই কেবল ভালো লেগেছে বলে করতে চাইনা একটা ভণ্ড মন্তব্য
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৫০
রাজসোহান বলেছেন: আসল মন্তব্য কখন আসবো ?
২২| ৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩৯
সমুদ্র কন্যা বলেছেন: বুদ্ধু ফেরদৌসী উপরে যে গানটা দিয়েছে সেটার কথা বলছি।
সানি জোবায়ের---আজ আমার মন ভাল নেই।
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৫৯
রাজসোহান বলেছেন: ওহ ... হ্যা গানটা ভালো অনেক .... শুনতেসি ... ঠন্ডা গান
২৩| ৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৫০
ফেরদৌসী বলেছেন: সারাজিবন বসবোনা,কত কাজ আছেনা?আর সুন্দরের পাশে বেশিক্ষন থাকতে নেই।
৩১ শে মে, ২০১০ বিকাল ৪:০১
রাজসোহান বলেছেন: কত কাজ ?
২৪| ৩১ শে মে, ২০১০ বিকাল ৪:৩৯
কাঠের খাঁচা বলেছেন: লেখা ভাল্লাগসে বাট গুরু চন্ডালি দোষে দুষ্ট মনে হচ্ছে
++++
৩১ শে মে, ২০১০ রাত ৮:০৭
রাজসোহান বলেছেন: হইতে পারে ব্যাকরণে দুব্বল
২৫| ৩১ শে মে, ২০১০ বিকাল ৫:৪৮
নিমা বলেছেন: গতপর্ব গুলা তো পড়া হয়নি তাই সব এক সাথে পড়ে নিলাম
অনেক ভালো লাগলো ।
ভাইয়া এতো সুন্দর করে লিখেন বলেই কি এতো কম কম লিখেন ?
এখন আবার বলছেন বিরতিতে যাবেন
৩১ শে মে, ২০১০ রাত ৮:২২
রাজসোহান বলেছেন: হাহাহাহা আমি যদি লিখতে পারতাম তাহলে প্রতিদিন একটা করে লেখা দিতাম ........ লিখতে পারি না বলেই কম কম লিখি আগামী কয়েকদিন অন্য কাজে সময় দিবো ....... লেখা লেখি করতে পারবো না
২৬| ৩১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২৮
অভিবাসী বলেছেন: ভয়ঙ্কর সুন্দর হইছে।
++++
৩১ শে মে, ২০১০ রাত ৮:২৪
রাজসোহান বলেছেন: ভয়ঙ্কর সুন্দর!!!
২৭| ৩১ শে মে, ২০১০ রাত ৮:০৬
সায়েম মুন বলেছেন: সোন্দর হইয়েছে।। বেশশ ভালু লাগিলো!!
৩১ শে মে, ২০১০ রাত ৮:৩৩
রাজসোহান বলেছেন: পিচ্চি হই গেসে কবে ?
২৮| ৩১ শে মে, ২০১০ রাত ৮:১৬
শায়মা বলেছেন: কেমন আছো পিচকি ভাইয়া?
