নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সকল পোস্টঃ

কাকতালীয়

০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮



আলবেয়ার কাম্যু, সাহিত্যে নোবেল বিজয়ী ফরাসী-আলজেরিয়ান দার্শনিক, সাংবাদিক, লেখক । দ্বিতীয় কনিষ্ঠতম নোবেল বিজয়ী এই লেখক ১৯৫৭ সালে মাত্র ৪৪ বছর বয়সে নোবেল পুরষ্কার লাভ...

মন্তব্য৬ টি রেটিং+১

কথা ছিল

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

তখন সব পাখির ঘরে ফেরার সময়-
সব পাখিই কি দিনশেষে ফিরে আসে ঘরে?

বাতাবীগন্ধে ভিজে একশা’ বাতাস
এসে দাঁড়িয়েছে আমার খাঁচাভর্তি বেদনার পাশে,
আর আমি তখন পুড়ছি তোমার শীতল আগুনে।
সফেদ তৃষ্ণার...

মন্তব্য১২ টি রেটিং+২

একলা ভেসে যায়

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬



কখনও কেউ তুমুল ভীড়ে
একলা হয়ে যায়।
উথাল পাতাল ঢেউয়ে ভাসা
একরত্তি জলের ফোঁটা -
ঢেউ মিছিলে সবার সংগে-
একলা ভেসে রয়।

গায়ের সাথে গা লেগে যায়-
তেমন করে বাঁচা
অষ্টেপৃষ্ঠে দমবন্ধ,
একরত্তি খাঁচা।

তবু...

মন্তব্য১৪ টি রেটিং+৫

নিজেকে এগিয়ে নিতে একটু গুছিয়ে নিন আরো

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯


কেমন যেন অস্থির সময়। আমরা ছুটছি । খুব যে বেশি ব্যস্ততা কাজের- ঠিক তেমনটি নয় সবসময়। তবু যেন কেমন অগোছালো। একটা অতৃপ্তি যেন থেকেই যায়। কীভাবে নিজেকে কিছুটা গুছিয়ে...

মন্তব্য১৬ টি রেটিং+২

সুখের জন্যে

৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২২



সুখের জন্যে ,
একটি শান্ত নদী চেয়েছিলাম ।
এবেলা -ওবেলা জোয়ার- ভাঁটায়
চলবে ফিরবে পোষ মেনে নেওয়া স্রোত ।
আমি সে নদীতে কখনও কোন
প্লাবন প্রত্যাশা করিনি ।

সুখের জন্যে-
পাহাড় চূডায় একটি...

মন্তব্য১৮ টি রেটিং+৬

অনি:শেষ অপেক্ষা

১০ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৮



মিহি মায়ার চাদর জড়িয়ে কুয়াশায়
একজোড়া অলৌকিক খেজুর গাছ-
অমৃতের কলসী হাতে-
অনাদিকাল থেকে অপেক্ষমাণ ।
সবুজ সুখের ডগায়
জ্বলজ্বল চোখে-এক বিন্দু অশ্রু
অন্তর্ধানের ঠিক আগে- অপেক্ষায় আছে।
প্রায়ান্ধকারে টুপটাপ ঝরে পড়ে
অপার্থিব গাবের কুসুম,
হাস্নাহেনার ঝোপ...

মন্তব্য১৬ টি রেটিং+৪

দগ্ধ কবিতা

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৪৪


বিস্তর জরুরী কাজ সারা হলে
আমরা একটি দিনের দরজায়
তালা লাগিয়ে চাবিটি ছুঁড়ে দিয়েছিলাম-
নিস্কম্প তিমিরে, প্রতিদিনের মত ।
নৈশভোজ শেষ হলে
ঠিক যেভাবে ছুঁড়ে ফেলি...

মন্তব্য৮ টি রেটিং+১

ভাস্কর্য

১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৯


কিশোরী কুড়িয়েছিল ফুল,
রাশি- রাশি, থোকা-থোকা-
হ’তে পারে ভুল-
তবু সে মালা গেঁথেছিল।
সম্মোহিত সোনালী সাগরে
সমর্পনের অলীক জোয়ার ডাক দিলে-
উদ্ভিন্ন জ্যোৎস্না ডুবে মরে-
কিশোরীও সমূল ডুবেছিল ।

এরপর অশরীরি ক্রুর অমাবশ্যা রাতে
লুন্ঠনের বিভৎসতম...

