নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিজয় বাংলাদেশ - ছবি ব্লগ

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩০



বিজয়ের গান
সব কটা জানালা
----------------------------------------------------------------------
সব কটা জানালা খুলে দাও না,
আমি গাইবো গাইবো বিজয়ের-ই গান
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।
----------------------------------------------------------------------
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
----------------------------------------------------------------------

বিজয়ের মাস ডিসেম্বর। এটি আমার ব্লগিং জীবনের প্রথম ছবি ব্লগ, বাংলাদেশের মানচিত্র সম্বলিত ছবিগুলো রাত জেগে ফটোশপে তৈরি করা, একটিও কপিরাইটকৃত নয়, আমার নিজের তৈরি এবং আমার স্বাক্ষর বিহীন। তাই যে কেউ চাইলেই উক্ত পোস্টের যে কোনো ছবি অথবা সবগুলো ছবি সংগ্রহ করতে পারেন, যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন। তাতে আমার কোনো আপত্তি থাকবে না বরং আমি খুশিই হবো, মনে করবো আমার রাত জাগা পরিশ্রম সার্থক হয়েছে। ছবির সাইজ ৮২০ X ৩১২ পিক্সেল অর্থাৎ পারসোনাল ফেসবুক, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের কভার ছবির সাইজ করা।

আত্মকথা: ১৯৭১ আমার নিজ চোখে দেখা। আশা করছি এই বিজয়ের মাসে - ১৯৭১ এর স্মৃতি থেকে বেশ কিছু লেখা আপনাদের উপহার দিতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।









































মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটা পোস্ট।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা জানবেন।

২| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: বাহ! খুব ভালো।



শুভ সকাল প্রিয় মাহমুদ ভাই।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইসিয়াক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ সকাল।


৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালের ১৬ই আগষ্ট কখন, কোথায়, কিভাবে বিজয়ের কথা শুনলেন?

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৬ই ডিসেম্বর লিখতে গিয়ে সম্ভবত ১৬ই অগাস্ট লিখেছেন।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ পরিশ্রমলব্দ পোষ্ট ।
বিজয়ের মাসের এ উশালগ্নে বিজয়মাখা ছবিগুলি খুব সুন্দর হয়েছে ।
প্রিয় বিজয়গাথা সম্বলিত পোষ্টটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপাদ থাকুন।


৫| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



১৯৭১ সালের *১৬ই ডিসেম্বর কখন, কোথায়, কিভাবে বিজয়ের কথা শুনলেন?

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি ব্লগে কিছু কিছু লিখবো, ততোটুকুই লিখবো যতোটুক লেখা রাষ্ট্রের বৈপরিত্য ভূমিকা রাখে না। লিংকের লেখা আমার না, প্রথম আলো পত্রিকার - আশা করি পড়ে নিবেন।

১৬ ডিসেম্বর আত্মসমর্পণ, ১৯ ডিসেম্বর অস্ত্রসমর্পণ - ১৬ ডিসেম্বর ২০১৫, ০২:৫৪ দৈনিক প্রথম আলো। লিংক কাজ করছেনা। তাই লিংক দেয়া গেলো না। তারিখ অনুযায়ী নিউজটি পড়ে নিতে হবে। অথবা গুগলে “১৬ ডিসেম্বর আত্মসমর্পণ, ১৯ ডিসেম্বর অস্ত্রসমর্পণ” লিখে সার্চ দিলে লেখাটি পেয়ে যাবেন।

৬| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: সবগুলো ছবিই সুন্দর !
আপনার রাত জাগা সার্থক।
বিজয়ের শুভেচ্ছা!