৩১ শে মে, ২০১০ রাত ৮:৫১
রাজসোহান বলেছেন: ভালো আছি আপু .... তুমি ও নিশ্চয় ভালো আছ ? লেখা নিয়া কিছু কইলা না .... লেখা ভালো হয় নাই
২৯| ৩১ শে মে, ২০১০ রাত ৮:২৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: পুপি।
৩১ শে মে, ২০১০ রাত ৮:৫২
রাজসোহান বলেছেন: দুরের স্বপ্ন
৩০| ৩১ শে মে, ২০১০ রাত ৯:২১
জেরী বলেছেন:
৩১ শে মে, ২০১০ রাত ৯:২৫
রাজসোহান বলেছেন: হাসি দিয়া কি বোঝালেন ? আচ্ছা আমি বুইঝা নিলাম
৩১ শে মে, ২০১০ রাত ৯:৪০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৩২| ৩১ শে মে, ২০১০ রাত ৯:৩০
নৈশচারী বলেছেন: এত কঠিন কঠিন শব্দ লিখসিস ক্যান? এইটা পড়তে গিয়ে তো মাইনষের দাঁত ভেঙ্গে যাবে! আর যদিও বা লিখসিস সেটাকে ঠিকমত synchronize ও তো করিস নাই! বড় বড় বাক্য লিখতে গিয়ে প্যাচ লাগায় ফেলসিস! যেমন,সামনের খোলা জানালা দিয়ে অদূরবর্তী কৃষ্ণ চূড়ার শীর্ষে শুভ্র নিরদে পরিবেষ্টিত সুনীল গগনের একটি অত্যুজ্জ্বল তারকা সহস্র কোটি যোজন দূর হতে আঁধার সন্ধ্যায় কোমল পরশে ঘুমিয়ে পড়েছিলাম - এই বাক্যটার তো কোনো অর্থই দাঁড়ালো না! অনেক বিশেষণকেই অপ্রয়োজনীয় মনে হচ্ছে! আর কঠিন শব্দগুলার কারণে লেখাটাকে সাধু চলিতের মিশ্রন মনে হচ্ছে।
এইরকম আর লিখবি না! মাইনাস দিতে মন চাইতেসিলো কিন্তু দিলাম না! পরেরবার এইরকম লিখলে অবশ্যই দিব!
৩১ শে মে, ২০১০ রাত ৯:৩৮
রাজসোহান বলেছেন:
সামনের খোলা জানালা দিয়ে অদূরবর্তী কৃষ্ণ চূড়ার শীর্ষে শুভ্র নিরদে পরিবেষ্টিত সুনীল গগনের একটি অত্যুজ্জ্বল তারকা,সহস্র কোটি যোজন দূর হতে আঁধার সন্ধ্যায় আমাকে কোমল পরশে ঘুমিয়ে পাড়িয়েছিলো
এখন ঠিক আছে ?
তোর মাইনাসে কাত হয়ে গেলাম
৩৩| ৩১ শে মে, ২০১০ রাত ৯:৩৫
কালীদাস বলেছেন: :-<
:-&
++++
৩১ শে মে, ২০১০ রাত ৯:৪২
রাজসোহান বলেছেন: মন খারাপ , ঘুম , বিরক্ত , অবাক , কলার উঁচু করা , ক্লান্ত , আবার ঘুম , এবার ক্লুজআপ হাসি .......
হইসে?
৩৪| ৩১ শে মে, ২০১০ রাত ৯:৪৪
নৈশচারী বলেছেন: না এখনো ঠিক নাই! আমাকে কোমল পরশে ঘুম পাড়িয়েছিল হবে!
আগে বাংলা সেন্টেন্স ঠিকমত লিখা শিখ!
চান্দু মাইনাস যখন দিমু তখন বুঝবা মজা! হুদাই ভেটকি মাইরো না!
ফ্রেন্ডরা যেইটা বলে ভালোর জন্যই বলে সেইটা আশা করি বুঝো!
৩১ শে মে, ২০১০ রাত ৯:৪৭
রাজসোহান বলেছেন: ঘুমের ঘোরে বুঝি নাই ......
শান্তি মতন ঘুমাইতেও দেয় না
৩১ শে মে, ২০১০ রাত ৯:৪৯
রাজসোহান বলেছেন: ঠিক করসি :-<
৩৫| ৩১ শে মে, ২০১০ রাত ৯:৪৫
শূণ্য উপত্যকা বলেছেন: হোক্কে +++++++
৩১ শে মে, ২০১০ রাত ৯:৫০
রাজসোহান বলেছেন: তুমি কিন্তু পেলাচ না দিয়া ভাগো ..... আমি আগেও দেখসি
৩৬| ৩১ শে মে, ২০১০ রাত ৯:৪৮
জিকসেস বলেছেন: পিলাচ। তয় আপ্নারে এখন আর আমার ব্লগ এ দেখিনা। অনুভুতিটা জানি কেমন লাগে।
৩১ শে মে, ২০১০ রাত ৯:৫১
রাজসোহান বলেছেন: অনুভুতিটা জানি কেমন লাগে।
৩৭| ৩১ শে মে, ২০১০ রাত ৯:৫৪
অমিত চক্রবর্তী বলেছেন: সুন্দর হইছে।
৩১ শে মে, ২০১০ রাত ১০:২৮
রাজসোহান বলেছেন: টেংকু...... কেমন আছ ?
