নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

save water

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩




is it possible for lifetime wait?
for drop of a drinking water?
for end of the life?
for end of the last breath?


request to all, please save water for save life.


উপসংহার: - আমাদের দেশে পানি অপচয় হয় না। যা হয় তাকে বলতে হবে পানি নষ্ট করা। আমার মনে হয়না পৃথিবীর আর কোনো দেশে এভাবে পানি নষ্ট হয়। আমার জানা নেই পৃথিবীর আর কোনো দেশে মানুষ এভাবে পানি নষ্ট করে। এভাবে পানি নষ্ট করা গুরুতর অন্যায়। এই দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব আমদানি নির্ভর। কিন্তু পানীয় পানির অভাব কিভাবে পূরণ হবে তা আসলেই ভাবনার বিষয়। পানীয় পানির জন্য দেশে যথাযথ ব্যবস্থা ও সচেতনা গড়ে তোলা জরুরী, না হলে এই দেশে ভবিষ্যত ভয়াবহ সময় অপেক্ষা করছে, এই ধরণের ভয়ঙ্কর সময় মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের কখনো হবে না। তাই জরুরী সচেতনতা ও দ্রুত পদক্ষেপ।


কৃতজ্ঞতা স্বীকার: - সামহো্য়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।
ছবি: গুগল সার্চ ইঞ্জিন





মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: সেভ ওয়াটার ড্রিংক বিয়ার :D B-) :)

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




save water drink beer its a very good slogan since 40 years as i know, or maybe more - -

after the log time, welcome back

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: পানির অভাব নেই আমাদের।
কিন্তু তার আগে গ্যাস নিয়ে চিন্তা করতে হবে।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




without gas, lng or lpg we can move our life, yes possible. but without drinking water how is it possible to moving a single day?

৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ভাইয়া, আপনি কি ছিলেন এতদিন। আপনার কোনো সাড়া শব্দ নেই। আপনি সুস্থ্য আছেন তো ?

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




dear sister,
currently i am outside of bangladesh, i have laptop with me but sorry i couldn’t bring my keyboard with me for write bangla my native language and that’s why i cannot write a post or comment too.

my life is food for work, and that the reason that sometimes I am elope from blog. once upon a soldier are always soldier – there is no doubt that health always fit for the battlefield.

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: কারেকশন: ভাইয়া, আপনি কি ছিলেন এতদিন < ভাইয়া, আপনি কই ছিলেন এতদিন।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




i am absent in the blog for the reason is currently i am outside of bangladesh. 30th january i will be in my home, thank you

৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনার অসুবিধাটা বুঝতে পেরেছি। আমার কী- বোর্ড বাংলা সাপোর্ট করেনা। আমি গুগল অনলাইনে বাংলা লিখি। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। 'বাংলা টাইপিং অনলাইন গুগল ' লিখে ওখান থেকে লিখার চেষ্টা করতে পারেন। আপনার জন্য শুভকামনা।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন শুভ্রনীল শুভ্রা,
ধন্যবাদ আপনাকে, আমি গুগল অনলাইন থেকে লিখতে পারছি
আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
তাইতো বলি নিরব কেন কবি। আগে বলেন কেমন আছেন । পানি রক্ষা করা ভিষন প্রয়োজন। পৃথিবীর সমস্ত পানির মধ্যে
মাত্র ০.০১ ভাগ ফ্রেস ওয়াটার ।অথচ ফ্রেস পানির চাহিদা দিন দিন বাড়ছে । অচীরেই ফ্রেস পানির জন্য দুনিয়া জুরে হাহাকার শুরু হয়ে যাবে ।
Saline water in oceans, seas and saline groundwater make up about 97% of all the water on Earth. Only 2.5–2.75% is fresh water, including 1.75–2% frozen in glaciers, ice and snow, 0.5–0.75% as fresh groundwater and soil moisture, and less than 0.01% of it as surface water in lakes, swamps and rivers।

