![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটি হাঁটছে সোজা,চলছে শহর তার পাশে,
মেয়েটি ফুটপাতে হাটছে মায়াময় তালে!
একবুক যানজট বাজে আক্রান্ত রোগীর ঢঙে,
হাড় বের করা এই শহরের কষ্টের নিঃশ্বাসে।
মেট্রো রেলের দাঁত ভাঙ্গা পিলারের ফাঁকে,...
ল্যাম্পপোস্ট একা একা ভিজে ঝুম বৃষ্টিতে,
সাদা আলো উজ্জ্বল পাখির ডিমের মতো,
কাঁপছেই একটানা দুরন্ত বাতাসে!
রাস্তাটা নির্জন আক্রান্ত নগরীর মতো ভীত,
তার দ্রুত হৃদস্পন্দন টের পাবে সবাই এখন!
বাড়ী ফিরে গেছে ভিড়...
মিশে যাওয়া বাড়িটার মাটিতেই বাস করে তোমার শরীরের ঘ্রাণ!
আজো জ্বলে অরূণার চোখে মণি; ভীরু হরিণী খোঁজে বকফুল।
পার হয় বহু শতাব্দীর ঢেউ, অদৃশ্য জানালায় তবু উড়ে তার চুল,
কালো পর্দায় আঁকা দৃশ্যের...
ভোরবেলা গুলো চোখের কালির মতো খটমটে কালো,
স্বপ্নঘোরে ভেংগেছে ডালিয়ার ডানা বাতাসের ধাক্কায়,
সব ভালো লাগা নাকি শেষ হবে আজ তার উছিলায়!
পূর্বের নীলে কারো কথা ভেবে যেন চুপ প্রশান্ত পলাশ!
খুব জোরে হেলে...
রাস্তারা দূরে সরে যায় নাকি প্রকৃতই পালায় মানুষ?
এমন প্রশ্নের আশাতীত উত্তর জালে উঠবেনা যদিও!
খান্ডবদাহনের গরমে ঘেমে একাকার সকল বাতাস,
ঘুমালে প্রেয়সী ও শহর কানে আসে মাকড়ের শ্বাস!
এখনো বপন করি স্নায়ুপ্যাচে ব্যর্থতার...
জানি অপেক্ষায় আছো!
অপেক্ষা দীর্ঘতর হয় অন্থহীন অমাবস্যার স্রোতে,
একফালি চাঁদের অপেক্ষায় পার হয় শতবর্ষী রাত!
আমাদের কষ্টরা কালো গাছেদের লম্বাটে ছায়াতে,
একবিন্দু উল্কার অপেক্ষায় জ্বলজ্বলে চোখ নিয়ে,
প্রতিদিন বেড়ে যায় রাতের আলোর...
ও নাবিক! ঝড়ো সমুদ্রে হারালে গুপ্তধন অতীব আপন,
থামলে প্রলয়, পায় কি হদিস তার আজো কেউ কখনো!
মুক্তা মণির স্তূপ সব আনমনে গ্রাস করে প্রবীণ কাছিম,
পৌছায় অমরত্বে; তোমার প্রাপ্য জীবন বাকীই...
মাথার ভিতর, গলে যায় বাস্তব,
নির্ঘুম কষ্ট নামে যাদুঘরে!
ডুবে যাচ্ছি ধীরে ধীরে গহীন পাতালে,
ইন্টারকন্টিনেন্টাল কাপে জোরতালে,
পাথরের মতো থরথর!
ভেংগে চুরমার হবো আজ রাতে,
বহুজন্মের জমানো শোকগাঁথা পড়ে যাই,
প্রতীক্ষিত স্বপ্নে আমি বারবার মরে যাই!
অনাগত...
মরে যাচ্ছে স্বপ্নেরা! ধোঁয়ায় ঢেকে গিয়েছে সরণি,
পৃথিবীর সবটুকু জল পারবেনা এই আকন্ঠ তৃষ্ণা মেটাতে!
মেঘগুলো হাওয়া হয়ে গিয়েছে এ অসম ফাগুনে,
পুড়ে যাচ্ছে স্বপ্নের চারা শতাব্দীর নির্দয় আগুনে!
মুছে যাচ্ছে ধীরে ধীরে ক্যানভাসে...
তোমার আকাশে অনেক বৃষ্টি! কান্নার ফুল ফুটেছে হয়তো!
পরিচিতা! তবু ছাতা হাতে আজ আমার দাঁড়ানো মানা,
এ জীবনে শুধু তাজা ফুলেদের মৃত্যু দেখেছি! প্রাপ্তি অজানা!
অনেক বেশিই ভিজছ তুমি, কাঁপাচ্ছে তটরেখা অদেখা সুনামি!...
ভেতরের রঙিন পাখি কেন জানি যাচ্ছে মরে!
নির্দয় প্রাসাদ গুলি হাসছে কোন কারণ ছাড়াই,
কাঁচের নীল জানালায় হেঁটে যায় প্রতিচ্ছায়া,
মরে গেছে তারাও সবাই; একথাটা কেউ বোঝেনা!
পত্রিকার পাতার ভাঁজে লাইনে থাকা কালো...
তারাগুলো ঝরে যাচ্ছে জানো নিয়নের ফুলে,
নার্গিস বন কালক্রমে জন্মেছে এ শহরে এখন!
প্রতিধ্বনিরা খেলা করে উর্ধ্বে পতিত ছলে,
নাগরিক কলা ভবনের দূষিত প্রান্তরের শমন,
জোর করে ডাক দেয় তোমাকেই প্রতিদিন!
ভাঙ্গতে...
আমার অনন্ত সূর্য্যের আলো,
রেখেছিলে পৃথিবীর প্রতিটি বিকাল,
ডালিয়া ফুলের আনত গল্পে ভরে!
ম্যাপল পাতার রঙে আমার সকাল,
আশার নিঃশ্বাসে বাঁচত এতোদিন,
নীল ডাহুকের মতো একটানা উড়ে!
নিভে গেলে মহাবিস্ফোরণের রেখা,
যদি...
আজো মৃত ঘোড়াগুলি কি ভীষণ ভাবে জীবিত!
মরে যাওয়া চাঁদটির আলো তাদেরকে ছুঁয়ে দিল,
কটু গন্ধের ড্রেন রাত্রি ছায়ায় আজো ঠিক বয়ে যায়,
ছিঁড়ে যাওয়া নদীদের নিয়ে পাঁজরের খাপের ভিতর!
মৃত ঘোড়াগুলি আজো...
তোমার স্বপ্নে ভাংগা দরজার পাল্লার ফাঁকে ফাঁকে,
ঝড় এনে দেয় শিমুল পাতার শরীরের ঝরা জল!
আকাশের মেঘে লালটে তুলোর নরম হাতের ছোঁয়ায়,
স্বপনচারিণী তুমি প্রতিদিন,
নিজ স্বপ্নেই হয়ে থাকো লীন!
পাগল বাতাসে অবাধ্য উড়ে...
©somewhere in net ltd.