নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

রোদের শহরে ম্যাগপাইয়ের লাশ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬









এই আলোর পাশে এই সাগরে ভেসেছিলো ম্যাগপাইয়ের দল। সেই সাগর তীরে ছেলেটিকে রেখে চলে গিয়েছে বদ্বীপের যতো অনুভূতি। কেড়ে নিয়ে গেছে পাখিদের গান, এখন শুধু বিটোফেনের সুর বাজে তার বধির কানে।



এই রোদের শহরে ছেলেটি রাস্তায় রাস্তায় ঘুরে জুতো ক্ষয় করেছিলো অযথাই। সে কেবলই রোদপাখির পিছু নিয়েছিলো। ছেলেটি সূর্যের গান শোনার আবদার করলে পাখি ডানা মেলে দেয়। পাখিটি শহুরে নদী পার হয়ে চলে গেলে সে বোঝে, সূর্যের গান এখানেই অস্ত যাবে এই শেষ বিকেলে। ছেলেটি তখন রচনা করলো পৃথিবীর দীর্ঘতম সুরসঙ্গীত।



সেই ছেলেটি এক রাতের কবি হয়ে এসেছিলো তোমাদের ঘরে কবিতা শোনাবে বলে। তোমরা তখন অন্য ঘুমে অন্য বাহুতে। সকালে কাকেদের মিছিল এসে কবিকে ঘুম পাড়িয়ে দিলো।



ঘুমের ওপাড়ের জগতে ছেলেটির নদী রঙ হারিয়ে, এপাড়ে কারো বিষন্ন চোখে ঢেউ তুলেছিলো। অবসন্ন ড্যাফোডিলের নিষ্প্রভ দ্যুতি ছড়িয়ে নেমে আসা সাঁঝের মায়ায় ম্যাগপাইগুলো লাশ হয়ে পড়ে থাকে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২

নোমান নমি বলেছেন: দ্বিতীয় প্যারা সেরা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

রাজসোহান বলেছেন: রোদের শহরে রোদপাখিকে নিয়ে পৃথিবীর দীর্ঘতম সুরসঙ্গীত।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

মাথানষ্ট০০৭ বলেছেন: :|| :||

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

রাজসোহান বলেছেন: :| :|

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :| :| :|

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

রাজসোহান বলেছেন: /:) /:)

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

মাক্স বলেছেন: :|:|

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

রাজসোহান বলেছেন: :-/ :-/

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দ্বিতীয় প্যারাটাই বেস্ট !

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

রাজসোহান বলেছেন: রোদের শহর কপিরাইট আমার। নোমান এইটা অবৈধ ভাবে ইউজ করবো কইছে X(

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার হৈসে। লিরিকটা পড়লাম। ওটাও বেশ ভালো লাগলো। ২০১৩ তে দুই বছর আগের ব্লগ মাতানো সোহানকে দেখতে চাই!

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

রাজসোহান বলেছেন: ইদানিং লেখার খুব ইচ্ছে জাগছে। ঐযে একবার আপনি বলছিলেন আপনার ২ বছর রাইটার্স ব্লক ছিলো। সম্ভবত এতোদিন আমারও সেটা হচ্ছিলো। এখনও জানি না শেষ হয়েছে কীনা, তবে অনেক লেখা ঘুরপাক খাচ্ছে :D

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ছেলেটি সূর্যের গান শোনার আবদার করলে পাখি ডানা মেলে দেয়। পাখিটি শহুরে নদী পার হয়ে চলে গেলে সে বোঝে, সূর্যের গান এখানেই অস্ত যাবে এই শেষ বিকেলে। ছেলেটি তখন রচনা করলো পৃথিবীর দীর্ঘতম সুরসঙ্গীত

এই লাইনগুলা সেরা

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

রাজসোহান বলেছেন: রোদের শহরে রোদপাখিকে নিয়ে পৃথিবীর দীর্ঘতম সুরসঙ্গীত। :)

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

নেক্সাস বলেছেন: খুব সুন্দর। মন ছুঁয়ে গেল সোহান। ইদানিং আপনাকে দেখিনা। সব ম্যাগপাইরা কি বোধের লাশ হয়ে সৎকারবিহীন পড়ে আছে নাকি?