কামনা করি আনন্দময় হোক আপনার বিদেশ ভ্রমন ।

শুভেচ্ছা রইল

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ডঃ এম এ আলী ভাই,
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। ডঃ এম এ আলী ভাই, আমাদের দেশে পানি অপচয় হয় না। যা হয় তাকে বলতে হবে পানি নষ্ট করা। বেলা বেলা তো বয়ষ কম হয়নি এখন শেষ বেলা চলছে। আমার মনে হয়না পৃথিবীর আর কোনো দেশে এভাবে পানি নষ্ট হয়, আমার জানা নেই পৃথিবীর আর কোনো দেশে মানুষ এভাবে পানি নষ্ট করে কিনা? এভাবে পানি নষ্ট করা গুরুতর অন্যায়।

এই দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব আমদানি নির্ভর। কিন্তু পানীয় পানির অভাব কিভাবে পূরণ হবে তা আসলেই ভাবনার বিষয়। আমি ৩০ তারিখ দেশে ফিরবো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।


৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৯

একাল-সেকাল বলেছেন:
আমি Avro Keyboard ব্যবহার করি, ফোনেটিক বাংলা লিখতে কোন সমস্যা হচ্ছেনা। I'm happy to using Avro !

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই একাল-সেকাল,
পানীয় পানি ও স্বাদুপানি সমস্যা। যাইহোক, বাংলা লিখতে পারছি, গুগল দিয়ে খুব সহজে বাংলা টাইপ করা যায়। আপনার তথ্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

একাল-সেকাল বলেছেন:
একজন বাংলাভাষী স্বচ্ছন্দে বাংলা লিখতে পারছেন, এটা নিশ্চয়ই খুশির সংবাদ।

কয়েক বছর আগে বিশ্ব ব্যাঙ্ক বলেছে, তেল নিয়ে বিঙ্ক শতকে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে, এখনও হচ্ছে। একবিঙ্ক শতকে যুদ্ধ বাঁধতে পারে পানি নিয়ে, যদি না এখন থেকে এই পানি সংরক্ষণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা না যায়। পানি কে ‘নেক্সট ওয়েল’ বা ভবিষ্যতের তেল হিসাবে আখ্যায়িত করে কেউ কেউ বলেছেন, পানি দখলে রাখা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এখনই এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শক্তিধর রাষ্ট্রগুলো প্রচ্ছন্নভাবে হলে ও ওয়াটার পলিটিক্সে জড়িয়ে পড়েছে।
ভারত পানি নিয়ে বাংলাদেশের সাথে যা করছে তাই হতে পারে প্রকৃষ্ট উদাহরন।

উন্নত বিশ্বে এক বোতল বিয়ারের চেয়ে এক বোতল পানির দাম অনেক বেশি।অনেকে পানির তেষ্টা বিয়ার দিয়ে মিটায়।
সৌদি তেল বেঁচে পানি কিনে।
এই গ্রহের তিনভাগ জল থাকার পর ও দিন দিন পানি সংকট তীব্র হচ্ছে । এটা মনুষ্যসৃষ্ট সংকট। প্রকৃতি দেয়, আমরাই আরাম আয়েশের জন্য প্রকৃতির দান নষ্ট করে ফেলি।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই একাল-সেকাল,
আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন ঢাকা সহ সমগ্র দেশের জেলা শহর এমনকি গ্রামেও সকাল বিকাল সড়ক ভেজা থাকে, ভিজে একসময় কাঁদায় সয়লাব হয়ে পরে। কি বর্ষা আর কি শীত! এসবই হচ্ছে পানী অপচয় বা পানী নষ্ট করার অন্যতম কারণ।

সারা বিশ্বে পানি সঙ্কট দেখা দেবে তবে এর শুরুটা হবে আমাদের মতো তৃতীয় বিশ্ব থেকে কারণ এই তৃতীয় বিশ্বের মানুষের মাঝে বিলাসিতা বৈষম্য কাজ করে সবচেয়ে বেশী আর সে জন্যই সব কিছুতেই এই দেশের মানুষ অপচয় অপব্যয় করতে পছন্দ করেন। এই দেশের মানুষের মনে একটি ব্যাপার স্থায়ী হয়ে বসে গেছে তা হচ্ছে “অপচয় আর অপব্যয় হচ্ছে বিলাসিতা ও অর্থ বিত্তের পরিচয়”।

আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্য রাখার জন্য।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশেও ভিন্ন ডিভাইসে গুগল দিয়ে বাংলা লেখা।
একটা ভাল জিনিস জানা হলো। নীল ও আপনি কে ধন্যবাদ।

