![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে নিয়ে যখন হাহাকারগুলো জেগে উঠতো তখন টিএসসির ভীড় দেখতাম। ভীড় ঠেলে হেঁটে যাওয়া যুগলদের দেখে তোমাকে মিস করতাম। ঢাকা শহরের বিস্তীর্ণ জ্যাম জুড়ে বসে থাকার সময় সবাই হাঁসফাঁস করতো আর আমি উদাস মনে ভাবতাম তোমাকে। এবাও মেলেনা, দোবাও মেলেনা, এভাবে ভাবতে ভাবতে জ্যামের ভেতর তোমার অসুখে ভুগতাম। মাঝেমাঝে মানিকমিয়া এভিনিউ-সংসদ ভবন-বিজয় স্মরণী হয়ে মিরপুর পর্যন্ত হেঁটে হেঁটে তোমার জন্য জমানো দীর্ঘশ্বাসগুলো গুণে রাখতাম।
তোমার চোখ আর কোনদিন দেখবো না এই দুঃখ মেনে নিয়ে চোখ বুজে স্মৃতিগুলো মনে করার চেষ্টা করি, মনে পড়ে কাঁচকাটা অন্ধকারে কতবার স্বেচ্ছামৃত্যুকে বরণ করতে চেয়েছি। শেষবার যখন স্বপ্ন দেখেছিলাম তখন নির্বাসনে যাবো বলে ইচ্ছাদেবীর কাছে প্রার্থনা করেছিলাম তোমাকে জড়িয়ে কাঁদবার ইচ্ছেটুকু।
ঈশ্বরকে বলেছিলাম এসব অশ্রুগাথা বিষাদলিপি মুছে ফিরিয়ে দাও একটুকরো জীবন, যে জীবনে তোমাকে ভালোবেসেছিলাম। যে জীবনে অনুভব করেছিলাম তোমার চুম্বন, আঙুলের স্পর্শ। ঈশ্বর সে কথা শোনেননি বলে আমি হলাম ঈশ্বরবিমুখ। তার দেয়া আত্মাকে অস্বীকার করে লেপ্টে গিয়েছি অন্ধকারের অনন্ত দেয়ালে। দেয়ালে লেগে থাকা নিঃশ্বাসগুলো খুলে নিয়ে তাতে জলছাপ এঁকেছি ম্যাগপাই লাশের।
তারপর একদিন পূর্বজন্মের আততায়ী আর্তনাদগুলো পুড়ে গিয়ে ছাইভস্মের জাদু টোনায় সৃষ্টি হলো নীলকন্ঠ পাখি।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
রাজসোহান বলেছেন: এগুলোর কোন অর্থ নেই।
২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: দীর্ঘশ্বাস গুনে রাখা ভালো অভ্যস। হিসেব থাকে।
মুক্তগদ্য অসাধারণ লাগল। +
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
রাজসোহান বলেছেন: নিরর্থক অভ্যাস।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: সোহান ইজ কামিং ব্যাক! দারুণ!
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
রাজসোহান বলেছেন: এগুলো কামিং ব্যাক না ভাই। এগুলো সেই দুঃসহ যন্ত্রণা। আমি ভুলে যেতে চেয়েছিলাম, আবার ফিরে এসেছে। সবারই নিজস্ব যন্ত্রণা আছে, কে নেবে কার ভাগ?
৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০
জেন রসি বলেছেন: কিছু ভুলে না যাওয়া অনুভূতির চমৎকার প্রকাশ!
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
রাজসোহান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে বিষাদ লিপি।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ!
৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
সুমন কর বলেছেন: চমৎকার লাগল।
ভালো লাগা রইলো।
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পুত্তুম পিলাচ কি আর কেউ বলে না এখন?
পোস্টে ++++
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
রাজসোহান বলেছেন: কি জানি ভাই!
পড়ার জন্য থেংকু।
৮| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
মাহবু১৫৪ বলেছেন: চমৎকার
++++
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
কল্লোল পথিক বলেছেন: আমারও ভিতর এমন বিষাদ মাখা হাহাকার জেগে উঠে।ধন্যবাদ কবি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
রাজসোহান বলেছেন: কবি! আমি কবি না ম্যান। জাস্ট লিখি
১০| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: অতীত অনুভূতীতে ভর করে লাখা ভাল লেগেছে ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
১১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: সব সময় ভালবাসা দিয়ে জয় করা যায় না। রক্তপাতেরও দরকার হয়। গান গেয়ে, সভা সেমিনার, মানববন্ধন করে দেশ স্বাধীন হয়নি। সময় অনুযায়ী অস্ত্র হাতে নিতে হয়েছিল।
সুন্দর তখনই সুন্দর থাকবে যখন তুমি সুন্দরকে রক্ষা করার ক্ষমতা ও সামর্থ্য রাখবে।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
রাইসুল ইসলাম রাণা বলেছেন: আহ! চমৎকার বিষাদ লিপি।