নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমি

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৯






আমি বিলের ধারের সেই পুরোনো “নাম না জানা বৃক্ষ”
যে শত সহস্র ঝড়ের পরেও কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে আজো।
আমি কারো নই, কেউ আমার নয়,
আমি এক নিরব দর্শক! - আমিই সেই আমি।।




উৎসর্গ: - আমার অতি সামান্য লেখাটি উৎসর্গ করছি আমার প্রিয় ভাই ডঃ এম এ আলী ভাইকে। ডঃ এম এ আলী ভাইকে আমি পছন্দ করার অন্যতম কারণ তিনিও একজন “নাম না জানা বৃক্ষ” আমি ডঃ এম এ আলী ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই “রতনে রতন চেনে মানিকে মানিক আর বৃক্ষ চেনে বৃক্ষ”।


কৃতজ্ঞতা: - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।


মন্তব্য ৫৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেক দিন লাপাত্তা।
এর পর হাজিরা দিয়া একটা ছোট উদাসী পোষ্ট।

একটা বড়সড় পোষ্ট চাই।

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাসান কালবৈশাখী ভাই,
বেশ কিছু কাজে ঢাকার বাইরে ছিলাম ভাই, তাই মন্তব্য - উত্তর - পোস্ট কোনোটি দেওয়া হয়নি। আগামীতে বড়সড় পোষ্ট দিবো। একদম ব্লগে গরম গরম লুচি হালুয়ার মতো পোষ্ট। হাসান কালবৈশাখী ভাই আপনাদের ভালোবাসায় ব্লগে আছি নয়তো কবে দুরে সরে যেতাম। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:২৯

শাহিন বিন রফিক বলেছেন:


একজন মহান গুনী আর একজন সুপার গুনীকে উৎসর্গ করেছে। আপনার উল্লেখিত প্রবাদটি যথার্থ রতনে রতন চেনে

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




শাহিন বিন রফিক ভাই,
অনেক অনেক ধন্যবাদ ভাই, ডঃ এম এ আলী ভাই আমার খুবই প্রিয় মানুষ। তাঁকে সম্মান করে আগামীতে যদি ১০০ টি লেখাও উৎসর্গ পোষ্ট দেই তাও ফিকে হবে। তাঁর জন্য দোয়া করবেন সাথে আমার জন্যও।

আপনার জন্য রইলো দোয়া ও শুভ কামনা।


৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫১

ডঃ এম এ আলী বলেছেন:
কোন লেখাই দার্শনিক বলয়ের বাইরে নয়
তাই আপনার মত বৃক্ষের দিকে তাকালে
জীবনের তাৎপর্য উপলব্ধি সহজই হয় ।
বৃদ্ধি ও বিকাশেই বৃক্ষের কর্মের সমাপ্তি নয়, তাকে ফুল ফুটাতে হয়, ফল ধরাতে হয়।
তাই কামনা করি বৃক্ষের মত সুন্দর ফুল ফুটাতে ও ফল ধরাতে থাকুন অনবরত ।
আর দোয়া করুন আমার অনুভূতি ও বিবেকবোধকে যেন বড় করে তুলতে পেরে
আপনাদের মত বৃক্ষের সুখ ,দু:খ,আনন্দ বেদনাকে সহজে উপলব্ধি করতে পারি।

পোষ্টটি উৎসর্গ করার জন্য কৃতজ্ঞতা জানবেন।
তবে আমার নীজের বিষয়ে নীজেই অনুভব করি
তুষে যদি কেউ পাড় দেয়/ তাতে কি চাল বের হয়,
তাই দোয়া করবেন কর্মের মাধ্যমে আপনার মত
ফুলে ফলে যেন বিকশিত হতে পেরে
সমাজ ও পৃথিবীর জন্য প্রশান্তির
উপাদান হতে পারি ।
শুভেচ্ছা রইল

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ডঃ এম এ আলী ভাই,
ব্লগে আপনি, চাঁদগাজী ভাই, খায়রুল আহসান ভাই, আহমেদ জি এস ভাই, ল ভাই, হাসান কালবৈশাখী ভাই সহ আরো প্রিয় মানুষ আছেন বলে হয়তো এখনো ব্লগে টিকে আছি নয়তো অনেক আগে ব্লগ থেকে বিদায় নিতাম। ব্লগ যখন ব্লক ছিলো তখন মাঝে মাঝে মনে হতো ব্লগে থাকতে হবে ব্লগটি স্বাধীন করতে হবে। আজ ব্লগ স্বাধীন এখন হয়তো আমাদের চলে যাবার সময় ঘনিয়ে আসছে। অবসরে যেতে হবে। সময় আমাদের অনেক কিছু দেখিয়েছে ভবিষ্যতে আরো দেখবো - আসলে আমি আপনি সেই বৃক্ষ - তাই আমাদের দেখতে হবে আর এটাই নিয়তি।

