![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমস্ত শব্দের থেকে অক্ষর খুলে এলোমেলো বানাবো এক নিঃশব্দ পৃথিবী। তখন অর্থহীনতার জীবাশ্ম হতে বের হবে অতৃপ্তি আর হাহাকার। শৈশব -- ভাবলেশহীন রাখালের মতন পাহারা দ্যায় দেখা আর অদেখার মাঝে...
অনেক দিনের পরে, এই দিনের আলোয় অন্ধকার হবে লাল।
স্যাঁতস্যাঁতে পাথরের পাশে জন্ম নেয়া নপুংশক আত্মা,
তোমাকে শোনাবে বিষাদের ব্যাপকতা।...
অনুপুঙ্খ চিন্তা, অভূক্ত চেতনা, কোনো কিছুই থাকেনা...
পশ্চিম আকাশে ধূসর মেঘের বিষণ্নতা মুছে দ্যায়
বিষের বোতলে বন্দী শ্রোণিহীন পথ,...
তোমার দেহের সবগুলো ভাঁজ-রহস্য-
উন্মোচিত মায়াবৃক্ষের গুপ্ত রিরংসায়।
একে একে খুলে যায় ষোলটি ভাঁজ,...
চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত্যু হয় সকল সত্ত্বার;
চোখ খুললেই আবার নতুন করে জন্ম নেয় বীতশোক স্মৃতি।
(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)...
অন্ধ নক্ষত্রের কাছে চাঁদ হতে পারে তার লক্ষ্মী প্রেমিকা।
নিকশ আঁধারের মত জমাট স্মৃতির পাতা খুঁজে দেখো-
চাঁদের সলাজ ও ম্রিয়মাণ আলোতে আছি আমি।...
কবি উইলিয়াম ব্লেক, ছিলেন একজন ভবিষ্যৎদ্রষ্টা। জন্মগ্রহণ করেন ২৮\'শে নভেম্বর ১৭৫৭ সনে এবং মৃত্যুবরণ করেন আধুনিক সভ্যতার আঁতুরঘর হিসাবে খ্যাত লন্ডনে, ১২\'ই আগষ্ট ১৮২৭ সনে। ব্লেক ছিলেন একাধারে কবি, চিত্রশিল্পী...
বসন্ত এখন মরুভূমি-ঘুমের দখলে।
মখমল অন্ধকার হেঁটে যায়...
প্রতিবিম্বহীন - আঁধার হামাগুড়ি দ্যায়।...
আগুনের যথোচিত ব্যবহার আর সময়ের-
গভীর কোন নদীতে আটকে আছি।
এখনও জানা হয়নি মৃত শালিকের শোকে- ধূসর শৈশবের স্মৃতিকথা।...
©somewhere in net ltd.