ফ্রেস ওয়াটার সংকট নিয়ে ভাল বলছেন
ফ্রেস পানির চাহিদা মুল্য দিন দিন বাড়ছে।
বৃষ্টিরফ্রেস ওয়াটার ।অথচ ফ্রেস পানির চাহিদা দিন দিন বাড়ছে ফ্রেস ওয়াটার।
বৃষ্টির পানি ধরে রাখা একটি ভাল সমাধান। বৃষ্টির পানি খুব ফ্রেস, আমি এক সময় চা বানিয়ে খেতাম।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাসান কালবৈশাখী ভাই,
দেরিতে হলেও আমরা প্রাতিষ্ঠানিক ভাবে পানি নিয়ে সচতেনতার কাজ শুরু করেছি।

প্রসঙ্গে আসা যাক, এক সময়ে আমরা বৃষ্টির পানি দিয়ে চা সহ ভাত তরকারি রান্নার কাজও করেছি। বর্তমানে বাংলাদেশে বৃষ্টির পানিও পানযোগ্য নয় কারণ বৃষ্টি পানিতে হেন কেমিক্যাল নেই যা অবর্তমান! আর এর জন্য দায়ী হাজার হাজার ব্রিকফিল্ড, মেয়াদোত্তীর্ণ গাড়ি, ঔষধ ও কেমিক্যাল কারখানা, বর্জ্য ব্যবস্থাপণা সহ আরো লক্ষ কোটি কারণ।

আপনি দেশের বাইরে আছেন দেখছেন নিয়মিত। এই দেশের মানুষের মতো স্বাদুপানি অপচয়, অপব্যয় ও পানি নষ্ট করা
সারা বিশ্বের জন্য নজিরবিহীন ঘটনা।

১০| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৪

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ ,





সচেতনামূলক পোস্ট।

একথা সত্য, আমরা পানি নষ্ট করি। হয়তো হাতের কাছেই অফুরান পানির ভান্ডার আছে মনে করে এমনটা করি কিন্তু একদিন যে এই পানির জন্যে কাঁদতে হবে সেটা মাথায় ঢোকেনা।

সামনে দিন আসছে, পানির জন্যে দেশে দেশে হানাহানি শুরু হবে। এ নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার হুশিয়ারীও আছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহমেদ জী এস ভাই,
পানি নষ্ট করার দিকে আমাদের অসচেতনতা আমাদের সর্বোচ্চ বিপদ ডেকে আনবে। আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি নির্ভর। পানীয় পানি ও স্বাদুপানি কিভাবে আমদানি হবে - ততোদিনে দেশের জনসংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যাবে বা তারও বেশী।

দেশে যে হারে পানি নষ্ট হচ্ছে সে হারে দেশের অ্ভ্যন্তরে স্য্যলাই্ন ওয়াটার প্রবেশ করছে - এটি শুধু হুশিয়ারী নয় ভয়ঙ্কর বিপদ ও বটে - প্রশ্ন হচ্ছে এই ধরনের বিপদ মোকাবেলা করার পর্যাপ্ত শক্তি অর্থ আমাদের কি আছে? আগামীতে এটি নিয়ে বিস্তারিত লিখবো আশা রেখে আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন।


১১| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
বৃষ্টির পানিও পানযোগ্য নয় কারণ বৃষ্টি পানিতে হেন কেমিক্যাল নেই যা অবর্তমান!

সেটা ঠিক আছে।
কিন্তু আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়। প্রবল বৃষ্টিপাতে ঘন্টাখানেক পর থেকে সংগ্রহ করলে সমস্যা হওয়ার কথা না।
প্রতিটি ফ্লাটে্র ছাদে ঢালু টিনশেড, নীচে আলাদা একটি বিশাল রিজারভয়ার দুই ঘন্টা বৃষ্টিতে ভরে ফেলা সম্ভব।

২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:




হাসান কালবৈশাখী ভাই,
বিশ্বে আবহাওয়ার যে বিপর্যয় শুরু হয়েছে তা বিজ্ঞানীরা সরাসরি সব তথ্য প্রকাশ করেন না, গোপন করে যান, কারণ এসব তথ্য প্রকাশ হলে মারপিট লেগে যাবে - হাহাকার শুরু হয়ে যাবে।

