|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
পাইথনের ইতিহাস নিয়ে আর কিছু বললাম না, ইতিহাস জানতে ইচ্ছে হলে গুগলে history of python programming language লিখে সার্চ দিলেই পাবেন। আর যদি ইংলিশ পড়তে কষ্ট হয় তাহলে সোজা চলে যান বাংলায় পাইথনের ইতিহাস   লিঙ্কটিতে। 
হিস্টুরি টিস্টুরি জানা হলো, এবার আসুন আসল কথায়, আপনি কেনো পাইথনই শিখবেন? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরতো আর অভাব নাই বিশ্বে! শত শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করাইয়া ছাড়ুম  
List of programming languages  
Generational list of programming languages  
List of programming languages by type  
উপ্রের লিঙ্ক চেক করেন। আপনারে বিশ্বাস করানোর জন্য উইকিপিডিয়া রেডি। 
এইবার পাইথন যে কারণে শিখবেন? আপনি কবে কি পড়েছেন, আদৌ পড়াশুনা করেছেন কিনা, মেট্রিকে সায়েন্স ছিলো না কমার্স ছিলো এইসব হ্যানত্যান আপনার পাইথন প্রোগ্রামিং শেখার জন্য বাধা না। পাইথন একদম বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ! পাইথনের ভাষাকে বলা হয় মানুষের ভাষার কাছাকাছি   
 
এই যে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোর সব কি আপনে শিখবেন? পারবেন শিখতে? মাথা খারাপ কইরেন না মিয়া! মূল কথা হইলো, প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল কাঠামো একই রকম। একটা জানলে আরেকটা সহজেই বুঝা যায়। আর আপনাকে কাজ করার জন্য সব গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও জানতে হবে না। একটা ভালো করে জানলেই হবে। আর এজন্যেই পাইথন শিখবেন 
প্রোগ্রামিং শুরু করার জন্য পাইথন একটা অসাধারন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন প্রোগ্রামিংয়ে তাহলে পাইথন দিয়ে শুরু করতে পারেন। অনেক সুন্দর ভাবেই শুরু করতে পারবেন।
কি হইলো? অধইর্য্য হইছেন নাকি?   ধইর্য্যহারা হইয়েন না, আমি আপনাদের কষ্ট কমায়া দিতাছি, নেটে ঘাটাঘাটি করতে করতে যে পরিমাণ সময় নষ্ট হইতো গাইডলাইন পাইতে, তারচেয়ে এই পোষ্টটা শেষ করতে আপনার মাত্র ১০ মিনিট লাগবে
  ধইর্য্যহারা হইয়েন না, আমি আপনাদের কষ্ট কমায়া দিতাছি, নেটে ঘাটাঘাটি করতে করতে যে পরিমাণ সময় নষ্ট হইতো গাইডলাইন পাইতে, তারচেয়ে এই পোষ্টটা শেষ করতে আপনার মাত্র ১০ মিনিট লাগবে 
ধরেই নিতাছি আপনেরা এই লাইনে পুত্তুম মানে বিগিনার। আপনাদের ছোটো ছোটো বাচ্চাদের যেভাবে অ, আ শিখাইতে হয় সেইভাবে শিখাইতে হবে। ভয় পাইয়েন না, আপনাদের জন্য আছে হুকুশপাকুশ বাবু   সোজা চলে যান, হুকুশ পাকুশের প্রোগ্রামিং শিক্ষা   সাইটে। একবার পড়া শুরু করেন, আপনেরে আটকায়া রাখার জন্য দূর্দান্ত ভাষা শৈলী ব্যবহার করা হইছে
 সোজা চলে যান, হুকুশ পাকুশের প্রোগ্রামিং শিক্ষা   সাইটে। একবার পড়া শুরু করেন, আপনেরে আটকায়া রাখার জন্য দূর্দান্ত ভাষা শৈলী ব্যবহার করা হইছে 
হুকুশ পাকুশ শেষ করেন, আস্তে ধীরে আগান!
হুকুশ পাকুশ শেষ হইলেও আপনে কিন্তু এখনও বিগিনার! তাই আরও উন্নত মানের ফ্রী ভিডিও টিউটোরিয়াল নিয়ে ইউটিউব আপনাকে ডাকছে পাইথন শেখার জন্য! কেনো জানেন? গুগল আর ইউটিউব দুইটাই চলে পাইথন প্রোগ্রামিংয়ে  আরো স্পেশাল ব্যাপার স্যাপার হইলো গুগল আপনাকে পাইথন শেখার জন্য বিভিন্ন উৎসাহও দেয়!
 আরো স্পেশাল ব্যাপার স্যাপার হইলো গুগল আপনাকে পাইথন শেখার জন্য বিভিন্ন উৎসাহও দেয়!
ইউটিউবের মোট ৪৩টা ভিডিও   সিরিয়ালি পাবেন। সর্বোমোট ৩ ঘণ্টা, ৫৬ মিনিটের ভিডিও আপনে সময় লাগিয়ে, দিন লাগিয়ে, বুঝে বুঝে শিখুন। 
ইউটিউব ভিডিও শেষ হলে চলে যান Learn Python The Hard Way  
জ্বী! এতোদিন সোজা সোজা পাইথন শিখছেন, এক্সপার্ট হইতে হইলে কঠিন শিখা জরুরী! 
এছাড়া আরো কিছু লিঙ্ক দিচ্ছি যেগুলো আপনাকে সহযোগীতা করবে। পাইথন নিজেই আপনার জন্য তাদের সাইটে টিউটোরিয়াল দিয়ে রাখছে, দেখুন >> The Python Tutorial  
গুগল মামু বিশেষ ফ্রী ক্লাসের ব্যবস্থা করছে পাইথন শেখার জন্য! জলদি দেখেন >> Google's Python Class  
আর যদি গুগল মামুর ভিডিও ক্লাস করতে চান সেইটাও ইউটিউবে দিয়া রাখছে, Google Python Class Day 1 Part 1   একটা ক্লাস শেষ হইলে পরের ক্লাসে যাবার জন্য উপ্রে ডান পাশেই লিঙ্ক পাবেন 
আরো কিছু ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কঃ
Python 2.7 Tutorial  
Python Video Tutorials  
Python tutorial  
এই হইলো টোটাল গাইডলাইন। আপনি যদি হুকুশ পাকুশ দিয়ে শুরু করে ইউটিউব হয়ে গুগল পর্যন্ত আসতে পারেন, তাহলে আপনি পাইথনে বস হয়ে যাবেন! তবে প্র্যাক্টিসের কোনোই বিকল্প নাই। একবার পাইথনে বস হয়ে গেলে আপনাকে আর পায় কে! দুনিয়ার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আর কঠিন মনে হবে না   
 