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



পোস্টে লাইক দিয়ে এই ছবিগুলোর যে মূল্যায়ন করেছেন - আমি কৃতজ্ঞ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।

৭| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ ক্রিয়েটিভিটি, অসাধারণ দেশপ্রেম।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে

আপনার ফেসবুক আইডি লিংক দিয়েন

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন নিরাপাদ থাকুন।

৯| ০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৮

রামিসা রোজা বলেছেন:

অসম্ভব সুন্দর একটা ছবি ব্লগ দেয়ার জন্য অনেক
ধন্যবাদ আপনাকে।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন নিরাপাদ থাকুন।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করলে আপনি প্রতি সপ্তাহে কমপক্ষে একটা করে ছবি ব্লগ দিতে পারেন।

বিজয়ের মাসে আপনাকে বিজয়ের শুভেচ্ছা।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




একটি পোস্ট দিতে অনেক শ্রম ব্যায় করতে হয়। আপনি পোস্ট লিখেন আশা করি আপনি আমার চেয়ে ভালো জানেন। বিজয় মানে আমার কাছে শোকের মাস। পিতা মাতা সন্তানের পথ চেয়ে পথ পানে তাকিয়ে থাকার মাস। এখানে আনন্দ করার কিছু নেইরে ভাই।

১১| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: একটি ফুলকে ...... যুদ্ধ করি। (গান )

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




গানটি অত্যন্ত প্রেরণাদায়ক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটি পোস্ট দিতে অনেক শ্রম ব্যায় করতে হয়। আপনি পোস্ট লিখেন আশা করি আপনি আমার চেয়ে ভালো জানেন। বিজয় মানে আমার কাছে শোকের মাস। পিতা মাতা সন্তানের পথ চেয়ে পথ পানে তাকিয়ে থাকার মাস। এখানে আনন্দ করার কিছু নেইরে ভাই।

পোষ্ট দিতে আমার কোনো সমস্যা নাই। সামু আমাকে অনুমতি দিলে প্রতিদিন ১০ টা পোষ্টও দিতে রাজী আছি। কপি পেস্ট পোষ্ট না। নিজের লেখা পোষ্ট।

নয় মাসের মধ্যে ডিসেম্বরে বিজয় এসেছে। কাজেই এমাসে বিজয়ের আনন্দ করা যেতে পারে।
আমার ব্লগ জীবন শুধু হয় বিজয় দিবসের একটা কবিতার মধ্য দিয়ে।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগার নুরুল ইসলাম আপনার সম্পর্কে জানতে পেরেছেন খুব সহজে আপনি অনেক মন্তব্যে উল্লেখ করেছেন আপনার গ্রামের বাড়ির কথা, আর কোলকাতার বিষয়ে আগে কোথাও লিখেছেন কি না আমার সঠিক মনে নেই। হয়তো লিখে থাকবেন যে কারণে তিনি জানেন। সবচেয়ে ভালো হয় আপনি ব্লগার নুরুল ইসলাম সাহেবেরে কাছে জানতে চাওয়া। - সহজ সমাধান।

আপনার পোস্ট আমি নিয়মিত পড়ি, হয়তো সবগুলোতে মন্তব্য করতে পারিনা - আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু পোস্টগুলো আমি পড়ি। ভয়ের পোস্টগুলোতে আপনাকে আরও কিছু ভয় দেখাতে চেষ্টা করি।

ঢাকা সিএমএম কোর্টের সামনে কাঠের হাতুড়ি দিয়ে বরফ পিটিয়ে টক মিষ্টি দই দিয়ে লাচ্ছি শরবত করে বিক্রি করতো আপনি খেয়েছেন কিনা আমার সঠিক জানা নেই, সময়কাল: ১৯৯৬ - ১৯৯৯। বাংলাদেশে এতো মজাদার লাচ্ছি কোথাও আমি খাইনি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার মত নতুন প্রজন্মের সামনে স্বচক্ষে দেখা একাত্তরকে তুলে ধরার সেই পোস্টের অপেক্ষায়।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার দেখা একাত্তর আসলে আমার ব্যক্তি জীবনের ঘটনা এর সাথে দেশের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনি লেখাগুলো পড়বেন বলে আশা করেছেন আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি আপনি নিরাশ হবেন না। এতোটা কষ্ট করেছি যে এখন নিজের কাছেই মনে হয় এগুলো দুঃস্বপ্ন হলে ভালো হতো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।




১৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৬

মোগল সম্রাট বলেছেন: বিকৃত ইতিহাস না হয়ে যায় খিয়াল রাইখেন? এ পরযন্ত যতগুলা বাংলাদেশের ইতিহাসের বই পড়লাাম এক ৭ই মার্চের ভাসন/আর ১৫ আগষ্টের বঙ্গবন্ধুকে হত্যার ইতিহাস ছাড়া আর কোথাও কোন মিল পাওয়া যায়না । যে যার মতো লিখছে।

