নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

নতুন দেখা দুইটা ভালোলাগা মুভি এবং দুইটা বিরক্তিকর মুভি

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

The Constant Gardener (2005)



এই ধরণের মুভিগুলো দেখতে বেশ ভালো লাগে। মাঝে মাঝে কিছু ফ্ল্যাশব্যাক আর বর্তমান এই দুই মিলিয়ে এগিয়ে যাওয়া গল্প। মনে হয় যেন আমি কোন গল্পের বই পড়ছি, বইটা এতোটাই ভালো যে মনে হয় পাশে বসে কেউ একজন গল্প বলছে আর আমি মুগ্ধ হয়ে গিলছি। এই মুভিটাও সেরকম। মুভিটা দেখতে গেলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অনুভব তৈরী হবে। কখনও মনে হবে টান টান উত্তেজনাময় কোন থ্রিলার, আবার হঠাৎ করে মনে হবে যেন বেখেয়ালে হারিয়ে যাওয়া ভালোবাসার কষ্ট। সাদা দৃষ্টিতে বলা যায় একজন ডিপ্লোম্যাট এবং একজন মানবাধিকার কর্মীর প্রেমের গল্প। যেখানে মানবাধিকার কর্মী (প্রেমিকা) খুন হলে ডিপ্লোম্যাট প্রেমিক সেই খুনের রহস্য উদঘাটনে নেমে আবিষ্কার করেন আফ্রিকার মানুষদের গিনিপিগ বানানোর ঘৃণ্য ষড়যন্ত্র।

Monster's Ball (2001)



এই মুভির জন্য হ্যালী বেরি অস্কার জিতেছিলেন। সেই আগ্রহ থেকেই মুভি দেখতে বসা। এবং এক কথায় চমৎকার লেগেছে। পারিবারিক কলহের জের ধরে ছেলে অতি অল্প বয়সে বাবার মনে আসে বিরাট পরিবর্তন। পারিবারিকভাবে রেসিস্ট মনোভাব পোষণ করা হ্যাংক এক দূর্ঘটনায় সাহায্য করতে গিয়ে প্রেমে পড়ে যায় লেটিসিয়ার সাথে। এই লেটিসিয়ার স্বামী আবার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছিলো, যে কারাগারের দেখাশোনা হ্যাংক করতো। লেটিসিয়া যখন জানতে পারে তার স্বামীর মৃত্যুদণ্ডের সময় হ্যাংক উপস্থিত ছিলো কি হয় তখন? সাবেক স্বামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হ্যাংককে কি সে ভালোবাসতে পারবে? জীবনের প্রয়োজনে হয়তো কিছু সত্য চুপ করে গিলে ফেলতে হয়।

The 5th Wave (2016)



সায়েন্স ফিকশন মুভির প্রতি বরাবরই একটা দূর্বলতা কাজ করে। সেই হিসেবে মুভিটা দেখা। এলিয়েনরা দুনিয়া দখল করে ফেলছে অলরেডি। চারটা বড় বড় প্রাকৃতিক দূর্যোগের মাধ্যমে তারা দুনিয়া থেকে মানব সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে স্বল্প সংখ্যায় কমিয়ে আনে। এখন পাঁচ নাম্বার বড় দূর্যোগের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে।

মুভিটা দেখে ভালো লাগে নাই, ভেবেছিলাম বিশাল ধ্বংসযজ্ঞ দেখতে পাবো। দুনিয়া ধ্বংস হচ্ছে দেখতেই মজা লাগে! তার তেমন কিছুই পাই নাই। আর কাহিনী প্রচণ্ড দূর্বল, এই মুভির পোষ্টারে লেখা উচিত ছিলো মুভিটা ১৩ বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য!

Mr. Right (2015)



আমার প্রিয় নায়িকা আনা কেন্ড্রিকের মুভি। আই লাভ হার একচুয়েলি, আমি ভেবে রাখছি জীবনে কখনও তার সামনাসামনি হইতে পারলে আই লাভ ইউ বলবো! 50/50 (2011) মুভিটা দেখে তার ওপর ক্রাশ খাইছিলাম, স্টিল বিদ্যমান। যাই হোক, মিস্টার রাইট হলো একশন প্রেমের সাদা মাটা কাহিনী। আনা কেন্ড্রিক আমার মতো চিটিংয়ের শিকার হয়ে ছ্যাঁকা খেয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। তারপর এক হিটম্যান তাকে দেখে তার প্রেমে পড়ে। এইভাবে মাঝেমাঝে অল্প বিস্তর মারামারি ঢিসাঢিসি'র সাথে প্রেম কাহিনী এগোতে থাকে। এই মুভিতে আসলে আমার আনা কেন্ড্রিক ছাড়া আর কিছুই ভালো লাগে নাই!