স্বাগতম পাইথনের জগতে!
 ৭৩ টি
    	৭৩ টি    	 +৫২/-০
    	+৫২/-০  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৮
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৮
রাজসোহান বলেছেন: শিখুন, শিখুন, পাইথনে অনেক মজা! 
২|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:০৩
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:০৩
বিষন্ন পথিক বলেছেন: সাপের খাচা ভাংবো, পাইথনকে আনবো
পোলাপাইন চায় কি, পাইথন ছাড়া আবার কি   
 
  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৯
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৯
রাজসোহান বলেছেন: জয় বাংলা, জয় পাইথন।   
 
৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১২
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ধন্যবাদ.....পাইথন মিয়া সামলাইয়া চল........
  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:২০
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:২০
রাজসোহান বলেছেন: বন্ধু তুহিন পাইথনেমোর :প 
কিমুন কিমুন আছেন মিয়া ভাই? 
৪|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৮
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৮
নগর-বাউল বলেছেন: ভাবতেছি ইউটিউবের ভিডিও গুলা দিয়া শুরু করব।
  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:২১
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:২১
রাজসোহান বলেছেন: তবে হুকুশ পাকুশে একবার ঢুঁ না পারলে পস্তাবেন 
৫|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:২৩
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:২৩
মনিরুল হাসান বলেছেন: সবাইকে সাহায্য করার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনিও পরে সবার কাছ থেকে সাহায্য পাবেন।
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৫
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ, আপনিও শুরু করে দিন 
৬|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:৩১
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:৩১
অশান্ত কাব্য বলেছেন: ভাল জিনিস দিয়েছেন... শুরু করা দরকার ... প্রিয়তে  
 
