নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কিনা মুক্ত নীলাকাশে স্বপ্নের ডানা মেলে উড়তে চায়।যে কিনা নিজেকে একজন মানুষ বলে দাবী করে। যে স্বতঃস্ফূর্তভাবে বলতে আগ্রহী এ পৃথিবী আমার,এ দেশ আমার,আর আমিই এর একটি অংশ।

সফেদ বিহঙ্গ

এক ফালি সাদা মেঘ উড়িছে বিহঙ্গ

সকল পোস্টঃ

ভালোবাসা

১৫ ই মে, ২০১৮ দুপুর ১২:১২


তোমায় আমি কি বা দেব বল!
কিইবা দিতে পারি তোমায়!
তোমায় চাইতো দিতে কত কিছুই
এক পশলা খুশি
ঝর ঝর করে ঝরুক সারাটাদিন
সেই খুশিতে তুমি ভিজে হও একাকার।

আবার মনে হয় না থাক
অন্য কিছু...

মন্তব্য৪ টি রেটিং+০

শহুরে জীবন

১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৪১


ইট কাঠ আর পাথরের এ শহর
কিছুটা আলোর ঝলকানি
আর চাকচিক্যের আলো আঁধারি
আবর্জনা আর লোহা লক্কড়ের জঞ্জাল
ধূলো,তুলো আর সুতোর ঝনঝনানি
এখানে মেশিনের শব্দ অহরহ
এখানে ক্লান্তির ছায়া প্রতিনিয়ত
এখানে লোকচক্ষুর অন্তরাল কিছু নেই
এখানে ভালবাসা...

মন্তব্য৮ টি রেটিং+১

প্রতিচ্ছবি

১৩ ই মে, ২০১৮ রাত ৮:৪১


সন্ধ্যার নীরবতায় একা একা ভাবি তোমায়
মনে মনে আঁকি তোমার প্রতিচ্ছবি
তার আলোয় ভাসাই আমার দুনয়ন
জানো হে মহীয়ান
তোমার সাথে কত কথা হয়
কত রাত জাগা আর কত অভিমান।

সন্ধ্যা পেরিয়ে যায়
স্মৃতিরা বারে বারে...

মন্তব্য১২ টি রেটিং+২

মায়ের জন্য ভালোবাসা

১৩ ই মে, ২০১৮ রাত ১২:১১


মায়ের জন্য অনেক আদর
মা ডাক যেমন শুনতে মধুর
মাকে ভীষণ ভালোবাসি
বলা হয়নি কখনও
মা ছাড়া হায় যায় কি বাঁচা
মা যে লাগে সর্বত্র।

মাকে ভাবি,কাছে ডাকি
আবার তো ভাই রাগও করি
ভীষণ আবার জেদও...

মন্তব্য৮ টি রেটিং+০

প্রতীক্ষা

১২ ই মে, ২০১৮ রাত ১:২১


যবে সন্ধ্যা নামে, জানো হে পথিকবর!
তোমার কথা বড় মনে পড়ে
প্রতীক্ষায় ছিলাম দীর্ঘ একটা সময়
...

মন্তব্য৮ টি রেটিং+০

স্বপ্নের গন্তব্য

১১ ই মে, ২০১৮ সকাল ১১:৫১


স্বপ্ন তুমি কতদূর যাবে গো
কতটা দূর তোমার গন্তব্য
তোমার যাত্রাপথ কি খুবই কণ্টকময়!
সেথা কি কঠিন শিলার এবড়োখেবড়ো পথ
নাকি অগ্নিদগ্ধ উত্তপ্ত খরা মাঠ।

স্বপ্ন তোমা পর্যন্ত পৌঁছতে
পাড়ি দিতে হয় কতটা পথ?

স্বপ্ন তুমি কি...

মন্তব্য১৪ টি রেটিং+০

বঁধুর লাগি

১০ ই মে, ২০১৮ রাত ১০:০৮


চঞ্চলা মন রঙিলা ভুবন
উড়তি উড়তি হাওয়া
দুলিল মন দুলিল ভুবন
রাঙা হইল হাওয়া।
স্বপ্নে বিভোর স্বপ্নায়ন
স্বপ্নচতুর ধরা,
সঙ্গত সব সঙ্গের লাগি
সংখ্য কতক সখা।

ত্রিলোক,ভুলোক,দ্যুলোক সকলে
গাহিয়া উঠিল সুরে
সুখের মরমে কাঁদিয় উঠিল
নাচিল মনের সুখে।

আজি...