৩৮| ৩১ শে মে, ২০১০ রাত ১০:০৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
তোমার এই লেখাটায় স্পেশালী শব্দের ব্যবহার খুব ভাল লাগলো!
দারুন লাগলো!!
৩১ শে মে, ২০১০ রাত ১০:৩২
রাজসোহান বলেছেন: শেষ পর্ব ..... তাই একটু পরীক্ষা করলাম তুমি আর ফোন দাও নাই ...... মায়নাস্স্স্স্স্স্স
৩৯| ৩১ শে মে, ২০১০ রাত ১০:৩৬
সুরঞ্জনা বলেছেন: পুচকু সোহামনি যে এত্তো দারুন লেখে স্বপ্নেও ভাবিনি। অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া।
৩১ শে মে, ২০১০ রাত ১০:৪১
রাজসোহান বলেছেন: প্রথম পর্বটা কেমন লাগসে ?
৪০| ৩১ শে মে, ২০১০ রাত ১০:৪৫
সায়েম মুন বলেছেন: পিচ্চি বাবুরে তো অপিনন্দন জানাইলানা। মাইনাসসসসসসস
৩১ শে মে, ২০১০ রাত ১০:৪৭
রাজসোহান বলেছেন: উলে উলে কুতুতুতুতুতুতুতুতুতুতু
৪১| ৩১ শে মে, ২০১০ রাত ১০:৪৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
আরে পুরা দিন ছিলাম গুলশান, তাই ফোন দেই নাই!!
৩১ শে মে, ২০১০ রাত ১০:৫৯
রাজসোহান বলেছেন: গুলশানে কি ? লক্ষণ তো ভালা না
৪২| ৩১ শে মে, ২০১০ রাত ১০:৪৯
সায়েম মুন বলেছেন: লুলুলু----------ফিলাস
৩১ শে মে, ২০১০ রাত ১১:০১
রাজসোহান বলেছেন: লুল পিচ্চি ?
৪৩| ৩১ শে মে, ২০১০ রাত ১০:৫৫
সরল মানুষ বলেছেন: সুন্দর
৩১ শে মে, ২০১০ রাত ১১:০৩
রাজসোহান বলেছেন:
৪৪| ৩১ শে মে, ২০১০ রাত ১১:১১
কাঠের খাঁচা বলেছেন: ৯০০-৪-ই যে কথা গুলা বলসে আমি সেগুলাই বলতে চাইসিলাম। গুরুচন্ডালি দোষ মানে অপ্রয়োজনীয় বিশেষন ইউজ করা।
৩১ শে মে, ২০১০ রাত ১১:১৮
রাজসোহান বলেছেন: আচ্ছা আচ্ছা
আমি তবু দুব্বল ই থাকুম
৪৫| ৩১ শে মে, ২০১০ রাত ১১:১৮
সায়েম মুন বলেছেন: ঠুমি এট্ট খ্রাপ হবে ইঠা আমি ভাবটে ফারি নাই। ছোট্টু বাচ্চাকে যাটা ভলটেছো
৩১ শে মে, ২০১০ রাত ১১:২৮
রাজসোহান বলেছেন: ছোট্টু বাচ্চাকে আমি শাসন করতেছি ।
অরাআরারারারারাআমে দাড়াও
৪৬| ৩১ শে মে, ২০১০ রাত ১১:৩৫
মুকুট বিহীন সম্রাট বলেছেন: সোহান লেখা খুব ভালো হয়েছে, কিন্তু আমার মন খুব খারাফ, আমি প্রথম পাতায় যেতে পারছিনা কেন? জানো কিছু?