ডঃ এম এ আলী ভাই, সময়ের আবর্তে আঘাট ঘাট হবে আর আপথ হবে পথ। খান - খান বাহাদুর সম্পর্কে আমরা জানি। তাই খান খানাখান নিয়ে খানখান চিত্র তুলে ধরবো ভাবছি - আশা করি পাশে পাবো আপনাকে বরাবরের মতো।

এক জীবনে অনেক কিছুই দেখা হলো - কি বলেন? মাঝে মাঝে ভাবনা হয় এও সম্ভব! এতো কিছু দেখার সৌভাগ্য কেনো - কিভাবে? আপনি কি জানেন আপনাকে যখন লেখার পাশে পাই তখন লেখাটি সম্পূর্ণ হয়, নয়তো অসম্পূর্ণ থেকে যায়। এই সম্মান আপনার চিরোকালের। আপনি আমার সহ ব্লগার নন। আপনি আমার প্রিয় ভাই, আপনি আমার প্রিয় “নাম না জানা বৃক্ষ”।

আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। পরম করুণাময় সব সময় আপনাকে তাঁর শান্তির শীতল ছায়ায় রাখুন এই দোয়া করি।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯

ইসিয়াক বলেছেন: কখনো কখনো মনে হয়.....।
এ জীবনের স্বার্থকতা কি ? এ জীবনে পাওয়া না পাওয়া লাভ ক্ষতি কি ?এ জীবনে শুরু কি আর শেষ ই বা কি ? প্রশ্নের উত্তর না মিললেও জীবন এগিয়ে চলে জীবনের নিয়মে.......

অভিজ্ঞতা জীবনের সবচেয়ে বড় সম্পদ ।

দুজনের প্রতি রইলো ভালোবাসা।

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই ইসিয়াক,
সময় থেমে থাকে না। জীবনের হিসাব যোগ বিয়োগ পূরণ ভাগ মিলুক আর নাইবা মিলুক। ভুল অংক নিয়ে জীবন পার করে দিতে হবে। জীবনের পরিক্ষায় একবারই লেখা হয়, বারবার লেখা যায় না। আপনার প্রতিও শুভ কামনা রইলো।


৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৭

আখ্যাত বলেছেন:
কেউ আসলে কারো নয়
ভাই, বন্ধু, প্রিজন................. চরিত্রে অভিনয়

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই আখ্যাত,
যথার্থ বলেছেন “কেউ আসলে কারো নয়” আমরা শুধু অভিনয় করে যাচ্ছি মাত্র।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
পুরো পোষ্ট আন্তরিকতায় ভরা।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই,
ধন্যবাদ। আপনার আন্তরিকতায় ভরা মন্তব্যে আবারো ধন্যবাদ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

হাবিব বলেছেন: দারুণ ভাব! এরকম একটা বৃক্ষ আশুলিয়ার বিলের মাঝখানে দেখা যায়..........

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাবিব ভাই,
এটি বিলের সাক্ষী। এই বৃক্ষ নিয়ে আরো লেখা আসবে ক্রমান্ময়ে। ধন্যবাদ।।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যাক অবশেষে নিরবতা ভাঙলো! মিস করছিলাম খুব! অসুস্থ ছিলেন না তো?

কবিতায় অনেক ব্যপক অর্থের পাহার অদৃশ্যে নৃত্য করছে। ভালো লাগলো অনেক।

আপনার জন্য দু'আ আছে ঠাকুর ভাই।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




সৈয়দ তাজুল ইসলাম ভাই,
জীবন ও জীবিকার প্রয়োজনে ঢাকার বাইরে ছিলাম কিছুদিন আর বেশ ব্যাস্তও ছিলাম তাই ব্লগে মন্তব্য উত্তর পোষ্ট কোনোটি দেওয়া হয়নি। আপনার জন্যও দোয়া রইলো।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি ব্লগের রত্ন। উনাকে অনেক সম্মান আর ভালোবাসি। অনেকদিন দেখি না উনাকে কোথায় আছেন কে জানে?। আল্লাহ ভালো রাখুন।