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৮
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৮
রাজসোহান বলেছেন: প্রিয়তে নিয়েই ভুলে যাইয়েন না আবার!
৭|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:৫৪
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৮:৫৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিতো ভাবছিলাম তুমি নিজেই শিখাইতেছ 
সিরিজ ভিত্তিক টিউটোরিয়াল (ছবিসহ) বাংলায় লিখো যদি সম্ভব হয়।
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৮
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৮
রাজসোহান বলেছেন: টিউটোরিয়াল বানাইতে আলসেমী লাগে, তার উপর আমার গলা ভালো না   
 
৮|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৯:০২
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৯:০২
আমিভূত বলেছেন: আমি বিগিনার লেভেল এ আছি  আমার কাছে পাইথন খুব ভালো লেগেছে । আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ ।
 আমার কাছে পাইথন খুব ভালো লেগেছে । আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ । 
প্রিয়তে । 
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৯
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৯
রাজসোহান বলেছেন: আপনাকে প্লাস!
৯|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১০:১১
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১০:১১
পথহারা সৈকত বলেছেন: +++++
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৯
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১৯
রাজসোহান বলেছেন: ++
১০|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১০:৪৬
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১০:৪৬
আমি কবি নই বলেছেন: ধইন্যা
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২০
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২০
রাজসোহান বলেছেন: লইলাম!
১১|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১১:১১
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ১১:১১
হতাশ নািবক বলেছেন: ধন্যবাদ !!!!!!!  ফালতু বিষয় নিয়ে আজাইরা ক্যাচাল করার চেয়ে ভাল কিছু,শেখার কিছু, জানার কিছু নিয়ে আলোচনা করার জন্য ।
ভাল থাকুন।
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২০
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২০
রাজসোহান বলেছেন:   
 
১২|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৪
০৪ ঠা এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন: 
সোজা প্রিয়তে ... 
ভালোলগা নিবেন। 
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২১
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২১
রাজসোহান বলেছেন: ভালোলাগা নিয়া ফ্রীজে রাখলাম 
১৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৩
০৪ ঠা এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৩
সাফায়াত কাদির বলেছেন: শিখে লাভ কি? 
কষ্ট কইরা বইলেন একটু। 
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২২
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২২
রাজসোহান বলেছেন: ক্লিক হুকুশ পাকুশ লিঙ্ক, এরপর আপনিই বুঝবেন 
১৪|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৯
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৫৯
মিঠেল রোদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
রাজসোহান বলেছেন: ++++
১৫|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৮
০৪ ঠা এপ্রিল, ২০১৩  বিকাল ৫:০৮
অরন্য জীবন বলেছেন: কাজের মত কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
রাজসোহান বলেছেন:  
 
১৬|  ০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ৯:২১
০৪ ঠা এপ্রিল, ২০১৩  রাত ৯:২১
আমরা বাংলাদেশি বলেছেন: pelach  
 
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৩
রাজসোহান বলেছেন: +++++  
 
১৭|  ০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৭:০৭
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৭:০৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: পাইথন ভাল্লাগেনাই। নতুন কোড লেখা সহজ। কিন্তু কোড আপগ্রেড করা খুব টাফ। ডিবাগ করাও খুব টাফ। আমার জাভাই সবচেয়ে ভাল্লাগে।
  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৭
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:২৭
রাজসোহান বলেছেন: যাহার যেইটা রুচি!
১৮|  ০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৮:০১
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৮:০১
আবিদ ফয়সাল বলেছেন: হুকুশপাকুশ বাবু  দিয়া শুরু করলাম । আমারে আর ঠেকায় কে ?
 দিয়া শুরু করলাম । আমারে আর ঠেকায় কে ?
ধন্যবাদ দিয়ে ছোট করবো না !
পোষ্টে +++
  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫১
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫১
রাজসোহান বলেছেন: আপনারে কঙ্গো 
১৯|  ০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৩
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৮:১৩
digitalpagla বলেছেন: এই অজগরের ভাষা শিখলে কি কম্পুটাররে ভালো মতো পেচাইয়া ধরন যাইবো?? 
  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫২
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫২
রাজসোহান বলেছেন: কম্পুটাররে পেচাইয়া ধরা লাগপে না, কম্পুটারই আপনারে পেচাইয়া ধরপে 
২০|  ০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৮:২২
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৮:২২
কাজী মামুনহোসেন বলেছেন: আপনে আমারে মানুষের ভাষা বাদ দিয়া অজগরের ভাষা শিখাইতে চান ? শিখার পর ডিউটি কি চিড়িয়াখানায় অইব ?   
   
