| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ নেই জেগে আর,
এই অশীতিপর বৃদ্ধ পৃথিবী,
ঝিমাচ্ছে পূর্ণিমার ঠান্ডা আলোয়!
শুধু শুধু জেগে বিলোপকে দিচ্ছি পাহারা,
তুমি আর আমি!
এ চন্দ্রসুধা পান করে আজকে নীরব কেন,
স্বর্গের কিন্নরী!
কে না ভয় পায় মরণের মতো...
এক অসমাপ্ত বিচে এসে শেষ হলো দুজনের হাঁটা পথ,
বিধ্বস্ত কালে, পলাতক দিন আর ক্লান্ত রাত।
বালির দানার মাঝে ধিকিধিকি জ্বলছে কয়লার আলো,
মানুষের হাতে মরে পরে আছে কিছু ডলফিন কালো,
ছিন্ন বিচ্ছিন্ন দেহ,...
লকডাউন দরকার কি দরকার না, চলছে কি চলছেনা, তাই নিয়ে বিস্তর আলোচনা চলছে টকশোতে, ফেজবুকের নিউজফিডে পাড়ার ঝগড়ার মতো গরল উগরে দিচ্ছে একদল লোক। এতো কিছু ভেবে পেটে টান পড়া...
চলে এসো গা হিম করা ভয়,
এখনই তো সময় তোমার পাখা মেলবার!
গৃধিনীর রক্ত চোষা হাড় হিম করা চিৎকার,
আবার যাচ্ছে শোনা!
উত্তরের বারান্দায় হাতে নিয়ে কড়া কফি,
কিছুটা সময় হোক পার শুধু তার অপেক্ষায়।...
স্তব্ধ রাত্রিকে কারা যেন ছুরির ফলায় গেঁথে,
উদবাহু ঘোরাচ্ছে অবিরাম,
তান্ডব নৃত্যের তালে দিশেহারা শাবকের মতো,
অলিতে গলিতে কতজন খসে পড়ে চুপচাপ!
ঘুম তো আসেনা চোখে! শব্দ ধুপধাপ!
তারারা আকাশ থেকে গলে পড়ে টুপটাপ,
শেষ...
তুমি যা দেখাও, আমি শুধু তাই দেখি,
তুমি যা শুনাও, আমি শুধু তাই শুনি!
দাসত্বের প্রেম নাকি প্রেমের দাসত্ব,
নাকি প্রেম প্রেম খেলা লোককে দেখানো,
মৃত্যু তো দরোজায় দিচ্ছে উঁকি নিঃশর্ত!
আমিতো দাসের দাস, তুমিই...
চৈত্র মাসের প্রথম বৃষ্টি, সোদা মাটি ছাড়ে গন্ধ,
শুকতারা তাই মঞ্চ পায়নি, শহরটা আজ বন্ধ!
দুমদাম চলে দমকল গাড়ি,
মেঘ ও আকাশের পর্দা উড়ছে খুব আড়াআড়ি।
সকাল থেকেই তার খবর দিচ্ছেনা কেন কেউ,
মনে মেঘটা...
বন্ধ চোখের পাতা, বাতাসের শব্দ শুনি,
শুনশান নীরবতা, চৈত্রের মাঠের মতোন।
কেউ নেই মানুষেরা,
নেমেছে ভাগ্যের শনি, পৃথিবীর ঘাসের উপর!
ভোজবাজি হয়ে কোথায় হারালো তারা,
এই শহরের শব্দের ফেরিওয়ালা যারা!
প্রবীণ নীলাভ গ্রহ, বদলেছে তার...
ঘিরে আছে আলো আর অন্ধকার,
মানুষের মায়ার উঠোনে!
কারা যেন খুড়ে আনে সমাহিত ভয়,
অবচেতনের গাড় কালো অশরীরী বনে!
তবুও এখনো জীবনের উচ্ছাস খুজি,
এই রাস্তার আলো আর স্তব্ধ নগর,
ভিজে যাওয়া আকাশের চাঁদ,
কিছুই ক্ষণিক মায়ার...
মায়ার হরিণ পালিয়ে যাচ্ছে,
শহর পোড়া রোদ।
কোথায় গেলো সাদা জিরাফ, বিলুপ্ত দিন,
লুকানো হৃদয়, শিকারীর রাইফেল প্রস্তুত!
জলকে বলো একলা ঘুরে তোমার ঘরে,
আসুক আবার!
ঝোপের আড়ালে, কার ছায়া ঘুরছে এমন,
নাচের মতোন;
জলকে...
আজকাল প্রতিদিন সকালে,
ঘোরের বশে নরকের ঘুপচিতে ঘুরে আসি,
নিয়মিত খসে পড়ে রক্ত মাংস হাড়! মমির মতো বিসদৃশ!
অদৃশ্য চোরা হামলায় ঝাঁঝরা সৈনিকদেরও রক্ত লাল,
চালুনির মতো কয়েক হাজার ক্ষত নেয় এ...
কতোবার আসন্ন বিদায় বলেছ তুমি!
বিদায় বলেছি আমিও!
হাতে নিয়ে মৃত তিমির দুঃখ সব,
মনে আছে তোমার? কতবার ক্যলেন্ডারের লাল পাতা,
চোখের জলের ক্ষারে জারিত হয়ে খসে গেলো!
লাল গোল দাগওয়ালা ছুটির দিনগুলো,
ফুলে গেলো তোমার...
বৈশালীর ইট কয়লা জমে কালো মাটিতেই সেঁটে আছে।
ভীম মাঝি তার সেগুন কাঠের নৌকায়,
জমে যাওয়া মমির মতো বসে আছে কুকড়ানো চামড়ায়।
ছড়ে গিয়েছে হাতের চামড়ার স্তর,
আগুন লেগেছে ভেলায়, পুনরুজ্জীবিত...
আমার সাথে ঘুরবে শহর, সকাল থেকে আস্ত দুপুর,
অচিন পাড়ার অচেনা মোড়,
এমন কথাই দিয়েছিলে, পার হয়েছে অনেক বছর!
এখন বুঝি একাই হাঁটো, টইটুম্বুর রোদের দুপুর,
এলে মেঘমাদলের বান।
ঝোলা শার্টটা ঝুলিয়ে গাঁয়ে একটা...
অনেক দূরে একেলা ঘরে,
গড়িয়ে পড়া বালুর মতো অসময়ে বৃষ্টি পড়ে,
উড়ছে পর্দা নদীর মতো!
তোমার আকাশে একটা পাখি, খুব ছোট্ট,
কাঁদছে কেন? বলতে পারো?
কঠিন বুকে নিলাম ওজন কয়েক হাজার টন,
তবু পাখি...
©somewhere in net ltd.