৩১ শে মে, ২০১০ রাত ১১:৪১
রাজসোহান বলেছেন: আজ সামু এর সার্ভার আপডেট হয়েছে ........ মনে হয় তাতে কোন সমস্যা ফিল করছেন ..... আমারও হচ্ছিলো ঠিক হয়ে গেছে , আপনারটাও হয়ে যাবে ।
ততক্ষণে আমার আগের পোস্ট গুলা পড়েন
৪৭| ৩১ শে মে, ২০১০ রাত ১১:৪০
সায়েম মুন বলেছেন: টুমি খ্রাপ আছে
৩১ শে মে, ২০১০ রাত ১১:৪৪
রাজসোহান বলেছেন: হঠাৎ পাঞ্জাবিদের স্টাইল ধরসো
সোজাআআআআ হও
৪৮| ০১ লা জুন, ২০১০ রাত ১২:০০
হায় ঈশ্বর! বলেছেন: পিলাস +
০১ লা জুন, ২০১০ সকাল ১১:৪০
রাজসোহান বলেছেন:
৪৯| ০১ লা জুন, ২০১০ সকাল ৮:৪৫
কবুতর সন্ধানী বলেছেন: শেষেন পিলাচ
রাজ ভাই আমন্ত্রন রইল...
http://www.somewhereinblog.net/group/accident
০১ লা জুন, ২০১০ সকাল ১১:৫৬
রাজসোহান বলেছেন: গেছি
৫০| ০১ লা জুন, ২০১০ সকাল ১১:৪৯
পাথুরে বলেছেন:
+
কি ব্রাদার, প্রমথ-পূর্ব যুগের উপন্যাস বেশি পড়া হচ্ছে নাকে ইদানীং?
০১ লা জুন, ২০১০ সকাল ১১:৫৫
রাজসোহান বলেছেন: কিছুটা পড়া হচ্ছে , তবে এভাবে বেশিক্ষণ চিন্তা করা যায় না আমার আগের দুইটা পর্বের সাথে এই পর্ব তা মেলে নাই , আমি নিজেও বুঝছি , কিন্তু কি করব তা বুঝতে পারি নাই
৫১| ০১ লা জুন, ২০১০ সকাল ১১:৫০
পাথুরে বলেছেন:
*নাকে= নাকি
০১ লা জুন, ২০১০ সকাল ১১:৫৩
রাজসোহান বলেছেন: আমি তো খুঁজে পেলাম না একটু বলবেন কি কোন লাইন এ আছে
৫২| ০১ লা জুন, ২০১০ সকাল ১১:৫৫
পাথুরে বলেছেন:
হাহাহা
বিতলা পোলাপাইন।
আমার কমেন্টে ভুলের কথা কই...
০১ লা জুন, ২০১০ সকাল ১১:৫৭
রাজসোহান বলেছেন: ওহ !!! আপনি বলার আগে কিন্তু আমার চোখে পরে নাই
৫৩| ০১ লা জুন, ২০১০ সকাল ১১:৫৬
কারিমাট বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখা পড়লাম
ভাল্লাগছে বলবো না
বলবো খু..................................ব ভাল লাগিয়াছে
++++
০১ লা জুন, ২০১০ দুপুর ১২:০১
রাজসোহান বলেছেন: ওয়েলকাম ব্যাক
আপনাদের মিস করি খুব ....... রাত বিরাতের সেই আড্ডা মিস করি ,
৫৪| ০১ লা জুন, ২০১০ দুপুর ১২:০০
অন্ধ আগন্তুক বলেছেন: সোহান অসাধারণ লিখেছেন। কিন্তু পড়ার মন খারাপ হয়ে গেলো ক্যানো ???
০১ লা জুন, ২০১০ দুপুর ১২:০৪
রাজসোহান বলেছেন: কার মন খারাপ হইলো ? অ[পনার ? তাহলে স্যরি
৫৫| ০১ লা জুন, ২০১০ দুপুর ১২:২৯
অন্ধ আগন্তুক বলেছেন: সরির কিছু নাই, মন খারাপ হওয়া খারাপ কিছু না !!!!
আপনি ভালো তো ভ্রাতা ???!!! ভাল থাকেন সবসময়।
০১ লা জুন, ২০১০ দুপুর ১২:৪৪
রাজসোহান বলেছেন: আমাদের সবার মন খারাপ আমাদের এই মন খারাপের রাজত্বে
আপনিও ভালো থাকুন
৫৬| ০১ লা জুন, ২০১০ দুপুর ১:০৫
শেখ আমিনুল ইসলাম বলেছেন: তবে আজ চৈত্রের কাঠফাটা রৌদ্রের দহনে হৃদয় পুড়ে খাক হয়েছে , তাই কোন বসন্তেই একটি ব্যথার নীলোৎপলও ফুটবে না .
