![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।
ক্যাপিটালে কবিরা কুপোকাত
সাম্যবাদ ফিকে হতে হতে এখন ফিকশন।
বিড়ির এক শলাকাও বিশ-এ ঠেকেছে
কবিরা খাবে কী!
শহরে ২০১৯ সিরিজের প্রেমিকাও আকাশছোঁয়া
কবিরা পাবে কী!
তাই কবিরা সংঘবদ্ধ হলো
মগজ ফেলে খুলিতে পুঁজি ঢোকাল
কল্পনা ভুলে "অল্প না" তে অটল হলো।
লাক্সারি তে লুটিয়ে পড়া কবির বিরুদ্ধে—
কবিতারাও দাঁড়িয়ে গেল।
এমনকি খুচরো কবিতা—যারা বিড়ি পেলেই আসতো
তারা বোতলেও বিদ্রোহ করলো!
কবি আর কবিতার এই যুদ্ধে—মরতে থাকলো মেট্রোপলিটনের কাক!
২৫ চৈত্র, ১৪৩১
সিল্কসিটি।
১৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৮
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: শহরে কবি আর কাকের সংখ্যাধিক্য কী না!
২| ০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৮
আঘাত প্রাপ্ত একজন বলেছেন: অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৩
গোবিন্দলগোবেচারা বলেছেন: খুব ভালো লাগলো। মেট্রোপলিটনের কাক বহুমাত্রিক অর্থে ব্যবহৃত হতে পারে। আপনি কি ভেবে শব্দ গুচ্ছের ব্যবহার করেছেন জানতে আগ্রহী।