সুন্দর পোস্ট

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




কাজী ফাতেমা ছবি আপা,
ডঃ এম এ আলী ভাই আমাদের গর্ব। তাঁর জন্য সব সময় অফুরন্ত ভালোবাসা থাকবে। আপনার দোয়া আল্লাহ কবুল করুন। শুভ কামনা রইলো।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: উনার জন্য শুভকামনা রইলো।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




জুনায়েদ বি রাহমান ভাই,
ডঃ এম এ আলী ভাই, চাঁদগাজী ভাই আমাদের গর্ব, তাঁদের সম্মান করা আমাদের কর্তব্য ও দায়ীত্ব। আপনার জন্যও শুভ কামনা রইলো ভাই।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই ব্লগের প্রতি অফুরান ভালোবাসা আর আবেগ এমনিতেই জড়ো হয় না।
মন্তব্য এখনই দাঁড়ি টেনে দিলাম..... কোন একদিন বলে দিবো।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্বপ্নবাজ সৌরভ ভাই,
খুব অল্প সময়ের পরিচয়েও মনে হচ্ছে আমি আপনাকে চিনি অনন্তকাল। আপনার না জানা কথা জানতে অপেক্ষায় থাকবো। শুভ কামনা রইলো।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




লেখার ৩য় লাইনটি স্মরণে----------------

"কারো কেউ নইকো আমি
কেউ আমার নয়
কোনো নাম নেইকো আমার
শোনো মহাশয় ||"

( কিশোর কুমারের গাওয়া )

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাড়ির কাছে আরশী নগর
একঘর সেথা পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
বাঞ্ছা করি দেখব তারে
আমি কেমনে সেথা যাই রে
কি বলব পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ওসে ক্ষণেক ভাসে নীরে
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁক রে

- ফরিদা পারভীন

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর:)

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন নার্গিস জামান,
অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

কিরমানী লিটন বলেছেন: অল্পতে গভীরের গল্প....

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




কিরমানী লিটন ভাই,
কবিতা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

সোহানাজোহা বলেছেন: শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ সাহেব ও শ্রদ্ধেয় ডঃ এম এ আলী সাহেব দুজনেই শুভ কামনা নেবেন। চার লাইনের কবিতাতে যে এমন ভাব গাম্ভীর্য থাকতে পারে তা আপনার লেখাতেই পাওয়া সম্ভব।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন সোহানাজোহা,
লেখা সবাই বোঝেন না। সবাই লেখতে পারেনও না। আপনি অতি সামান্য কবিতায় বিশাল মর্মকথা বুঝতে পেরেছেন জেনে আমি কৃতজ্ঞ। ডঃ এম এ আলী ভাই ও চাঁদগাজী ভাই আমাদের কাছে সম্মান প্রাপ্য এটি আমাদের দায়ীত্ব ও কর্তব্য। আপনার জন্য শুভ কামনা রইলো।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

মনিরা সুলতানা বলেছেন: বাহ! চমৎকার উৎসর্গ ।

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মনিরা সুলতানা আপা,
ডঃ এম এ আলী ভাই ব্লগে আমাদের যে ধরণের লেখা উপহার দিচ্ছেন তাতে আমরা কৃতজ্ঞ। আপনার প্রতি শুভ কামনা রইলো আপা।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১১

আরোগ্য বলেছেন: অল্প শব্দে ব্যাপক পরিধির কথন।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই আরোগ্য,
কবিতা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


গাছ কি কি দেখে, কি কি দেখে না?

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
গাছ হচ্ছে নিরব দর্শক। গাছের জীবন নিয়ে একটি পোষ্ট দিবো তাতে আমার আপনার জীবন কাহিনী উঠে আসবে আপনি মিলিয়ে নেবেন শুধু। আপনিও একজন “নাম না জানা বৃক্ষ”



১৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১

এমজেডএফ বলেছেন: বিলের ধারের নাম না জানা এই বৃক্ষগুলোর নিচে বসে রাখাল বাঁশি বাজায়, গান গায়। ভাদ্র মাসের গা জ্বালানো রোদের তাপ থেকে বাঁচতে কৃষক-মজুর এই বৃক্ষের নিচে সাময়িক বিশ্রাম নেয়। আষাঢ়-শ্রাবণ মাসের মেঘলা সকালে এখানে কৃষক বসে কৃষাণীর পাঠানো পান্তা ভাত খায়। এই বৃক্ষগুলো মানুষের ইতিহাসের দুঃখ-বেদনার নীরব সাক্ষী হয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকে।
পিচ্চি পোস্টে বড় +++