+++++++++++++++
খুব ভালো লেগেছে সোহান ভাই।
শুভেচ্ছা।
০১ লা জুন, ২০১০ দুপুর ২:২৩
রাজসোহান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা , ভালো থাকবেন
৫৭| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:০৯
রঙ পেন্সিল বলেছেন: লেখা ভালো!! আস্তে আস্তে শানিত হবে!
ভালো লেখার চাইতে ভালো চিন্তা করতে পারাটা অনেক বেশী কাজের! এইটাতে আমি একটা ভুল করলাম! তারপরও ....
০১ লা জুন, ২০১০ রাত ৮:০৯
রাজসোহান বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ
৫৮| ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
ফুল পরী বলেছেন: দিব্য রূপিনী মাঝ রাত্তিরে এসে আমার লিটল এ্যাঞ্জেলের ঘুম কেড়ে নিয়েছে বুঝি? আচ্ছা তোমার দিব্য রূপিনী দেখতে কেমন বলতো? এমন নাতো............
০১ লা জুন, ২০১০ রাত ৮:১৯
রাজসোহান বলেছেন: ছবিটা পছন্দ হইসে
৫৯| ০১ লা জুন, ২০১০ রাত ৯:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাড়ির-র ব্যবহার নেই! পরিবর্তে ফুলস্টপ! অনেক ভাল লাগল! খুবই ভাল ।
০১ লা জুন, ২০১০ রাত ১১:০২
রাজসোহান বলেছেন: থ্যাংকু
৬০| ০১ লা জুন, ২০১০ রাত ৯:৫৭
দুরন্ত ইসলাম বলেছেন: খারাপ নয়। খুবই ভাল।
০১ লা জুন, ২০১০ রাত ১১:১৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন
৬১| ০১ লা জুন, ২০১০ রাত ৯:৫৮
টেকনলজী বলেছেন: পেলাচ
০১ লা জুন, ২০১০ রাত ১১:১৮
রাজসোহান বলেছেন:
৬২| ০২ রা জুন, ২০১০ রাত ১২:৪৫
সায়েম মুন বলেছেন:
০২ রা জুন, ২০১০ রাত ১:১৬
রাজসোহান বলেছেন: আমার ব্লগে আসার জন্য টেংকু বাবু ,
কথা না শুনলে পিডানি খাইবা
৬৩| ০২ রা জুন, ২০১০ রাত ২:০৪
সায়েম মুন বলেছেন:
০২ রা জুন, ২০১০ রাত ৩:৫৬
রাজসোহান বলেছেন: বেত কিনছি , ঐটা দিয়া সিধা করুম ।
৬৪| ০২ রা জুন, ২০১০ রাত ২:০৯
ছন্দ্বহীন বলেছেন: ভালই বোকা বানাইছো..ভাবিলাম নতুন পোষ্ট এর লিংক দিছ..কিন্তু লিংক চাইপা দেখি আমি পুড়াই বেকুব!!!
জলেত চুবান খাইয়া কু্ত্তায় যেমন মাথা ঝাকান দেয় তেমন একখানা ইসপিশাল ইমু আমারে ভেংচাইতেছে...
হা! হা! হা! আমার অবস্থা যেমন তেমন
তোমার মনের অবস্থা এখন কেমন?
০২ রা জুন, ২০১০ রাত ৩:৫৭
রাজসোহান বলেছেন: এইতো আছি ভালো ।
৬৫| ০২ রা জুন, ২০১০ ভোর ৪:০৪
মেঘ শূন্য দিন বলেছেন: লও আরেকক্ষ্যান এলাচু পিলাচ দিলাম এবার আমার বাইত আইসো।
০২ রা জুন, ২০১০ রাত ৮:৪১
রাজসোহান বলেছেন: গেসিলাম
৬৬| ০২ রা জুন, ২০১০ ভোর ৫:৪৮
বাঘ মামা বলেছেন: সোহান মানেই ধমকা হাওয়া,
মনের ঘর বাড়ি দরজায় কড়া আঘাৎ
০২ রা জুন, ২০১০ রাত ৮:৪৯
রাজসোহান বলেছেন: ধমকা হাওয়া !!!
