নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

দিন দিন বাংলাদেশের ৩৬৫ দিনই কলঙ্কময় দিবস হয়ে যাবে

১১ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০




বিভীষিকাময় ইতিহাসের আরেকটি কলঙ্কময় রাত
শোকাবহ
৭ই অক্টোবর, ২০১৯



মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ১৫ ই আগষ্টের চেয়ে কি ৭ই অক্টোবর বেশি শোকাবহ???

১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৫ই আগষ্টের মতো শোকাবহ দিবস বাংলাদেশের ইতিহাসে নেই।
দিন দিন বাংলাদেশের ৩৬৫ দিনই কলঙ্কময় দিবস হয়ে যাবে।

২| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯

নূর আলম হিরণ বলেছেন: বাংগালীদের শোকের কোন শেষ নেই।

১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: শোকে শোকে বাঙালীকে শেষ করে দিবে শুকুন হায়েনার দল।

৩| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২

ডার্ক ম্যান বলেছেন: এই হিসাব করলে বাঙ্গালীদের বছরে ৩০০ দিনই কলঙ্কের

১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: দিন দিন বাংলাদেশের ৩৬৫ দিনই কলঙ্কময় দিবস হয়ে যাবে।

৪| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ছাত্রলীগ ছাড়া কি বাংলাদেশে চলতে পারবে না??
এরা করেছে এরকম দশটি ভালো কাজের উদাহরণ দিন।

১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:





মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, বাংলাদেশে শুধু ছাত্রলীগ ছাত্রদল নয়, রাজনৈতিক কেনো দলের কোনো ভালো কাজ আছে বলে আমার জানা নেই, আপনার জানা থাকলে জানান প্লিজ। সমস্যা হচ্ছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ রাজনীতি পছন্দ করে। আপনি দেশের বাইরে আছেন আপনি প্রতিনিয়ত দেখছেন বাংলাদেশীর কুকর্ম। মালয়েশিয়াতে “বাংলাই” হচ্ছে একটা গালী - কারণ কি? বাঙালী নিজদোষে দোষী। - বাংলাদেশ হাইকমিশন, কুয়ালা লামপুর, মালয়েশিয়া অফিসের সামনে দালাল চক্র দেখে মনে হতে পারে বাংলাদেশের মানুষের পেশা (সম্ভবত) দালালী।

মালয়েশিয়া আর কোনো দেশের দূতাবাসের সামনে মানুষ/দালাল চক্র এভাবে ভিড় করতে দেখেছেন?


৫| ১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: কলঙ্কিত ইতিহাস রচনার দিন!

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সোনার বাংলা নিয়ে গর্ব করার মতো কিছুই নেই। ছাত্রছাত্রী জীবনের নিরাপত্তার ভয়ে প্রবাসে পড়ালেখা করতে চলে যাচ্ছে। যাদের আর্থিক স্বচ্ছলতা আছে তারাই দেশের বাইরে চলে যাচ্ছে - কারণ একটাই, দেশে নিরাপত্তা নেই।

৬| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটিগুলো, বুয়েট ও কলেজগুলোতে সঠিকভাবে, প্রয়োজনীয় লেখাপড়া হচ্ছে না।

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বর্তমান পরিস্থিতিতে অল্প বিস্তর পড়ালেখা করার জন্য কোচিং বাণিজ্য। আর কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে গুন্ডা, সান্ডা, পান্ডা, মাস্তান, ভাই, লম্পট, ধর্ষক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি।

৭| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন প্রতিটি দিনই কলঙ্কময় দিন,
প্রতিটি রাত কলঙ্কময় রাত!!

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: যথার্থ বলেছেন, এখন আসলে প্রতিটি দিন কলঙ্কময় দিন, আর প্রতিটি রাত কলঙ্কময় রাত। এই মুহর্তে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই - তাই অপেক্ষা করছি। অপেক্ষায়ই আমাদের এখন একমাত্র অবলম্বন।

৮| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

করুণাধারা বলেছেন: প্রতিটা দিনই শোকাবহ। পত্রিকা খুললেই, পাতায় পাতায় শুধু মৃত্যুর খবর।

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: করুণাধারা আপা, পত্রিকাদের ব্যাবসা হচ্ছে মানুষের মৃত্যু। ভালো সংবাদ ছোট করে ছাপাবে আর দুঃসংবাদ বড় করে হেডলাইন, শুধুমাত্র পত্রিকার কারণে বাংলাদেশ ব্লাক লিষ্টেড কান্ট্রি হয়ে যাবে।

৯| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: করুণাধারা আপা, পত্রিকাদের ব্যাবসা হচ্ছে মানুষের মৃত্যু। ভালো সংবাদ ছোট করে ছাপাবে আর দুঃসংবাদ বড় করে হেডলাইন, শুধুমাত্র পত্রিকার কারণে বাংলাদেশ ব্লাক লিষ্টেড কান্ট্রি হয়ে যাবে।

মালয়েশিয়া কোন পত্রিকা সাধারণত বাংলাদেশের কোন খবর ছাপে না। প্রাকৃতিক দুর্যোগের খবর, বড় ধরনের খুন-খারাবির খবর এগুলো মাঝেমধ্যে ছোট করে ছাপা হয়। কিন্তু আবরার ফাহাদ এর এই নির্মম হত্যার ঘটনাটি এদেশের সংবাদপত্রে বেশ বড় করে ছাপা হয়েছে। নিউইয়র্ক টাইমস, washingtonpost, দ্য গার্ডিয়ান এই সব পত্রিকায় ও খবরটি বেশ বড় করে ছেপেছে।