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




এমজেডএফ ভাই,
মাত্র চার লাইন কবিতার মর্মার্থ বোঝার জন্য আমি কৃতজ্ঞ। বৃক্ষ নিয়ে পোস্ট দিবো আশা করবো পাশে থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২০| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২৩

সোহানী বলেছেন: উৎসর্গে সহমত।

২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোহানী আপা,
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

২১| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

মিরোরডডল বলেছেন: চারটি লাইন অনেক কিছু বলে গেল ।
“আমি কারো নই, কেউ আমার নয়” – so true!!!!

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




MirroredDoll
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই চারটি লাইন বোঝার জন্য। এই চারটি লাইনকে মূল্যায়ন করার জন্য। এই চারটি লাইনকে পড়ার জন্য। জীবনের সত্য লিখতে MirroredDoll থিসিস লিখতে হয় না। অল্প কথায় থিসিস হয় তার স্বীকৃতি পেয়ে আমি গর্বিত। আপনি যথেষ্ট ভালো লিখেন তারপরও লিখছেন না, কারণ কি? MirroredDoll পৃথিবীর সাতশত কোটি মানুষের ব্যস্ততা ও সমস্যা আছে, তারপরও নিজেকে সময় দিতে হবে এটি আপনার কাছে একজন বড় ভাই হিসেবে আমার চাওয়া। নিজেকে সময় দিন - দেখতে দেখতে কোনদিকে বেলা চলে যাবে তখন হিসাব খাতায় দেখবেন নিজেকে কোনোদিন সময় দেওয়া হয়নি!

আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪০

মিরোরডডল বলেছেন: থ্যাংকস ফর ইউর নাইস ওয়ার্ডস ।
মনে রাখবো কথাগুলো ।

২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




MirroredDoll
আপনার পোষ্ট দেওয়া লেখাগুলো একটি একটি করে পড়া শুরু করেছি। শুভ কামনা রইলো।

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০১

মিরোরডডল বলেছেন: Here you go the new post but unfortunately cant post in front page. No idea why.

https://www.somewhereinblog.net/blog/MirroredDoll/30285085

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




MirroredDoll
আপনি ফ্রন্ট পেজ এ্যাক্সেস চেয়ে একটি মেইল করুন সামহোয়্যারইন ব্লগ টিমের কাছে। তারা আপনাকে সার্বিক সহযোগিতা করবেন। [email protected] আশা করি আপনি দ্রুত ফ্রন্ট পেজ এ্যাক্সেস পেয়ে যাবেন। অবসরে লিখুন।

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৫

মিরোরডডল বলেছেন: I'll
many thanks

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩

মিরোরডডল বলেছেন: একটু আগে যেটা পোস্ট করলাম, সময় করে পড়বেন ।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বোন আপনার লেখা পড়েছি। আমি আপনি একই পথের যাত্রী।

২৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭

ডার্ক ম্যান বলেছেন: কোন কারণে আপনি কি খুব কষ্টে আছেন ??
এই গানটি শুনুন https://www.youtube.com/watch?v=Qrx3kftSFps

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই ডার্ক ম্যান,
আবেগের দুঃখের কবিতা লিখে কি হাসি ঠাট্টা বা বিতর্ক করা যায়? পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার কোনো কষ্ট নেই। কষ্টের ওজন নেই, আর ওজন করার মতো কোনো মেশিন আজ পর্যন্ত তৈরি হয়নি। আমার আপাতত কোনো কষ্ট নেই। কষ্টের কোনো বিশেষ ঠিকানা নেই - বলা যায় না আগামী যে কোনো দিন হয়তো কষ্ট এসে আপনার বুকে ভর করতে পারে।

২৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২১

ডার্ক ম্যান বলেছেন: গত কয়েক বছর ধরে আমি যে কষ্টের মাঝে আছি তা কখনো প্রকাশযোগ্য নয়। আমার কোন অপছেন্দের মানুষকেও কর্তা যেন সেই কষ্ট কখনো না দেন । আমাকে কষ্টের ভয় দেখিয়ে লাভ নেই

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই ডার্ক ম্যান,
আপনি যে কষ্টে আছেন তা আমার জানা নেই, ডার্ক ম্যান আপনি আমার বেশ পছন্দের মানুষ আমি কেনো আপনাকে কষ্টের ভয় দেখাবো? কষ্টে আপনি আছেন আপনি জানেন কষ্টের জ্বালা। কষ্টের স্বাদ আরেক জনকে কোনোভাবে বোঝানো যায় না ভাগও দেয়া যায় না। বোঝানো গেলে বা ভাগ দেয়া গেলে আপনার / আমার কষ্ট কমে যেতো নিমিষে। সত্যি কিনা বলেন?