   
 
তাও আবার এই অজগরের ভাষা শিখতে এত ক্যাচাল ?
ধুর ভাই, শিখলামনা আপনার পাইথন....  
   
   
   
   
   
 
  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫২
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫২
রাজসোহান বলেছেন: বিষন্ন পথিক বলেছেন: সাপের খাচা ভাংবো, পাইথনকে আনবো
পোলাপাইন চায় কি, পাইথন ছাড়া আবার কি 
২১|  ০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৫০
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৫০
না পারভীন বলেছেন: এই বার কি তাইলে কম্পিঊটারের ভাষা শিখা হয়ে যাবে ? লেখাটা খুব ভাল হইছে । খুব উতসাহ ব্যঞ্জক ।
  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৩
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৩
রাজসোহান বলেছেন: অবশ্যই শিখা হয়ে যাবে, শুরু করে দিন 
২২|  ০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:২০
০৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ১০:২০
অদ্ভুত-অভিনব বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। উপকার হলো।
  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৩
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৩
রাজসোহান বলেছেন: 
২৩|  ০৫ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
০৫ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৬
আধখানা চাঁদ বলেছেন: এই বার পাইথনের ল্যাঞ্জা দিয়া কান চুলকামু ! 
অনেক ধন্যবাদ ভাই।
সোজা শো-কেসে। 
  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৪
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৪
রাজসোহান বলেছেন: শুধু কান না, আরো যা আছে, সব চুলকান 
২৪|  ০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২৫
০৫ ই এপ্রিল, ২০১৩  রাত ৮:২৫
নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমি "সি+++" সম্পর্কে বেসিক কিছু জিনিস জানি। পাইথন সম্পর্কেও শুনেছি। পাইথনের সত্যিকারের অ্যাপ্লিকেশনটা কি এ ব্যাপারে যদি একটু খোলাসা করতেন তবে ভালো হত।
   পোস্টে ++++
  ০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৪
০৭ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৫৪
রাজসোহান বলেছেন: পাইথনের বহুবিধ ব্যবহার, গুগল, ইউটিউব চলে পাইথনে। একটু নেটে সার্চ দিন 
২৫|  ০৭ ই এপ্রিল, ২০১৩  ভোর ৫:৪৬
০৭ ই এপ্রিল, ২০১৩  ভোর ৫:৪৬
এম হুসাইন বলেছেন: কাজের পোস্ট!
++++++++ 
প্রো  পিকটা চেঞ্জ করে ফেললেন? আমাকে অনেকটা ভাবুক করে তুলেছিল এই পিক......... 
শুভকামনা জানবেন।
ভালো থাকুন। 
২৬|  ০৭ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫২
০৭ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:৫২
রাশেদ মোমিন বলেছেন: চুপি চুপি প্রিয়তে নিয়ে গেলাম । দেখি কাল থেকেই শেখা শুরু করব ।
২৭|  ০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৩১
০৭ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৩১
ড্রীমার বলেছেন: ভাই আপনারে কি বলে যে ধন্যবাদ দেব হুকুশ পাকুশের জন্য!   মনে হচ্ছিল আমার ঠিক পাশে বসে আমার পিঠাপিঠি বোনটা আমারে খুব মজা করে কোন গল্প শোনাচ্ছে! আমি জীবনেও প্রোগ্রামিংয়ের মত এত কটমটে বিষয় এত সহজভাবে, গল্পচ্ছলে কাউকে শিখাতে দেখিনি.........  প্লীজ পাইথনের আরও আপগ্রেডেড বিষয়গুলোও এরকম সহজ করে টিউটোরিয়াল দিয়েন। আপনার উৎসাহে শুরু করছি কইলাম। ভাল না লাগলে মাঝপথে থেমে যাওয়ার প্রবণতা আছে আমার।
