| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদটা উড়ে যাচ্ছিল লাল পাহাড়ের উপর,
আকাশের হলুদ চোখ, জমানো ধুলোয়,
মিশ্রিত মিছরির ঘ্রাণ!
সবকিছু মিলে তৈরী একটা ভাড়াটে জাহাজে,
সোয়াহিলি সিনবাদ স্তব্ধতা জড়িয়ে,
মৃত হাবশীর পাশে নেকড়ের মতো ক্রন্দনরত,
এখানে দাসের পায়ের আওয়াজ...
চোখের পাতা বুঝলেই উন্মাদিনীরা আসে,
ধারালো মরুঝড়ে জ্বলে উঠে অক্ষিকোটরের ছাদ!
অদম্য লাটিমের মতো বনবন করে,
ঘাগড়া পড়া একদল নর্তকী নাচছে তো নাচছেই,
ঘুংগুড়ের শব্দে বিদীর্ণ স্নায়ু অশক্ত, অবশ,
মনে হয় ছিড়ে...
কমলার ঝাঁঝালো মিষ্ট রসে জারিত লিকার,
হালকা ছোঁয়ার মতো উবে যাচ্ছে,
লাল তরঙ্গে ভাসছে এন্ড্রোমিডা কতো চমৎকার,
তোমার উষ্ণতা মেখে রেখেছে সুগন্ধী বাতাস!
কিভাবে ভুলবো বলো অমরত্বের স্মৃতি?
এই মুহূর্ত মৃত্যুহীন! সঞ্জীবনী জলে তোমার...
দরোজাটা আটকে গেলো দুমদাম!
জানালায় আলো নেই, বস্তুত সূর্য্য অনুপস্থিত,
তীব্র অন্ধকার গিলে খাচ্ছে সবকিছু!
পার্থিব শরীর থেকে শুরু করে অপার্থিব মন,
সবই তো অন্ধকার করে নিলো গ্রাস,
মৃতভোজী পোকাদের হাহাকার,
বাসি বাতাসের...
কতো ভালোবাসা মরে যায় প্রতিদিন রাতে,
রেলের ঘুপচি ঘর, সম্রাটের অলিন্দ, রুপসীর নিলয়,
সব ধান কাটা মাঠের মতো ফাঁকা!
অশোকের গৃহত্যাগে কেউই মূহ্য হয়না শোকে,
এলোপাতাড়ি কাটাছেড়া বুকে প্রাকৃত জনের প্রেম,
আর কতোদিনই টিকে? ফুস...
এই যে সকাল! হুট করে কেড়ে নিলে অন্ধকার,
পিছলাতে পিছলাতে এলো বরাহের দল,
আমাকেও যেতে হবে!
\'পাখি সব করে রব\'- এ শহরে পাখি আর নেই,
ফালতু বকোনা তাই! আমাকেও যেতে হবে,
গন্ধ ও কাদা...
শোন ধ্রুপদী জলের লয়, সর্পিল রাস্তার আলো,
টুং টাং বাজে পরিত্যাক্ত খনির গহ্বর,
কয়েকটি ছায়া ছাড়া কি আছে তার নিজস্ব সম্পদ!
তবুও নদীর মতো সে পেতে রাখে বুক,
অন্ধ রাত, প্রাচীন দুপুর, বাজায় ভাটিয়ারী...
একদিন স্বেচ্ছায় চলে যাবে যাযাবর,
দলিলের শৃংখলাবদ্ধ স্ট্যাম্পে সযত্নে স্বাক্ষর দিয়ে,
প্রত্যাহার করে নেবে সভ্যতায় জন্মগত অধিকার!
প্রাচীরের ওই পারে জ্যন্ত বৃক্ষ আছে,
স্বর্ণাভ অংগুরীয় রাইফেলের পাহারায় থাকে বলে,
কিনেছিল নীহারিকা মকরসংক্রান্তির...
রাতের গভীর জলে অচেনা এই শ্রান্ত শহরে,
চাকচিক্যের রূপসীরা ফিরে গিয়েছে ঘরে!
সবাইতো ফিরে যায় কালির মতো আর্দ্র সন্ধ্যায়,
অদ্ভুত কিছু আলো; অচেনা মানুষের মত লোক-
হাঁটে! আর রাস্তাটা জ্যন্ত...
আধা পোড়া কামানেরা শুয়ে অসহায়! বাকরুদ্ধ রোগী,
নেক্রোপলিসের পাহারায়! যুদ্ধ শেষ! শত্রুশক্তি, মিত্রশক্তি-
একই বিছানায় মিলে মিশে ঘুমায়!
লোহার শরীরে ঝরে ঝরঝরে বালি, গুল্ম লতার পিরানে;
অনেক রোদ,...
এই আকাশ কি তোমার ছিল? আমার ছিল?
এখন কেন অনেক দূর! কোথায় তুমি!কোথায় আমি!
পাশে আছো! দূরে আছো! সংশয় মাকড়শার জাল,
ছেয়ে দিতে চায় আজকাল! তবু পদতলে প্রেম,
অন্ধকারে হোঁচটের মতো লেগে আছে,
প্রতি পদক্ষেপে!...
(১)
তেজী ঘোড়াটার ক্ষুর ডেবে গেলো মাটিতে,
উল্টে গড়ালো রথ, গলফের বল!
তবু অক্ষত তুমি! মোমের মতোন পা,
হাতির দাঁতের জুতো পড়ে রাস্তায় প্রাতস্নান,
এখানেই ডিনার-লাঞ্চ, পথ শেষ করো!
যা কিছু পরবে...
কয়েকটা লাল ট্রাক খুব জোরে পার হয়ে গেলো,
শাপলার পাতা টেনে নিল জল; শেষের চুমুক,
বাতাসে মিশে গেলো, ভেসে গিয়ে ঊড়ে এলো মোড়ে,
কাতরাচ্ছে চাকায় অবিরাম ঘূর্ণনে প্রেমিকের শোক!
পাথরের ধোঁয়ায় ধুলেও শরীর...
আমার পাগলি হাওয়া, কাঁপে মড়কের মালগাড়ি,
সাইরেনে একরোখা যুদ্ধের ডাক, তুমি ফিরে যাও বাড়ি!
চায়ের কাপ ভেঙ্গে পড়ে আছে ড্রেনে,
অলিগলি থেকে টুপটাপ কাঁচা বড়ইয়ের মতো পড়ে,
বহু লোক সোনালী...
©somewhere in net ltd.