নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

সকল পোস্টঃ

গান

২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৭

তোরা আমার জীবন মরণ
--- শ্রাবণ আহমেদ
.
যাইবো চলে ভূবন ছেড়ে
কান্দিস না রে তোরা।
মনে রাখিস একটু মোরে
দিস রে ফুলের তোড়া।
তোদের মতো বন্ধু যেন
সবার ভাগ্যে জোটে।
তোদের দেখে শূন্য গাছে
ফুল যেন রে ফোটে।
তোদের মতো...

মন্তব্য৬ টি রেটিং+০

সনেট

২৮ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩১


মেহনতি মানুষ
শ্রাবণ আহমেদ
.
গামছা বেঁধে মাথায় রৌদ্র তাপে পুড়ে,
জীবন সংগ্রামে নেমে টিকে থাকে নিত্য,
নয় তারা ধনবান নয় মধ্যবিত্ত,
প্রত্যহ দুর্গত নেমে আসে ভাগ্য জুড়ে।
কখনো বা সুখে থাকে হয়ে ভবঘুরে,
একদিন বড় হবে বাসনায়...

মন্তব্য২ টি রেটিং+০

কানন বৃক্ষের ফল

২৮ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫৯

কানন বৃক্ষের ফল
--- শ্রাবণ আহমেদ
.
কত গিরি পথ
কত হিম শৈল
পেরিয়ে,
অজানা সকল
জানিবার দরুন
বেরিয়ে,
ঘুরিতেছি এ পথ ও পথ।
পেয়েছি কিছু
দেখেছি অনেক
এ ভবে,
ছাড়িয়াছি গ্রাম
হারিয়েছি সুর
সে কবে,
মেলিয়াছি দু\'দিক দু\'হাত।

এ বসুন্ধরা কেবলই মম
দাবি করিয়াছি কত।
ক্রুর এ ধরা...

মন্তব্য৪ টি রেটিং+১

মিরপুর-১ টু ফার্মগেট

২৬ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৯

মিরপুর-১ টু ফার্মগেট
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
.
রাতে মোবাইলে এলার্ম দিয়ে রেখেছিলাম। সকাল ছয়টার দিকে একবার বেজেছিলো বটে। ঘুমের মোহে এতটাই ব্যাকুল ছিলাম যে, এলার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সময়...

মন্তব্য৫ টি রেটিং+১

গান

২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:৫৪


গান: ছোট্ট বেলা
--- শ্রাবণ আহমেদ
.
চলরে যাই চল যাইরে মোরা, আবার ফিরে যাই।
যেথায় আছে শিশুবেলা
মেঠো পথ, ফরিংয়ের মেলা
শহর ছেড়ে চলরে মোরা গ্রামও পানে চাই।

পথের ধারে পুকুর পাড়ে
ধূলোয় খেলা দিন।
হঠাৎ করে...

মন্তব্য৪ টি রেটিং+১

গান

২৫ শে জুলাই, ২০১৯ রাত ২:৪৫


ফুরাইলো সখি মধুর মাস
--- শ্রাবণ আহমেদ
.
কেন বাসিবো বলে বাসো না ভালো
আমি যে তোমারই প্রেমের দাস।
আমি কতশত সয়েছি যাতনা
ফুরাইলো সখি মধুর মাস।।

কত দিন গেলো চলে
চোখেরই জলে
করিলামরে উপবাস
কথা দিয়ে তুমি রাখোনি কথা
করিলে...

মন্তব্য২ টি রেটিং+০

গান

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৪


গান: তুই নিরুপম আমার চোখে
-- শ্রাবণ আহমেদ
.
তোরে দেখেছি আমি বৃষ্টিস্নাত দুপুরে
ক্যাম্পাসের এক কোণে
টিনের ছাউনিতে।
তোরে দেখেছি আমি ত্তপ্ত রৌদ্র মাঝে
ছাতা হাতে ক্যান্টিনের
বারান্দাতে।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।

চুলে বেণী তোর...

মন্তব্য৫ টি রেটিং+১

গান

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩০


রোদন
--- শ্রাবণ আহমেদ
.
চক্ষু মিলিয়া বাঁধিয়া প্রেম
করিয়াছে উন্মাদ।
পূর্ব দ্বন্দ্ব সে করিয়া শেষ
করিলো উপপাদ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।

নেত্র তাহার নিম্নমুখী
সিক্ত হইয়া তা অবিচল।
প্রণয় পানে ডাকে...

মন্তব্য২ টি রেটিং+০

গান

২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৯


গান: ওরে মন
--- শ্রাবণ আহমেদ
.
মন মজিলে কারো মনে
মান কইরো না তাঁহার সনে
তাঁহার পানে
অনুক্ষণে
দৃষ্টি রাখো রে।।
ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন।

তাঁহার সনে চলার কালে
পা ফেলিও একই তালে
মায়ার জালে
সকল ভুলে
আটকে...

মন্তব্য৬ টি রেটিং+১

অণুকবিতা

২২ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০২


যেজন না বুঝিবে তোর
মনের কথন।
যেজন না করিবে তোর
প্রেমের যতন।
কেন তারে সাধিবার তরে
নিজেকে করবিরে ধ্বংস বরণ?
--- শ্রাবণ আহমেদ

মন্তব্য৬ টি রেটিং+১

প্রতিবাদ

২১ শে জুলাই, ২০১৯ রাত ১:০২


প্রতিবাদ-১
--- শ্রাবণ আহমেদ
.
শক্ত করে ধররে লাঠি
শক্ত করে ধর।
প্রবল ঝড়েও হয় না যেন
লাঠিটা নড়চড়।
অত্যাচারীর ভাঙরে দুয়ার
ভাঙরে তাঁহার ঘর।

শিরশ্ছেদ তুই কররে তাঁহার
জয়ের হাসি হাস।
সমাজ থেকে বের কররে তুই
অত্যাচারীর লাশ।
বাঁচবে তবে বাঁচবে মানুষ
বাঁচবে...

মন্তব্য৬ টি রেটিং+১

অণুকবিতা

১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৯


বাহির পানে চাহিয়া কন্যা
খুঁজো তুমি কাকে?
এ হৃদয় মম চাহে তোমায়
সাড়া দাও মোর ডাকে।
--- শ্রাবণ আহমেদ

মন্তব্য২ টি রেটিং+০

অণুকবিতা

১৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:৩৪


রাত্রি জাগিয়া চাহিয়া রহে সে,
নিরূপমার ফিরিবার পানে।
কত রাত্রি গত হইলো নিভৃতে,
নিশাচর সে নাহি তা জানে।
--- শ্রাবণ আহমেদ

মন্তব্য৬ টি রেটিং+২

অনুরাধা

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৭


তোমার ঐ উদাস ভঙ্গি চাহনিতে
উন্মাদ হই বারবার।
খোলা চুলে বেলী ফুলে অপ্সরী
তুমি উপমার।
-- শ্রাবণ আহমেদ

মন্তব্য৩ টি রেটিং+১

বোকা হয়ে থাকুন

১৮ ই জুলাই, ২০১৯ রাত ২:২৯


আপনি বোকা হয়ে থাকুন,
মদনের বেশে।
চক্ষু গোচর করবে না কেউ,
বাঁচবেন অনিশে।
-- শ্রাবণ আহমেদ

মন্তব্য৮ টি রেটিং+০

১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩>> ›

full version

©somewhere in net ltd.