![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ
জীবন স্রোতের এই বেলাতে
তোমার আমার দেখা
নিয়ন আলোর ঝলকানিতে
শহরতলী আঁকা
মানুষগুলো রোবট যেন
অবয়বে ঢাকা
অলিগলি উপচে পড়ে
হৃদয়গুলো ফাঁকা
অত্যাধুনিক যন্ত্রপাতি
জঞ্জালেতে ঠাঁসা
মস্তিষ্কের ভীষণ ক্ষরণ
স্মৃতি ভাসা ভাসা
যোগাযোগের মাধ্যমগুলো
বিচিত্র আর বাঁকা
প্রফেসনাল মুখোশগুলো
ভীষণভাবে আঁটা
ফেইসবুক আর টুইটারে
এমনভাবে গাঁথা
সেলফি...
মেঘলা আকাশ নীরব কেন?
নিভৃতে এক নারী
মেঘলা জীবন মেঘময় নয় মেঘদূত তার সাথী
মেঘে মেঘে হায় কত বেলা যায় মেঘের রাজ্যে বাস
কইবে কথা মেঘদূত সখা কত জীবনের আঁশ।
মেঘদূত দুটো মিঠে কথা কয়
মেঘলা...
নারী তুমি কাঁদছো নাকি!
জল গড়িয়ে উপচে ভারি?
সেই জলে কি নৌকা চলে?
পাল তোলা কোন স্বপ্নতরী।
নারী আমি ভীষণ বোকা
তোমার প্রেমেই খাই যে ধোঁকা
একবার নয় দুবার নয়
এ যে শত জনমের ভুলরে সখা
অ্যাডাম...
সহস্র পৃথিবী এক করেদিই
শুধু তোমারি জন্যে
সহস্র হৃদয় ভেঙে চুরে যায়
সেওতো তোমারি জন্যে
তুমি আছো তাই স্বপ্ন দেখি
দুচোখে লাগে ঘোর
মোহাচ্ছোন্ন হই বারে বার
জীবন যে নেয় কত মোড়
তুমি আছো তাই ভালো...
স্বপ্ন ফেরি করছিরে ভাই
হরেক রকম স্বপ্ন
কিনবে নাকি দু চারটে
নানান রঙের স্বপ্ন
নানান ভাষার নানান রূপের
কত যে ভাই স্বপ্ন
স্বপ্ন ফেরি করিরে ভাই
সাদা কালো স্বপ্ন আছে
রঙিন আলোর স্বপ্ন আছে
দুঃখভরা স্বপ্ন আছে
খুশির আছে,হাসির...
হে দখিণা দুয়ার
তব খোল দ্বার
আসিছে প্রিয়া আমার।
শতবার মৃত্তিকাকে
ফিরায়ে দিয়াছে সে
শুধু আমারই লাগি
সে মোর প্রানের সখা
আমারে ছাড়ি
তার এ ভূবন মিছে
এ জীবন তুচ্ছ।
হে দখিণা দুয়ার
তুমি তো বুঝিবে না
তার সে আকুলতা
মোর লাগি...
মমই উল্লাস ছুড়ি চিৎকার
বিধি বিধানের করি উৎপাত
ভাঙ্গি রুচিবোধ করি বিধি বধ।
আমি রসিক উন্মত্ততা
আমি সুখবোধ
আমি ছিনিয়া নিয়াছি সব ক্রোধ
সকল মতবিরোধ।
আমি উন্মেষ
আমি নিজেই নিজেরে করি শেষ
আমি শান্তির দূত
শান্ত সাগর,সীমাহীন পথযাত্রী।
এ যে...
রিক্ততার শূন্য বসন
মুঠোভরতি ধান,অগ্রিম সম্ভাষণ।
বিদায় নীরব;
নিস্তব্ধ নিরালায়,অস্তাচল নীলিমায়
চিৎকার ছুড়ে, শান্ত কণ্ঠে বলি
হে পথিক; যাচ্ছো কোথায় ?
থাম, এইতো ঠিকানা,এই তো আবাস
ফের পথচলা;
বসন্তের বাসন্তী রঙে সেজে চলা
মৃত্তিকার মিতালিতে গাঁ...
মনের দুয়ারে কত ডাকাডাকি
কত হরকরা দাড়ায়ে
মনের বাঁধনে বাঁধা থাকে কত
শত স্বপ্নেরা হানা দেয়
হাজার কাব্য হানা দেয় দ্বারে
হাজারো ভূমিকা লয়ে
হাজারো রূপের প্রতিছ্বায়া দেখি
এইত সরূপ নিজেতে
আঁকি রং দিয়ে রংধনু থেকে
ভাসি...
©somewhere in net ltd.