৬৭| ০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:০৪
ত্রিতয়ী বলেছেন: অনেক ভাল ও লাগল......প্লাস
০২ রা জুন, ২০১০ রাত ৮:৫৬
রাজসোহান বলেছেন: চোখ টিপি দিলেন ক্যান ?
৬৮| ০২ রা জুন, ২০১০ রাত ৯:১১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ঠিকাসে... লা প্লা
০২ রা জুন, ২০১০ রাত ৯:১৪
রাজসোহান বলেছেন: অভিশাপ দেয়া একমাত্র মডুদেরই মানায়
৬৯| ০২ রা জুন, ২০১০ রাত ৯:৪২
ত্রিতয়ী বলেছেন: বেশী ভাল লাগছে তাই...........।
০২ রা জুন, ২০১০ রাত ১০:৩৩
রাজসোহান বলেছেন: ওহ , আজ জানলাম এই ইমো এর মানে কি
৭০| ০৩ রা জুন, ২০১০ রাত ১২:৫১
সায়েম মুন বলেছেন:
০৩ রা জুন, ২০১০ রাত ১:৩৬
রাজসোহান বলেছেন: চশমা ভাইঙ্গ না আবার
৭১| ০৩ রা জুন, ২০১০ রাত ১:৫৯
বাবুল হোসেইন বলেছেন: চমৎকার
০৩ রা জুন, ২০১০ রাত ২:০০
রাজসোহান বলেছেন: টেংকু , পরার জন্য
৭২| ০৩ রা জুন, ২০১০ রাত ২:১৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: গল্প পোষ্ট দিয়েছি!!
০৩ রা জুন, ২০১০ রাত ২:২৬
রাজসোহান বলেছেন: দেখতেসি
৭৩| ০৩ রা জুন, ২০১০ রাত ২:৪২
নুরুন নেসা বেগম বলেছেন: কেন বললো ১০০তম পোস্ট, ঠিক বুঝলাম না। বুঝাইয়া কইবেন..। ভাল থাকেন।
০৩ রা জুন, ২০১০ ভোর ৪:০০
৭৪| ০৩ রা জুন, ২০১০ রাত ২:৪৩
সায়েম মুন বলেছেন: ১০০ পিডানো পুলা
০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
রাজসোহান বলেছেন:
৭৫| ০৩ রা জুন, ২০১০ রাত ২:৪৭
সাগর রহমান বলেছেন: প্রিয়তে কিন্তু। দারুন লাগলো বস্। সব গুলো পড়ে দেখতে হবে একে একে।।
০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
রাজসোহান বলেছেন: টেংকু
৭৬| ০৩ রা জুন, ২০১০ রাত ২:৪৭
সায়েম মুন বলেছেন: কি কর না কর? আপারে বুঝায় দেও
০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
রাজসোহান বলেছেন: দিসি
৭৭| ০৩ রা জুন, ২০১০ রাত ২:৫২
নস্টালজিক বলেছেন: ভালো হইসে।।
তুমি আরো ভালো লেখবা সামনে,আই বেট!
০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫০
রাজসোহান বলেছেন: কার লগে ?
৭৮| ০৩ রা জুন, ২০১০ দুপুর ১:২৯
শূণ্য উপত্যকা বলেছেন: ঐ মিয়া এইডা কি কও?????????????? উল্টাপাল্টা বলে মেজাজ গরম করবা না
০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
রাজসোহান বলেছেন: কি কৈলাম ?
৭৯| ০৩ রা জুন, ২০১০ বিকাল ৫:০২
টানজিমা বলেছেন: পুপিটা দেইক্ষা মেজাজ তিতা হইয়া গেছে গা....
(বমি বমি ভাব আশতাছে)
সামুতে আর কয়েক দিন আমুনা.......
০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
রাজসোহান বলেছেন:
৮০| ০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
নীল কষ্ট বলেছেন: হৃদয় পুড়ে খাক হয়েছে ,কেন কেন কেন কেন কেন???????