ভালোবাসা নিরন্তর

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি সঠিক বলেছেন - কোলকাতা বসে বসে গল্প কাহিনী লিখলে যা হয় আরকি। রাজনৈতিক তৈলাক্তকরণে অনেকেই ইতিহাস বিকৃত করেছেন। আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই তাছাড়া আমার লেখাগুলো আমার পারিবারিক ও আমার নিজের জীবনের তাই এখানে ইতিহাস বিকৃত হওয়ার কোনো ব্যবস্থা নেই।

মুক্তিযোদ্ধার চিঠি - সৈয়দ আতিকুল হোসেন ঠাকুর আপনি আমার এই লেখাটি পড়ে দেখতে পারেন।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। নিজ চোখে দেখা ঘটনা জানান দেন। যাতে পরবর্তীতে ইতিহাস বিকৃতি না হয়।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার দেখা একাত্তর আসলে আমার ব্যক্তি জীবনের ঘটনা এর সাথে দেশের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনি লেখাগুলো পড়বেন বলে আশা করেছেন আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি আপনি নিরাশ হবেন না। এতোটা কষ্ট করেছি যে এখন নিজের কাছেই মনে হয় এগুলো দুঃস্বপ্ন হলে ভালো হতো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

ফয়সাল রকি বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ফয়সাল রকি ভাই, আপনাকে ব্লগে পেয়ে সত্যি সত্যি ভালো লাগছে। শুভ কামনা রইলো।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




রাত জেগে করা আপনার এই লালসবুজের পালা যেন স্বদেশ প্রেমের এক জ্বলন্ত সঙ্গীতালেখ্য। বুকের মাঝে ৭১ এর সময়কালের ধিকিধিকি জ্বলতে থাকা আগুন লাল রং হয়ে এসেছে আর সবুজ এসেছে হৃদয়ে থাকা একটি শ্যামল-সবুজ দেশের রং নিয়ে।

সুণ্দর ছবিব্লগ। প্রথম ছবি ব্লগ হলেও উৎরে গেছে চমৎকার ভাবে।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আহমেদ জী এস ভাই,
আমার সৌভাগ্য আমার প্রতিটি পোস্টে আপনাকে পাই, আমি ব্যক্তিগভাবে আপনার কাছে ঋণী ও কৃতজ্ঞ। শুধু তাই নয় আমার লেখা পোস্টগুলো আপনি খুব মন দিয়ে পড়েন - আমি আবারও কৃতজ্ঞতার ঋণ স্বীকার করছি।

আপনার জন্য শুভ কামনা রইলো ভাই। পরম করুণাময় আল্লাহপাক আপনাকে নেক হায়াত দান করুন।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৬

আখেনাটেন বলেছেন: চমৎকার।

সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। আপনার পোস্ট পড়ে বেশ কবার শুনলাম গানটি আবার।

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের শিল্পীরা আমাদের বেশ কিছু গান উপহার দিয়েছেন সমগ্র জাতি এই শিল্পীদের কাছে ঋণী। কিন্তু আমাদের শিল্পী সমাজ সেই ঋণ স্বীকার ও মূল্যায়ন কখনো বুঝতে পারেন নি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৭

সোহানী বলেছেন: কালার কম্বিনেশানটা খুব ভালো লাগছে। আমার প্রিয় একটি গান। আর আহমেদ ইমতিয়াজ বুলবুল মানে অনন্য কেউ একজন।

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার রাত জাগা সার্থক।
আমাদের শিল্পীরা আমাদের বেশ কিছু গান উপহার দিয়েছেন সমগ্র জাতি এই শিল্পীদের কাছে ঋণী। কিন্তু আমাদের শিল্পী সমাজ সেই ঋণ স্বীকার ও মূল্যায়ন কখনো বুঝতে পারেন নি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২০| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয়ের শুভেচ্ছা বিজয়ের মাসের শুরুতেই ....