১২| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: অতীব গুরুত্বপূর্ণ বিষয় ।

২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
আমরা এমন সব বিসয় নিয়ে চিন্তা করি যা বাস্তব করা সম্ভব না। কিন্তু পানির ব্যাপারে সচেতন হওয়া সম্ভব। এই বিষয়ে সচেতনতা জরুরী।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ডিপ থেকে তুলতে তুলতে মাটির স্তরের খুব ক্ষতি হচ্ছে। পানির ব্যপারে অবশ্যই সচেতন হতে হবে। আমার স্ত্রী একটু অসচেতন এ ব্যপারে। তাকে সতর্ক করলেই বলে, তুমি একা কীভাবে পানি রক্ষা করবে?

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই বিচার মানি তালগাছ আমার,
আমরা সবাই অসচেতন। সবাই এমন করেই ভাবি যে আমি একা মিতব্যয়ী হয়ে কি করবো? কিন্তু সত্য হচ্ছে “ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল. গড়ে তোলে মহাদেশ, সাগর অতল”।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪২

মিরোরডডল বলেছেন: পানির অপর নাম জীবন

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




অবস্যই। পানি ছাড়া আমাদের জীব জগত অচল। পানিকে অবমূল্যায়ন করে করে পানিও একদিন আমাদের অবমূল্যায়ন করবে - সেদিন আর কোনো উপায় থাকবে না।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার মনের কথা ভাইয়া। এ নিয়ে অনেক হাউকাউ করি। বাসায় অফিসে ।মানুষ যেভাবে অপচয় করে বাপরে দেখলে অবাক হই :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোনরে, এভাবে খাবার/স্বাদু পানি নষ্ট করার মতো অদ্ভুত প্রাণী পৃথিবীতে একমাত্র বাংলাদেশে আছে। বাড়িওয়ালারা ঢাকার বাসাবাড়িতে পানি উঠাতে উঠাতে ষ্ট্রোক করে মারা যাচ্ছেন। সামান্য মুখ ধুতে দাঁত ব্রাশ করতে কারো কারো ১০ লিটার পানিতেও হয় না! - বেসিনে ট্যাপ ছেড়ে দাঁত ব্রাশ করেন প্রতিদিন।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৮

সোহানী বলেছেন: ওয়াটার ওয়াটার ইভরিহোয়ার..........

ভাই, ভালো টপিক্স নিয়ে লিখেছে। কিন্তু আমারতো মনে হয় দেশে প্রয়োজনীয় পানিই নেই, সেখানে অপচয় হবে কোথ্থেকে!!!!! যা ও কিছু আছে তাকে কোনভাবেই খাওয়ার উপযোগী পানি বলা যাবে না। মনে পড়ে ঢাকায় কলে ছাকনি লাগাতাম। তারপর ক'দিন পর পরই ছাকনিতে পোকা পাওয়া যেতো। আর ময়লা বা অন্য কিছুর কথা না্ বা বল্লাম।

পানি যারা অপচয় করার ক্ষমতা রাখে তারা মনে হয় সবকিছু করার ক্ষমতা রাখে অন্তত ঢাকায় :-B

০৩ রা মার্চ, ২০২০ সকাল ৭:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সমগ্র বিশ্বে পানি অপচয়কারীর শির্ষে হবে বাংলাদেশী জাতি। পানিই নেই যা আছে তাই নষ্ট করছে এই জাতি। বাংলাদেশে সবচেয়ে ষ্টুপিড হচ্ছে মধ্যবিত্ত ক্যাটাগরির লোকজন এরা সবচেয়ে বেশী অপচয় করে।

১৭| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৮

নীল আকাশ বলেছেন: সব বাদ দিন, বাসার কাজের বুয়ারা কাপড় ধুবার সময় যে পরিমান পানি নষ্ট করে সেটা দেখলেই বুঝা যায় কতটা পানি এইদেশে অপচয় হয়।
আপনি জানেন, অযু করার জন্য পানির পরিমান নির্দিষ্ট করে দেয়া আছে। এর বেশ অপচয় করতে মানা করা আছে?
জনগুরুত্বপূর্ণ পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.