![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
কোন গোধূলী বেলায়
যদি ফেলে আসা প্রেম
নগ্ন দু\'হাত বাড়ায়ে
ভালবাসতে চায় নিবিড় করে
তখন তুমি কি আশা করবে কবি?
ফেলে আসা সময়, তোমার একাকিত্ব
নাকি ভালবাসার নিবিড় আলিঙ্গন............
উত্তর জানা হয়নি কখন ও...
শুধু একটু মানিয়ে চলার প্রবণতা
ঘুমথেকে উঠুন সকালের নাস্তায় গরম ভাতের সাথে একটু আলু ভর্তা আর ডাল খেতে ইচ্ছা করছে কিন্তু কপালে আছে আগের রাতের অবশিষ্ট ভাতের সাথে পানি মিশিয়ে পান্তা...
হোয়াট ইজ দ্যা ডিফরেন্ট বিটুইন (১)বোকাচু..া এন্ড(২) ুদাবোকা।
যে জ্ঞান পাপী জন্মসূত্রে নিজের কতৃত্ব জাহির করে বেড়ায় তাকে বোকাচু..া বলে।
হঠাৎ জ্ঞানের অভাবে কেউ যদি নিজের কতৃত্ব জাহির করে তাকে ুদাবোকা বলে।
১।...
# কোন এক ব্যক্তি বিশেষ কে কহিলাম" জনাব, আমি বর্ডার এলাকায় আছি,ফোনের নেটওয়ার্ক সমস্যা থাকার কারনে আপনার কথা বুঝতে অসুবিধা হচ্ছে" তিনি কটাক্ষ করিয়া কহিলেন," আমি কি আপনাকে ইন্ডিয়ার...
প্রিয়
আকাশ
এক মুঠো রোদ দিস আমার আঙিনায়। জীবনটা বড্ড গোলমেলে লাগছে আজ।
ইতি
তোর ঝড়ে পড়া বৃষ্টি।
তবে এসো চুক্তি করে ফেলি
কে কতটা একাকীত্বে ভুগতে পারে।
ভালবেসে অশ্বথ হতে চেয়েছি
পারিনি
হয়েছি ঘাসের ডগায় এক বিন্দু শিশির
তোমার রোদের ছটায় মুক্তোর বিকিরন ঘটায়
তোমাতেই পুড়ে হই বিলীন।
তবে এসো চুক্তি করে ফেলি
তুমি মেঘ...
এখানে রাত নেমে এলে
ছোট্ট চড়ুইটা আর ফেরে না নীড়ে
আর ঘটা করে বসা হয় না বারান্দায়
অভিমানী বাতাস, আর ঝংকার তোলে না গ্রীলে।
রাস্তার পাশে নি:সঙ্গ ল্যাম্ব-পোষ্টের মত
শুধুই পথপানে চেয়ে
এই বৃষ্টি ভেজা রাতে
বৃষ্টি...
বিদগ্ধ অথবা বিমর্ষতা
বেঁচে থাকার প্রয়াস
নির্মমতা অথবা নিষ্ঠুরতা
প্রতিটি মুহূর্ত বিক্রয় করেছি
ভাল থাকার জন্য
ঘড়ির টিকটক শব্দ নেই
নেই দূরালাপনীর ঝংকার
প্রতিবাদ প্রতিকার অথবা প্রতিরোধ
নাহ সেই ক্ষমতাও বিলীন
শুধু আপলক চোখে চেয়েদেখি
কারও চলে যাওয়া
ছলছল...
১।
শুধু একবার কেউ চিৎকার করে বলুক ক্ষতি নেই
এই হাতে হাতটি রাখতে পার
এই শুয়োপোকা প্রজাপতি হয়ে যাবে............
২।
কবে বলেছি তোকে.....................................................
তার পর- - - - - - -
আজ আমি একা।
তারপর আর পথ...
হৃদয়ে রক্ত ক্ষরণ হয় কতটা গোপনে
নোনতা জলের ধারা
আকাশের করুণাধারায় মিশে
ভালবেসে হৃদয় আকাশ হতে চায়
বর্ষাস্নাত ধারা বন্যার মত হিংস্র হতে চাই
বুকের জমাট মেঘ
শুধু তোমায় ভালবোসে।
মার্কেটিং এবং সেলস্ এর চাকুরী যে বা যারা করে তারা, হয় অ-মানুষ না হয় মহাপুরুষ।অ-মানুষ হওয়ার প্রধান শর্ত কোন সামাজিকতায় অংশ গ্রহন করতে পারে না,সব সময় চাপে থাকতে থাকতে সামাজিকতা...
একটা লম্বা শ্বাস নাও
কিছুক্ষন ভেবে দেখ
কতটা ভালবেসেছি।
চোখ বন্ধকরে দেখ
আনমনে ভেবে দেখ
একাকী কতটা মিছ করেছি।
পাশবালিশ, বিছানার চাদর, ঘুম বালিশকে শুধাও
কত রাত নির্ঘুম কেটেছে
দক্ষিন জানালার ধারে পথকে শুধাও
কতদিন তোমায় ভেবে
একাকী হেটেছি।
শুধু প্রশ্ন...
অসাধ্য কে সাধন করতে চান?
চরম মাত্রার অ-সামাজিক হতে চান?
গাধার মত পরিশ্রম করতে চান?
চরম মাত্রায় ক্লান্ত হতে চান?
তা হলে ভাবনা কেন!!
আজই যোগদান করুন
কোন কর্পোরেট বিপণনের দুনীয়ায়
আর হয়ে উঠুন বিক্রয় কর্মী
আপনাকে...
শুধুই বেঁচে থাকার প্রয়াসে
সুখে থাকার আজন্ম ছদ্মবেশ
ভাল লাগে নীড়ে ফেরা পাখীদের
কলতান মুখর সন্ধা
তবুও তো সকল না পাওয়ার মাঝে
আকুন্ঠ গারদ পনে
সহাস্য বদনে বলতে ভালই লাগে
তবুও তো বেঁচে আছি।
তবে আসুন, আজ থেকে...
#
স্বামীর মৃত্যুর পরদিন স্ত্রী কাগজে বিজ্ঞাপন দিয়েছে------
\'অন্তিম সৎকার এ আসা সকলকে আন্তরিক ধন্যবাদ।
ইতি চম্পা,উচ্চতা-৫ফুট৪ইঞ্চি,
৩৪/৩২/৩৬,বাচচা নেই।
#
বউ দুরকমের হয় :
প্রথম, যে বরের সব কথা শোনে.... তার মতামতকে গুরুত্ব দেয়..... বরের সংগে...
©somewhere in net ltd.