মন্তব্য১৮ টি রেটিং+২

মুহূর্ত

১০ ই মে, ২০১৮ রাত ৮:৪৫


মুহূর্ত সময়ের ছকে বাঁধা
এক ফালি চৌকস ঘটনা।

যা জীবনের প্রতি পরতে পরতে
স্মৃতি আকারে আঁকা হয়ে থাকে
যা অস্তিত্তের নিবিড়ে এই আমি হয়ে থাকাকে
নাড়া দেয় প্রকটভাবে।
যা শিরা উপশিরার মাঝে বয়ে যায়
এক বহমান...

মন্তব্য২ টি রেটিং+০

সন্ধ্যাতারা

০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৪১


অন্ধকারের সন্ধ্যাতারা
ক্ষানিক শুনে যাও
তোমার আমার এই যে আলাপ
জানবে নাতো কেউ।

তোমার আমার জীবন গাঁথা
চলবে নিরন্তন
শুনবে তুমি নীরব হয়ে
আমার হৃদয় কথন।

কেউ জানে না কেউ জানে না
হৃদয় ভাঙার কষ্ট
গভীর রাতের...

মন্তব্য১০ টি রেটিং+১

খুঁনসুটির পালা কাটিয়ে

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৩৪


তোমার সাথে খুঁনসুটির পালা কাটিয়ে আজ বহুদিন।
এখন আর অতি তুচ্ছ বিষয় নিয়ে
চিৎকার করে ঘর জড়ো করা হয় না
এখন আর অফিস থেকে ফিরে
তোমার জন্য অপেক্ষা করা হয় না
এখন আর এলোচুলে
পূবের...

মন্তব্য৮ টি রেটিং+০

নির্জন সন্ধ্যা

০৭ ই মে, ২০১৮ দুপুর ১:০০


সন্ধ্যার নিরজনে কিছু কথা নাহয় হলোই আমার সাথে,
...

মন্তব্য১০ টি রেটিং+০

নবপ্রভাতের আলোকচ্ছ্বটা

০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৪


নব প্রভাতের নতুন সূর্য তুমি
সকল রীতিনীতির ভেদ বিধানের
উল্টোপূরাণ তুমিট
তোমার থেকেই শুরু নবযুগের
আর এই তুমিই করবে বরণ নবধারার

যেখানে ধর্ম হবে পরিশীলিত
সৃষ্টি হবে পরিমার্জিত
জ্ঞান হবে প্রকাশ্য

কিছুতো গুঞ্জন উঠবেই
কিছু পাখিতো গান...

মন্তব্য৮ টি রেটিং+১

প্রানের বিস্ময়

০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩


এ মধুর রাত,এ মধুর চাঁদ
কত স্বপ্নের কোলাহল
কত শত রাত জেগে একা রই
কত স্বপ্নের মতবিরোধ।

কত শত কথা ভাবি এ বিরলে
কত দীনতা চোখে ধরা পরে
মনের চাঁদরে বাস।

এ হৃদয় মাঝে...

মন্তব্য২৬ টি রেটিং+১

অস্তিত্তের লড়াই

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৪

মন্তব্য৬ টি রেটিং+০

গতিশীল অধ্যায়

০১ লা মে, ২০১৮ দুপুর ২:০৪


জীবন স্রোতের এই বেলাতে
তোমার আমার দেখা
নিয়ন আলোর ঝলকানিতে
শহরতলী আঁকা
মানুষগুলো রোবট যেন
অবয়বে ঢাকা
অলিগলি উপচে পড়ে
হৃদয়গুলো ফাঁকা
অত্যাধুনিক যন্ত্রপাতি
জঞ্জালেতে ঠাঁসা
মস্তিষ্কের ভীষণ ক্ষরণ
স্মৃতি ভাসা ভাসা
যোগাযোগের মাধ্যমগুলো
বিচিত্র আর বাঁকা
প্রফেসনাল মুখোশগুলো
ভীষণভাবে আঁটা
ফেইসবুক আর টুইটারে
এমনভাবে গাঁথা
সেলফি...

মন্তব্য৬ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.