০৩ রা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
রাজসোহান বলেছেন: একুনো কেউ আসে নাই
৮১| ০৩ রা জুন, ২০১০ রাত ১০:৩৪
সায়েম মুন বলেছেন: টেরাম
০৩ রা জুন, ২০১০ রাত ১০:৪৫
রাজসোহান বলেছেন: ধেরাম (গ্যাংস্টার ইমু )
৮২| ০৩ রা জুন, ২০১০ রাত ১১:৪৩
নস্টালজিক বলেছেন: কারো লগে না।
০৪ ঠা জুন, ২০১০ রাত ১২:১২
রাজসোহান বলেছেন: আমারে নিয়া ভরসা নাই ?
ব্যাফুক কান্নার ইমু
৮৩| ০৪ ঠা জুন, ২০১০ রাত ১২:১৪
শূণ্য উপত্যকা বলেছেন: + দেয় নাই বললা যে।
আমার নতুন পোস্টে কিন্তু তোমার + পাই নাই
০৪ ঠা জুন, ২০১০ সকাল ১০:৪৬
রাজসোহান বলেছেন: এর আগের পোস্টে এমন করসিলা
৮৪| ০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:০৫
ইবনুস সাবীল বলেছেন: প্লাস!
০৪ ঠা জুন, ২০১০ সকাল ১০:৪৭
রাজসোহান বলেছেন: টেংকু
৮৫| ০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৩:২৪
০৬ ই জুন, ২০১০ রাত ১:৫৪
রাজসোহান বলেছেন: ওয়াও , সত্যি , খুব ভালো লেগেছে আপু , ভালো থেকো
৮৬| ০৪ ঠা জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৩
ত্রিতয়ী বলেছেন: jak janlen to obosheshe...............
০৬ ই জুন, ২০১০ রাত ২:০৩
রাজসোহান বলেছেন: জেনে জ্ঞান বাড়ালাম
৮৭| ০৪ ঠা জুন, ২০১০ রাত ১১:৪৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে সোহান ভাই।
০৬ ই জুন, ২০১০ রাত ২:০৭
রাজসোহান বলেছেন: থ্যাংকু , হানিফ ভাই , আপনি ভালো থাকবেন , আপনাকে দেখলে ভালো লাগে ।
৮৮| ০৪ ঠা জুন, ২০১০ রাত ১১:৪৭
সায়েম মুন বলেছেন:
০৬ ই জুন, ২০১০ রাত ২:০৮
রাজসোহান বলেছেন: দুষ্টু বাবু রাত্রে জেগে থাকে ।
৮৯| ০৫ ই জুন, ২০১০ রাত ১১:১২
আলী প্রাণ বলেছেন:
অসাধারণ লিখেন আপনি.....
অন্তহীন সময়-পথের ক্লান্তিহীন যাত্রা'র মত আপনার লেখা পড়া যায়
মায়ামুগ্ধ হয়ে পড়লাম।
ভালো লাগলো, ভালো থাকবেন।
০৬ ই জুন, ২০১০ রাত ২:১৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ প্রাণ ভাই , আপনি ভালো থাকবেন আশা করি ।
৯০| ০৬ ই জুন, ২০১০ ভোর ৪:০৬
জাফরীন সুপ্তি বলেছেন: আসসালামু আলাইকুম
গুরুচন্ডালী দোষ আছে, কিন্তু চিন্তাগুলো সুন্দর!
খোদা হাফেজ।
০৬ ই জুন, ২০১০ ভোর ৪:১২
রাজসোহান বলেছেন:
০৬ ই জুন, ২০১০ ভোর ৪:১২
রাজসোহান বলেছেন: পেলাচ কই ?
৯১| ০৬ ই জুন, ২০১০ দুপুর ১২:০৩
সকাল রয় বলেছেন:
লিখাটা কিন্তু সুন্দর হয়েছে।
কেমন আছেন
০৬ ই জুন, ২০১০ দুপুর ১২:১০
রাজসোহান বলেছেন: অবাক হইয়া গেলাম , আপনে আমার আপনে বলা শুরু করসেন
কই থিকা উদয় হইলেন ?