 মনে হচ্ছিল আমার ঠিক পাশে বসে আমার পিঠাপিঠি বোনটা আমারে খুব মজা করে কোন গল্প শোনাচ্ছে! আমি জীবনেও প্রোগ্রামিংয়ের মত এত কটমটে বিষয় এত সহজভাবে, গল্পচ্ছলে কাউকে শিখাতে দেখিনি.........  প্লীজ পাইথনের আরও আপগ্রেডেড বিষয়গুলোও এরকম সহজ করে টিউটোরিয়াল দিয়েন। আপনার উৎসাহে শুরু করছি কইলাম। ভাল না লাগলে মাঝপথে থেমে যাওয়ার প্রবণতা আছে আমার।
২৮|  ১০ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৪৭
১০ ই এপ্রিল, ২০১৩  রাত ২:৪৭
প্রিন্স হেক্টর বলেছেন: সরাসরি প্রিয়তে।
মিরপুরে শ্রুতি টাওয়ারে গিয়েছিলেন? সেখানে একটি ইন্সটিটিউটের একটি পিসি থেকে সম্ভবত আপনার ব্লগে লগইন করা হয়েছিল।
২৯|  ১৪ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৩৬
১৪ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৩:৩৬
আমিনুল ইসলাম বলেছেন: কোডকাডেমিতে পাইথন শেখা শুরু করেছিলাম। একদিনে বিশাল স্ট্রেকের পর আর ঢোকাই হয়নি।   প্রোগ্রামিং চরম ধৈর্য্যের কাজ।
 প্রোগ্রামিং চরম ধৈর্য্যের কাজ।
৩০|  ০৮ ই মে, ২০১৩  দুপুর ১২:০০
০৮ ই মে, ২০১৩  দুপুর ১২:০০
সোহেল সি এস ই বলেছেন: ভাল উদ্যোগ
৩১|  ১৭ ই মে, ২০১৩  বিকাল ৫:৩১
১৭ ই মে, ২০১৩  বিকাল ৫:৩১
ওিহদুর বলেছেন: খুবই উপকারী পোস্ট ।
৩২|  ২২ শে জুলাই, ২০১৩  রাত ১০:২৫
২২ শে জুলাই, ২০১৩  রাত ১০:২৫
আলফা-কণা বলেছেন: বেসট জিনিশ টা বেসট সোমোয়ে া পািলাম , ডোননোবাড
৩৩|  ০২ রা আগস্ট, ২০১৩  রাত ১:৩৪
০২ রা আগস্ট, ২০১৩  রাত ১:৩৪
দৃঢ়তা০০৭ বলেছেন: onek onek dhonnobad.ami amar chele ke programming shikhabo,vabte vabte e amar ai post ta pelam...onekk kaz e dibe amar chele r zonno...but ekto confused ze o matro 5 e pore....will it be tough for him? ekto bolben pls,or zonno koto ta valo hobe ...o onek kichu e parche korte...but i m in confusion
  ০২ রা আগস্ট, ২০১৩  ভোর ৪:২১
০২ রা আগস্ট, ২০১৩  ভোর ৪:২১
রাজসোহান বলেছেন: বাচ্চাদের জন্য পাইথন ধরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ  ওর জন্য আছে হুকুশ পাকুশ, ওটা দিয়েই শুরু করান!
 ওর জন্য আছে হুকুশ পাকুশ, ওটা দিয়েই শুরু করান!
৩৪|  ০৩ রা আগস্ট, ২০১৩  রাত ১:৩৫
০৩ রা আগস্ট, ২০১৩  রাত ১:৩৫
দৃঢ়তা০০৭ বলেছেন: thnaks for reply.will ur link be more enough for him or i need to contact with expert one like u?
  ০৩ রা আগস্ট, ২০১৩  ভোর ৬:৪৩
০৩ রা আগস্ট, ২০১৩  ভোর ৬:৪৩
রাজসোহান বলেছেন: এই পোষ্টই এনাফ ভাই! তবে প্রোগ্রামিংয়ের পাশাপাশি তাকে হালকা পাতলা এইচটিএমএল সিএসএস সম্বন্ধেও হাতে খড়ি দিয়েন। বিষয়টা যতোটা সম্ভব তাকে উপভোগ করতে দিন! 
৩৫|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩১
১২ ই সেপ্টেম্বর, ২০১৩  বিকাল ৩:৩১
আদম_ বলেছেন: জাভা পারি। পাইথনটাও ট্রাই করতে হবে।
৩৬|  ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:৫৩
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩  ভোর ৬:৫৩
তারেক বলেছেন: বাংলাদেশে পাইথন শিখে কি বাল হবে।
  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৯
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৯
রাজসোহান বলেছেন: যেটা শিখে নিজের বাল ফলিয়েছেন সেটা নিয়েই থাকুন   
 