বিদেশের মাটিতে দেশের মান ইজ্জত ধুলায় লুটিয়ে পড়েছে।

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: তিলকে তাল করা, লেবু চিপে তিতা করা - জানতাম। মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, বাংলাদেশের মিডিয়া তিলকে কাঁঠাল করে আর লেবু চিপে করলা করে। বাংলাদেশের কোনো ব্যাক্তি যখন বিদেশী মিডিয়ার স্থানীয় প্রতিনিধি হয় তখন বাংলাদেশের সব খারাপ খবর সরবরাহ করা তার একমাত্র আদর্শ ও নীতি হয়ে উঠে। - এদের নাম হচ্ছে স্থানীয় হারামজাদা। (দুঃখিত গালাগাল সেন্সর করতে পারিনি)

১০| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬

বলেছেন: দিন দিন বাংলাদেশের ৩৬৫ দিনই কলঙ্কময় দিবস হয়ে যাবে।----এ লাইনটি শিরোনামে যোগ করে দেন .........।

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: তথাস্ত। দিন দিন বাংলাদেশের ৩৬৫ দিনই কলঙ্কময় দিবস হয়ে যাবে।
নারী পুরুষ যেভাবে লম্পট হচ্ছে, এদেশে খুন হত্যা গুম আরো বেড়ে যাবার কথা। এতো বেয়াদব বেপরোয়া ছাত্রছাত্রী তৈরি হচ্ছে দিন দিন, বলতে হবে - বাংলাদেশের খবর আছে !!!

১১| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৬

বলেছেন: ব্লগার চাঁদগাজীর নতুন কোনো পোস্ট দেখছি না কারণ জানেন নাকি?

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: মাননীয় ব্লগ সরকার চাঁদগাজী সাহেবকে আবার ব্লক করেছেন।

১২| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
১৫ই আগষ্টের মতো শোকাবহ দিবস বাংলাদেশের ইতিহাসে নেই।
দিন দিন বাংলাদেশের ৩৬৫ দিনই কলঙ্কময় দিবস হয়ে যাবে।


সঠিক বলেছেন। ধন্যবাদ। ভালো থাকুন।

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ঢাকার নানান বস্তি থেকে ১,০০০ জন অকথ্য ভাষায় গালী জানা মহিলা আনতে হবে যাদের কাজ হবে প্রেস ক্লাবের সামনে দাড়ীয়ে মাইক দিয়ে গালাগালী করা।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৪

নীল আকাশ বলেছেন: খুব শীঘ্রই এই দেশকে নষ্ট দেশ হিসেবে ঘোষনা করতে হবে!

১২ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন করে ঘোষণা করতে হবে বলে মনে হয় না। ঘন্টা বেজে গেছে অনেক আগেই এখন ছুটি হবার সময়ের জন্য অপেক্ষা, নষ্ট মানুষের দেশ নষ্ট হবে না কি ভালো হবে? - - - - - - - - -

১৪| ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক বলেছেন। একটার পর একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটছে। প্রতিটা দিনই কলংকময় দিবস হয়ে যাচ্ছে। কালকে সম্ভবত নুসরাত হত্যা মামলার রায় হবে। কিন্তু বাস্তবায়ন হবে অনেক পরে...

১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: বাস্তবায়ন হবে কিনা তাও সন্দেহ, কারণ রায় হলে আপীল হবে, আবার শুনানি - তারিখের পর তারিখ, মাসের পর বছর চলতে থাকবে, চলতেই থাকবে - - - - - - - - - -

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: ঘুরে ফিরে আমি কেবলই হুমায়ুন আজাদ স্যারের কবিতা আওড়ে যাই।

"জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে..."

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




দেশের মানুষ দিন দিন হিংস্র হয়ে উঠছেন এটি ভয়ঙ্কর একটি বিষয়। প্রতিদিন খবরের কাগজে হিংস্রতার খবর পড়ি। টিভির খবরে আমরা হিংস্রতার খবর দেখি। মাত্র ত্রিশ বছর আগেও এমনটি ছিলো না বাংলাদেশ।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: দিন দিন মানুষের হিংস্রতার পরিমান বৃদ্ধি পাচ্ছে এটা সত্য। তবে হিংস্রতা আগেও ছিলো, পার্থক্য হলো প্রযুক্তির কল্যাণে আমরা এখন খুব বেশী জানতে পারছি। এতে ভালো মন্দ দুটোই আছে। তবে বিশ্বায়ন মানুষকে অনেকটাই বদলে দিতে বাধ্য করছে, এটাও অস্বীকার করার উপায় নেই। সময়ের সাথে সাথে দেশ তথা দেশের মানুষও বদলে যাচ্ছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিশ্বায়ন মানুষকে অনেকটাই বদলে দিতে বাধ্য করছে, এটাও অস্বীকার করার উপায় নেই। সময়ের সাথে সাথে দেশ তথা দেশের মানুষও বদলে যাচ্ছে।

- বদলে যাচ্ছে মার্ডার প্ল্যান, বদলে যাচ্ছে মার্ডার ওয়েপন। গত বিশ বছরে এসিড আর পুড়িয়ে মারার হিংস্রতা এই শতকের বর্বরতার শীর্ষে আছে। এভাবে ব্যাক্তি রোষানলের শিকার মানুষ আতঙ্কিত না হয়ে বরং হিংস্রতার সুযোগ পাচ্ছে নতুন নতুন উপায়ে। বিশ্বায়ন মানুষকে পুরোপুরি বদলে দিচ্ছে বদলে দিবে। ইফতেখার ভাই সামনে আরো ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.