৯২| ০৬ ই জুন, ২০১০ দুপুর ১২:১৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওহে ব্রাদার লেখা তো সুন্দর হয়েছে কিন্তু ভাষা এত কঠিন কেন! (প্রবলভাবে মাথা চুল্কানোর ইমো)
০৬ ই জুন, ২০১০ দুপুর ১২:২৩
রাজসোহান বলেছেন: মেঘাপু,সব রকমই টেরাই মারতেসি শেষ পর্ব, তাই একটু পরীক্ষা নিরীক্ষা করলাম ,
এই পুস্টে অনেক ভুল ছিল , তুমার অনুপস্থিতিতে উপ্রে ৯০০ ঠিক কইরা দিসে
৯৩| ০৬ ই জুন, ২০১০ বিকাল ৪:২৬
কি নাম দিব বলেছেন: অনেক দিন ধরে পড়ব পড়ব করে আর পড়া হয়ে উঠেনি। আজ সবগুলো পড়লাম।
দারুণ লিখেছেন। ++++
০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২১
রাজসোহান বলেছেন: ১ম পর্বটাও কি দারুন লেগেছে ?
৯৪| ০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
রুদ্রমরু বলেছেন: পড়ব পড়ব করে রেখে দিলাম
০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪০
রাজসোহান বলেছেন: কই রাখলেন ?
৯৫| ০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
রুদ্রমরু বলেছেন: টুডু লিস্টুতে। ছোটবেলায় অনেক পরতাম, মন চাইত। এখন পরতে কষ্ট লাগে
০৬ ই জুন, ২০১০ রাত ৮:২৬
রাজসোহান বলেছেন: একটু কষ্ট কইরে পইরেন , ভালো না লাগ্লে পয়সা ফেরত
৯৬| ০৬ ই জুন, ২০১০ রাত ৮:১৪
কালীদাস বলেছেন: ঘটনা কি, দুইদিন পরপর প্রোফাইল পিক চেন্জ? বিয়াফক এক্সপেরিমেন্ট চইলতেছে দেকা যায়
০৬ ই জুন, ২০১০ রাত ৮:২৯
রাজসোহান বলেছেন: হ ম ব্যাফুক এক্সপেরিমেন্ট , তয় তুমার ইমো গুলা একটু বুঝায়া কও
৯৭| ০৬ ই জুন, ২০১০ রাত ৮:৪০
কি নাম দিব বলেছেন: ভালোই তো লাগলো।
০৬ ই জুন, ২০১০ রাত ৮:৪৩
রাজসোহান বলেছেন: আর কিছু কওনের নাই
৯৮| ০৬ ই জুন, ২০১০ রাত ৯:১২
কালীদাস বলেছেন:
০৬ ই জুন, ২০১০ রাত ১১:৫৪
রাজসোহান বলেছেন: চেহারায় কাচা মরিচ কে লাগাইল ?
আমার নতুন লেখায় কমেন্ট কই ?
৯৯| ০৭ ই জুন, ২০১০ দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: ভাল লাগার অনুভুতি কিন্তু শেষ হয়নি সোহান! সত্যি তুমি ভালো লিখো। ৪৫ নম্বর প্লাস।
০৭ ই জুন, ২০১০ দুপুর ১:০৫
রাজসোহান বলেছেন: আমি তো ভাবসিলাম , আপনে আমারে ভুইলাই গেছেন
পড়ার জন্য অনেক থ্যাংকু
১০০| ০৮ ই জুন, ২০১০ রাত ১২:৩২
ইকারাস ইমন বলেছেন: ফ্যান হয়ে গেলাম তোমার.।।। + ++++++++++
০৮ ই জুন, ২০১০ ভোর ৬:৩৮
রাজসোহান বলেছেন: আহ!স্টার কি শেষমেষ হইয়াই গেলামনি :!> :#>
১০১| ১৪ ই জুন, ২০১০ বিকাল ৪:২৮
এন ইউ এমিল বলেছেন: ভালো
১৪ ই জুন, ২০১০ রাত ৮:৫১
রাজসোহান বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১০ ভোর ৫:১৪
নস্টালজিক বলেছেন: পুত্তম পুত্তম!
আরেকটা কমেন্ট বাকি থাকলো।।