২৮| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

নাহিদ০৯ বলেছেন: এরকম হা হুতাশ কেন? কবিদের তো মানুষের হা হুতাশ কে ঝেড়ে ওঠার শক্তি থাকতে হবে!!

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




নাহিদ০৯ ভাই,
আগামীতে গরম গরম লুচি হালুয়া টাইপ পোষ্ট দিবো। মাঝে মাঝে দুঃখ কষ্টকে মনে করতে হবে তা না হলে দুঃখ কষ্ট তারাও যে কষ্ট পাবেন।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

রূপম রিজওয়ান বলেছেন: শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ সাহেব,আমার সালাম নেবেন। আমি ব্লগে নতুন বিধায় হয়তো আমাকে চিনবেন না।
সম্প্রতি জানতে পারলাম,আপনি এমন এক পরিবারের সদস্য যে পরিবারে চার-চারজন বীর মুক্তিযোদ্ধা আছেন/ছিলেন;যাদের একজন দেশের জন্য প্রাণ উৎসর্গও করেছেন। আমাদের দেশে কিন্তু এমন বহু পরিবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,আমরা তাদের কথা জানি না বা গণমাধ্যমে সেভাবে উঠে আসে না। আমি আপনাকে জোর অনুরোধ জানাবো,ডিসেম্বর মাসেই আপনার পরিবারের ইতিহাস এবং মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ পোস্ট দিতে। এটা খুব জরুরি।
প্রসঙ্গত,আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার নাতি,যিনি আর্মি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। আমার বাবার জন্মই হয় দেশ স্বাধীনের পরে। তবে তার বড় ভাই,মানে আমার এক চাচা মুজিববাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ছাত্রজীবন থেকেই আমার বাবার একটা আগ্রহ ছিল মুক্তিযুদ্ধের বিভিন্ন বিবরণ সংগ্রহ করার। আমাদের উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস জাতীয় তথ্যবাতায়নে তারই ইনপুট দেওয়া। যাহোক,অনেকটা এমন আগ্রহ আমারও আছে। খুব দুঃখজনক ব্যাপার যে এবার মুক্তিযুদ্ধ নিয়ে সামুতে যে কটা পোস্ট এসেছে,বোধহয় পিঁয়াজ নিয়ে তার থেকে ঢের বেশি এসেছিল গত মাসে। ইসিয়াক ভাইয়ের পোস্টে আপনাকেও খানিকটা এ বিষয়ই আক্ষেপ করতে দেখলাম গতকাল।
আমার একটা পরিকল্পনা আছে। আগামি বছরের ডিসেম্বর মাসে আমি মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশন নিয়ে ত্রিশ দিনে ত্রিশটি পোস্ট দিতে চাই। শেষ দিনে সংকলন আকারে পোস্ট দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু এটা সময়সাপেক্ষ ব্যাপার। তাই ডিসেম্বরের আগেই অন্তত ২০ টা ড্রাফট করে রাখতে হবে। এ বিষয়ে আপনার সহায়তা কামনা করছি। যখন সময় পান,এরকম কয়েকটা অপারেশনের নাম রিকমেন্ড করলে খুব উপকৃত হব।

সালাম জানবেন। ভালো থাকুন।

১২ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই রূপম রিজওয়ান,
আপনার এই উদ্যেগ সফল হোক। আর আমি যদি লেখায় আপনাকে সহযোগিতা করতে পারি আমার নিজের কাছে নিজের ভালো লাগবে। আমি মুক্তিযুদ্ধ সহ যুদ্ধ বিষয়ক পোস্টগুলো লিখবো। অনেক দেরি করে উত্তর দেওয়াতে মনে কষ্ট নেবেন না। আমি ব্যাক ড্যাটেড পোষ্টে মন্তব্য খোঁজ করতে গিয়ে আজ চোখ পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.