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

রাজসোহান বলেছেন: একজন আমাকে বলেছিলো ম্যাগপাইয়ের মুগ্ধতা আজো কাটেনি। তাই ম্যাগপাই নিয়েই ফিরে আসতে চাচ্ছি নাগরিক ঋষির বেশে। :)

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

সায়েম মুন বলেছেন: সোন্দর। ল্যাখো। ল্যাখতে থাকো।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

রাজসোহান বলেছেন: ভাষা ঠিক করে কথা বলুন, নইলে বাঙলা একাডেমীতে যাইয়া বিচার দিমু X(

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

মোহাম্মদ আশরাফ বলেছেন: কি রে তোর কি খবর? ফোন বন্ধ কেন?

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

রাজসোহান বলেছেন: মোবাইল নাম্বার সারাজীবন একটাই, ০১৭২১২৫০৯০৯ :)

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

তন্ময় ফেরদৌস বলেছেন: দারুন হইসে সোহান :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

রাজসোহান বলেছেন: তাই বুঝি তন্ময় আপা? :!>

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার। তবে ২য় প্যারাই সেরা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

রাজসোহান বলেছেন: সবার দ্বিতীয় প্যারাটাই ভালো লেগেছে দেখছি :)

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

ভিয়েনাস বলেছেন: লেখাটাই কেমন একটা অন্য রকম অনুভূতির আবেশ ছড়ানো ।

চমৎকার লাগলো

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস :)

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

রীতিমত লিয়া বলেছেন: এই রোদের শহরে ছেলেটি রাস্তায় রাস্তায় ঘুরে জুতো ক্ষয় করেছিলো অযথাই। সে কেবলই রোদপাখির পিছু নিয়েছিলো।

চমৎকার

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

রাজসোহান বলেছেন: ছেলেটি এরপর রচনা করলো পৃথিবীর দীর্ঘতম সুরসঙ্গীত!

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

সোমহেপি বলেছেন: SHOHAN 'PAKCHE '

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

রাজসোহান বলেছেন: কমেন্ট বাংলিশ, তুমি একটা ইব্লিশ X(

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

সোমহেপি বলেছেন: লেখায় পরিপক্কতা এসেছে সোহান।শুভকামনা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

রাজসোহান বলেছেন: এইটা রিবর্ন :P

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

জেমস বন্ড বলেছেন: ঘুমের ওপাড়ের জগতে ছেলেটির নদী রঙ হারিয়ে, এপাড়ে কারো বিষন্ন চোখে ঢেউ তুলেছিলো। অবসন্ন ড্যাফোডিলের নিষ্প্রভ দ্যুতি ছড়িয়ে নেমে আসা সাঁঝের মায়ায় ম্যাগপাইগুলো লাশ হয়ে পড়ে থাকে।



মাঈণে :|| :||

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

রাজসোহান বলেছেন: একটা পোলা বুকের হার্ট খুইলা আরেকটা মাইয়ারে দিতাছে। হার্ট না থাইকাও পোলায় ক্যাম্নে দাঁড়ায় আছে? আমারে আগে এইডা বোঝান X(

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

জেমস বন্ড বলেছেন: হৃদয় চিড়ে দিয়ে ছিলাম তারে , কিন্তু বুঝেনাই :( :(

অই যে কথা আছে না - " এই হৃদয় চিড়ে যদি দেখানো যেতো " সেইরকম আর কি /:) /:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

রাজসোহান বলেছেন: মিয়া ভালোবাইসেন না, মারা যাইবেন /:)

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

নক্ষত্রচারী বলেছেন: চমৎকার !

মুক্ত অনুভূতি সাচ্ছন্দে খেলা করছে শব্দগুলোয় ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

রাজসোহান বলেছেন: :)

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

ডানাহীন বলেছেন: আমার মনে হয় রাইটার্স ব্লক আপনাকে ছেড়ে গেছে .. প্রতিটা বাক্যই তো নিখুঁত মনে হল ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

রাজসোহান বলেছেন: কাটলেই ভালো, না কাটলে মশার নাচ দেখা ছাড়া উপায় নাই!

:)

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনটা জটিল

ছেলেটি তখন রচনা করলো পৃথিবীর দীর্ঘতম সুরসঙ্গীত।

--- ব্লক কেটে যাক। সোহানের জন্য শুভ কামনা ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

রাজসোহান বলেছেন: সোহানের জন্য শুভকামনা, রোদের শহরে গিয়ে যেনো পুড়ে না যায়! :P

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

কালোপরী বলেছেন: :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

রাজসোহান বলেছেন: :) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.