৩৭|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৯
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: খাইছে! এবং প্রিয়তে।
  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৮
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ১১:২৮
রাজসোহান বলেছেন: কিছু আগাইলেন?  
 
৩৮|  ২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:১৯
২৪ শে অক্টোবর, ২০১৩  রাত ১১:১৯
স্বপ্নসমুদ্র বলেছেন: মিয়া আপনে ধাধারু তেও পাইথন পাইথন করতেন। এখানেও। যান, শিখমু। লিংক প্রিয় তে নিলাম। টাইম পাইলেই ঝাঁপাইয়া পইড়া কাপাইয়া দিমু।
৩৯|  ০৮ ই জুন, ২০১৪  সকাল ১০:৩০
০৮ ই জুন, ২০১৪  সকাল ১০:৩০
সাধারন এক মেয়ে বলেছেন: প্রিয়তে   
 
৪০|  ০৮ ই জুন, ২০১৪  সকাল ১১:২৩
০৮ ই জুন, ২০১৪  সকাল ১১:২৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রিয়তে গেল ...
পরে সময় করে দেখা যাবে ... 
৪১|  ০৫ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
০৫ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৪৯
রিফাত_ বলেছেন:  সি দিয়ে শুরু করব ভাবছিলাম, অনেক কঠিন লেগেছিলো। পরে পাইথন দিয়ে শুরু করেছি।। প্রথম ল্যাংগুয়েজ হিসেবে এটার তুলনায় হয় না, অনেক সহজ এবং মজার।
ধন্যবাদ ভাইয়া, সরাসরি প্রিয়তে
৪২|  ৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:১২
৩১ শে ডিসেম্বর, ২০১৪  রাত ২:১২
ভাঙ্গা হৃদয় বলেছেন: বস ফোরট্রান এর সোজা কিছু আছে?
৪৩|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:৩৮
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫  দুপুর ১২:৩৮
অল্প স্বল্প বলেছেন: আপনিও “দূর্দান্ত ভাষা শৈলী ব্যবহার করে” পাইথন শেখায় আগ্রহী করেছেন।
৪৪|  ১১ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:১৪
১১ ই জানুয়ারি, ২০১৬  রাত ১:১৪
রিমন রনবীর বলেছেন: curly brace, parentheses ছাড়া প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে কেন যেন আমার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ লাগে না। নো অফেন্স, পারসোনাল চয়েজ। হাহা  
৪৫|  ২৯ শে জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৯
২৯ শে জানুয়ারি, ২০১৬  রাত ১:৪৯
saruar15 বলেছেন: হেব্বি হইছে
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৭:৫৯
০৪ ঠা এপ্রিল, ২০১৩  সকাল ৭:৫৯
ভবঘুরের ঠিকানা বলেছেন: পাইথন শেখার ইচ্ছা আমার অনেক দিনের । কিন্তু সময়ের অভাবে শেখা হয়নি । এবার ইনশাআল্লাহ নতুন করে আবার চর্চা শুরু করবো। আপনাকে অনেক ধন্যবাদ ।