লাল সবুজ, স্বপ্ন সূর্য উদয়, মধ্যাকশে জ্বলজ্বল, অস্ত.. সবুজ লাল
সময়ের ক্রম... স্বপ্নের? বাস্তবতার...
মাউস চেপে রেখে সাইপ বারে দ্রুত স্ক্রল করে খুঁজলাম- মনের গহন মেসেজ
যা ফোটাতে চেয়েছেন ছবিগুলোতে ...

+++

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সবুজের দেশ হয়েছে লাল সবুজের দেশ আর লাল সবুজের দেশ অসংখ্যবার লাল হয়েছে এই দায়ভার কে নেবে? সমস্ত লোভ লালসা ঘৃণা হিংসা রাজনীতি অপরাজনীতি ভূলনীতি কুনীতি দূর্নীতি লোপ পাক, দেশে শান্তি ফিরে আসুক। আমরা শান্তিতে বেঁচে থাকতে চাই আমরা শান্তিতে মরতে চাই।

শুভ কামনা জানবেন।

২১| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো কাজ হয়েছে স্যার।

০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



মরুভূমির জলদস্যু ভাই, আপনাকে মজাদার একটি তথ্য দি, আমার পূর্ব পুরুষ জলদস্যু ছিলেন, ইংরেজ শাসনামলে তিতাস মেঘনা গোমতী নদীতে ইংরেজ লঞ্চে ডাকাতি করেছেন।

প্লিজ, আমি আপনাদের সাথে ব্লগিং করি আমি আপনাদের মতোই একজন, আমাকে স্যার বলতে হবে না। সার্ভিস লাইফে এক দলকে আমি স্যার বলেছি আরেক দল আমাকে স্যার বলেছেন। ব্লগে আমরা কেউ সার্ভিস করছি না, এখানে আমরা সবাই সিভিলিয়ান সবাই ভাই ভাই। আমাকে ভাই বলবেন দাদা বলবেন আমি অনেক অনেক খুশি হবো ভাই।

আপনার জন্য শুভ কামনা রইলো। আপনার ছবি ব্লগ খুবই চমৎকার। +++



২২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবিগুলো সঙ্গে একাত্তরের স্মৃতি মিলিয়ে দারুণ একটা ঝলমলে পোস্ট।++ বিজয়ের মাসে আপনার রাতজাগার সৌজন্যে রইল মম অন্তরের শ্রদ্ধাঞ্জলি।
বিদ্রোহী ভৃগু ভাইয়ের কমেন্টটি খুব ভালো লেগেছে।+
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ঠাকুরমাহমুদ ভাইকে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




পদাতিক চৌধুরি ভাই,
আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার মন্তব্য উত্তর দিতে দেড়ি হয়েছে। আমি কিছু কাজে ঢাকার বাইরে ছিলাম, আর ল্যাপটপে বা সেলফোনে আমি ব্লগে লেখালেখি করতে পারি না। ছবিগুলো তৈরি করতে সত্যি সত্যি কষ্ট হয়েছে তবে এখন আর কষ্ট মনে হচ্ছে না কারণ আপনাদের মন্তব্য পেয়ে কষ্ট দুর হয়ে গেছে।

আপনার জন্যও শুভেচ্ছা রইলো।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই,
আপনি ব্লগার [রহমান লতিফ ভাইয়ের খোঁজ জানতে চেয়েছিলেন। উনি ভালো আছেন। একটু ব্যস্ত আছেন,ব্যস্ততা কমলে উনি আবার আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ।

দোয়া রইলো।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



ফি আমানিল্লাহ।






১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইসিয়াক ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো।

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

ঢুকিচেপা বলেছেন: বিজয় দিবস উপলক্ষে আপনার গ্রাফিক্স কর্ম দারুণ হয়েছে। এ বিষয়েও যে আপনার হাত আছে জেনে গেলাম।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অনেক অনেক ধন্যবাদ সহ শুভ কামনা রইলো।

২৫| ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছবি ব্লগ!
অনেক পাঠকই উপরে মন্তব্য করেছেন, আপনার রাত জাগা সার্থক হয়েছে। আমিও তাদের সাথে একমত।
আর সাবিনা ইয়াসমিনের গাওয়া ঐ গানটা তো সত্যিই তুলনাহীন!
পোস্টে ত্রয়োদশতম ভাললাগা রেখে গেলাম। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.