একটা এক্সট্রা রিভিউ Rockstar (2011)



রকস্টার প্রচণ্ড হাহাকারের একটা মুভি। রেটিং সেই তুলনায় অনেক কম। আইএমডিবিতে রেটিং আর একটু বেশী আশা করছিলাম। পুরা মুভি ইমোশন, অনুভূতি। আর এই অনুভূতিগুলাতে এক্সট্রা মেদ নাই। এই লেভেলের ইমোশন ১৬/১৭ বছর বয়সে একদম খাঁটি থাকে। পুরা মুভি দেখার পর রেটিং কম হবার কারণ খুঁজতে গিয়ে মনে পড়লো মুভিতে নায়িকার অভিনয়। এতো যত্ন করে মুভিটা বানানো মুভিতে নায়িকার অভিনয় কিছু সময় যথেষ্ট বিরক্তিকর ছিলো। এক্সপ্রেশনগুলো মাঝেমাঝে মনে হয়েছে অতি নাটুকে। এই একটা খুঁত ছাড়া মিউজিক বেজ অসাধারণ মুভি রকস্টার। মুভির মিউজিক ডিরেক্টর ছিলেন এ আর রহমান। এই ধরণের পিনিকের মুভির মিউজিক ক্যাপচার করার ক্ষমতা এ আর রহমানেরই ছিলো। মুভি দেখতে গিয়ে বারবার মনে হয়েছে ইচ্ছে করলেইতো দুজন দুজনার হয়ে যায়, হচ্ছে না কেন। এইটা আসলে পরিচালকের দক্ষতা, সে আপনাকে আটকে রাখবে এবং মুভি শেষে আপনাকে দিবে এক গুহা ভরা হাহাকার।

মুভি ডাউনলোডের লিঙ্ক পাওয়া এখন কোন ব্যাপারনা। তারপরেও কেউ না পেলে কমেন্টে বলবেন, আমি দিয়ে দিবো।

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯

এরশাদ বাদশা বলেছেন: আরিব্বাপ!!! রাজহাঁস তো দারুন রিভিউ লিখিয়ে হয়ে গেছে!!!!
রকস্টার দেখা আছে, ভালো লাগে নাই। বাকীগুলো দেখি নাই।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

রাজসোহান বলেছেন: মাত্রাতিরিক্ত বেশী ছ্যাকা খাইলে রকস্টার ভাল্লাগবে ভাই B-))

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা দেখসি। বেশ বোরিং। আর রকস্টার পুরাই ফালতু একটা মুভি।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫

রাজসোহান বলেছেন: আপনার রকস্টার ভাল্লাগবেনা জানতাম। Monster's Ball দেইখেন। আপনি এটা এখনও দেখেন নাই জেনে অবাক হইলাম।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কন্সট্যান্ট গার্ডেনার এবং মিঃ রাইট দেখতে হবে। স্মার্ট এন্ড কুইক রিভিউ। শুভকামনা রইলো।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

রাজসোহান বলেছেন: শুভ বৈশাখ :)

৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

ডি মুন বলেছেন: প্রথম দুইটা দেখার তালিকায় রাখলাম।

আচ্ছা, আপনার দেখা খুব ভালো কিছু সায়েন্স ফিকশান মুভি সাজেস্ট করেন তো আমারে।

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

রাজসোহান বলেছেন: এই লিঙ্কে ৫০টা ভালো সাই ফাই মুভির লিস্ট আছে

এই লিস্ট ফলো করলেই হবে :)

৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৪

ডি মুন বলেছেন: থ্যাংকস :)

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

রাজসোহান বলেছেন: তবে একটা স্পেশাল রেকমেন্ড থাকবে Donnie Darko(2001) দেখার জন্য। শুধু সাই ফাই বলেই না, টুইস্টেও অনন্য মুভি। ব্রেইণের ওপর প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করবে!

৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

সুমন কর বলেছেন: ১, ২ এবং ৫ দেখেছি। ৩, ২দিন নামালাম, দেখবো। ১, ৫ মোটামুটি, ২ভালো লেগেছিল।

ছোট ছোট রিভিউ ভালো হয়েছে। +।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

রাজসোহান বলেছেন: ৩ নাম্বার মুভি দেইখা বিরক্ত হইলে আমারে বকা দিয়েন না আবার। B-))

৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

মুক্তকণ্ঠ বলেছেন: যাঁরা ডাউনলোড লিংক খুঁজছেন-
The Constant Gardener
Monster's Ball
The 5th Wave ;)

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

রাজসোহান বলেছেন: থেংকু :)

৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

দূরের পথযাত্রী বলেছেন: একটাও দেখি নাই। আমি নাকি সিনেমাপ্রেমিক !! :( :((

রিভিউতে প্লাস

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

রাজসোহান বলেছেন: আশা করি দেখে নিবেন এবার :)

৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: একটাও দেখিনি । রিভিও ভালোই লিখেছেন ।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

রাজসোহান বলেছেন: দেখে ফেলুন বৈশাখের ছুটিতে B-)

১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
Rockstar dekhsiLam.
Gardener downLoad kora hoisiLo but dekhinai.
baki 3ta dekhar icchao jagenai :|

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৪

রাজসোহান বলেছেন: মনস্টার বেল দেইখো। ;)

১১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
;) dekhe dekhar iccha jagLo! ;)

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

রাজসোহান বলেছেন: হেল ইয়াহ :P

১২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন

জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২

আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।


মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

রাজসোহান বলেছেন: ব্লক দিলাম, এইবার সুদাইয়া মুড়ি খা বাল।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

রিপি বলেছেন:
বাহ চমৎকার রিভিউ। ভাবছি এই উইকেন্ড এ কয়েকটা ঝটাঝট দেখে ফেলবো।

আনা কেন্ড্রিক আমার মতো চিটিংয়ের শিকার হয়ে ছ্যাঁকা খেয়ে রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। তারপর এক হিটম্যান তাকে দেখে তার প্রেমে পড়ে।

পারেন ও বটে। =p~

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০

রাজসোহান বলেছেন: আপনার কি হয়েছে?

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৪

রিপি বলেছেন:
কিছু হয়নিতো।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

রাজসোহান বলেছেন: কবিতা পোষ্টটা ডিলিট করছেন, তাই ভাবলাম...

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২২

নীলপরি বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ । রকস্টার দেখেছি ।
রিভিউ পড়ে বাকিগুলো দেখার ইচ্ছা থাকলো ।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

রাজসোহান বলেছেন: দেখে নিয়েন, সময় ভালো কাটবে। :)

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

কালনী নদী বলেছেন: আমারও রকস্টারের গানগুলা ভালোই লাগে! তার মতন আমিও পাখি খোজে ফিরি! হাহাহা
অনেক সুন্দর রিভিউ ভাই!

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

রাজসোহান বলেছেন: পাখি পাইলে একটা রিভিউ দিবেন। B-))

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

আবু মোহাম্মদ নাসিম বলেছেন: রিভিউ টা ভালই লিখছেন,তয় এখানের দুইটা মোভি দেখা! The 5th Wave মোভিটা ডাউনলোড দিয়া রাখছি,বাট দেখার সময় পাইতেছিন!

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০

রাজসোহান বলেছেন: দেখে ফেলুন। দেখার পর ক্ষেপে যাইয়েন না আবার :P

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ami ChLoe er proti amar vaLobasa jananor kotha bhuLe gesiLam btw :`>

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১

রাজসোহান বলেছেন: আমার এরে ভালোই লাগেনা। /:)

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

আমিই মিসির আলী বলেছেন: পরথম দুইটা দেখা হয় নাই।
দেখার সময় ও নেই।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১

রাজসোহান বলেছেন: এক বালতি আফসুস :(

২০| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

ফয়সাল রকি বলেছেন: শুধু রকস্টার দেখছি, ভাল লাগছে... বাকীগুলো একটাও দেখি নাই :( :( :(
দর্শক হিসেবে অত্যন্ত নিম্ন মানের আমি :((

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

রাজসোহান বলেছেন: প্রথম দুইটা দেইখেন, ভালো মুভি!

২১| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

সায়েম মুন বলেছেন: The 5th Wave (2016) এইটা ছাড়া আর কোনটা কমন পড়লো না। তাও মাত্র কালকা ডাইনলোড দিছি। সময় করে দ্যাকবানে। আজকে একটা এনিমেশন মুভি দ্যাকলাম। দ্যা লিটল প্রিন্স। ভালাই লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৪

রাজসোহান বলেছেন: বেশি বেশি মুভি দেখে যারা, গাড়ী ঘোড়া চড়ে তারা B-))

২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: হলে থাকনের সময় আনতে গেছিলাম এডাল্ট থ্রি, মনস্টার বলের পোস্টার আর নাম শুইনা ছাইড়া দেখি অস্কার জয়ী মুভি। সিডির ভাড়া যে শেয়ার করছিলো, পারলে আমারে ঐখানেই পিটাইয়া তক্তা বানায়। মাগার আমার বডি তার চিকনা বডির তুলনা ২.৫ গুন হওয়ার কারনে আমার টাকায় ঐদিন রাইতে হলে গরুর তরকারী দিয়া দুই থাল ভাত খায়!

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

রাজসোহান বলেছেন: মনস্টার বল মুভিটা জোশ ছিলো ভাই। B-))

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: মুভি রিভিউ না লেখার জন্য আপনাকে অনুরোধ করে গেলাম।

ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮

রাজসোহান বলেছেন: কেন? কি সমস্যা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.