মন্তব্য৮ টি রেটিং+১

অন্বেষণ

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

আমায় কি সমুদ্র ডেকেছে-
উত্তাল দামামা কেন বুকে?
আমায় কি আগুন ছুঁয়েছে-
অনন্ত দহন কেন চোখে?

অলক্ষ্য কোন টানে মন কাঁদে -
তবে কি আকাশ ডেকে গেছে?
মাটি তো শক্ত করেই বাঁধে
কেউ কি শিকড় ছিঁড়ে বাঁচে?

আমার...

মন্তব্য৩১ টি রেটিং+৭

রাজনীতি

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬


তুমি কোচরে বকুল এনে
গাঁথ যদি বৃক্ষের শরীরে-
অথবা পেতে দাও ঘাসের জমিনে
সুরভিত হবে না বাগান ।
কোকিলের কন্ঠ ছিঁড়ে
ভাসে যদি রক্তগংগা গান
ইথারে নিশানা খোঁজা -
বালখিল্য নিতান্ত নাদান ।
সকাল...

মন্তব্য৪ টি রেটিং+১

কোথায় তবে যাই

২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯



পায়ের নীচে এক সমুদ্র সরষে গড়াগড়ি,
একপা\' এদিক, একপা\' ওদিক- চটুল ফিঙে-
চতুর্দিকেই পথের ছড়াছড়ি।
আমি তো চাই , মৌণ পাহাড় হতে-
আমি তো চাই -অন্ধকারের চৌমাথাতে-
ঠায় বসে রই- তারার আসন পেতে...

মন্তব্য১০ টি রেটিং+২

অর্থহীন

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১



আলোটুকু যখন তুলে দিচ্ছিলাম
তোমার বাড়িয়ে দেওয়া হাতে-
সোনার কৌটোয় কোন ব্যথা
গোপনে তুলে রেখেছিলাম কিনা
বুঝে উঠতে পারিনি ।
না ক্লান্তি, না বিষন্নতা কিংবা আশাহনন-
এসবের আর কোন মানে নেই আদতে ।

জাহাজের...

মন্তব্য৬ টি রেটিং+১

প্রদর্শনী

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪




চারপাশের উচ্চকিত প্রদর্শনীর ভীড়ে
ক্লান্ত হতে হতে -
আর কোন প্রদর্শনী ভালো লাগছিলো না বলে-
স্বস্তি তখন অজ্ঞাতবাসে যেতে চেয়েছিল।
কেননা, গোলাপী কাপড়ে মোড়া উৎসবের রং
তখন বড় উৎকট মনে হচ্ছিল, সোনালী দেয়ালে
আলোর...

মন্তব্য৮ টি রেটিং+২

তবু প্রত্যাশী বেলা

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭


আমি জানি,
একটু পরেই আলোটুকু নিভে যাবে,
দিন চলে যাবে অন্যদিনের ঘরে
তবু আমি থাকি দরজার পাট খুলে,
যদি সে থমকে দাঁড়ায় মনের ভুলে !

জানি আমি ,
বেলাশেষে ফুল সৌরভ মুছে ফেলে-
পাঁপড়ির মায়া...

মন্তব্য১৪ টি রেটিং+১

সময়

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০


কখনও উত্তাল সময় এসে
আলোকবর্ষ গতির মুখোমুখি-
নিশ্চল দাঁডিয়ে বলে - চল ।
কখনও দাঁড়িয়ে থাকি পথে-
রুটের সময় আসে, অথচ-
অপাংক্তেয়,
নির্মোহ ফেলে চলে যায়।
কখনও সময়ে আবাস বলে ভ্রম হয়,
কখনও একঘেয়ে ম্লান -
আষাঢ়ের...

মন্তব্য১৪ টি রেটিং+৩

full version

©somewhere in net ltd.