নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বরাবরঃ কবিতার যাদুকর প্রিয় সেলিম আনোয়ার ভাই

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৬



কবিতার যাদুকর প্রিয় সেলিম আনোয়ার ভাই,
আমার সালাম নেবেন। আশা করি আপনি যেখানে আছেন ভালো আছেন, হয়তো কাজকর্ম নিয়ে খানিকটা ব্যস্ত আছেন, হয়তো সময় সংকুলান হচ্ছেনা, হয়তো হতে পারে অনেক কিছুই। কিন্তু সেই কিছুটা যেনো অবশ্যই ভালো কিছু হয় আর তাই কামনা করছি আপনি অবশ্যই অবশ্যই ভালো থাকুন। আমরা সকল ব্লগবাসীও মোটামোটি ভালোই আছি। ব্লগ আগের মতোই আছে, কিছুটা ধির কিছুটা স্থির। ব্লগ তেমন আর জমে উঠছে না, হয়তো জমে উঠার মানুষগুলো নেই, হয়তো জমে উঠার জন্য পর্যাপ্ত পরিমান পোস্ট নেই। তারপরও ব্লগ আগের মতোই আছে শুধু যাদের পাচ্ছি না তাদের মধ্য অন্যতম আপনি কবিতার যাদুকর।

এখন শীত চলে যাচ্ছে তবুও কুয়াশাভরা ভোর আছে। শীতের পিঠাও আছে। গরম গরম ভাপ উঠা ভাতও আছে। আছে শীতের আমেজও। শুধু সেলিম আনোয়ারের কবিতা নেই। সেলিম আনোয়ারের কথামালাও নেই। ব্লগারদের পোস্টে সেলিম আনোয়ারের মন্তব্যও নেই।

আমি প্রতি সপ্তাহে একবার রুটিন করে আপনার ব্লগে এসে খোঁজ করছি। আপনার ডোল্লির বিলে আমি রঙিন সুতোয় ভরা নাটাই আর রঙিন ঘুড্ডি নিয়ে আসবো ভাবছি। আপনার সাথে টমেটো বেগুন পুড়ে ভাত রান্না করে বিলের কোনো শীতল গাছেয় ছায়ায় বসে খাবো। শুধু আপনাকে বড় প্রয়োজন।

ইতি,


ঠাকুরমাহমুদ
৬ই ফেব্রুয়ারী, ২০২১ ইং
ঢাকা থেকে।



বিশেষ দ্রষ্টব্য: কবিতার যাদুকর ব্লগার সেলিম আনোয়ার ভালো আছেন। তিনি ১৩ই ফেব্রুয়ারী ২০২১ ইং ব্লগে একটি পোস্ট দিয়েছেন। ব্লগে দীর্ঘদিন তার অনুপস্থিতিতে এই চিঠি লেখা হয়েছিলো, নানান ঝামেলায় আর পোস্ট করা হয়নি।

কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ।
ছবি: পোস্টকার্ড। সময় জুন, ১৯৭৬। বাংলাদেশ পোস্টাল সার্ভিস।









মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয় ঠাকুরমাহমুদ ভাই। সব মতবিরোধ ভুলে সব বগ্লার একে অপরের খোজ নেওয়া অত্যন্ত দরকার। তাহলে একে অপরের সুখে দুঃখে খোজ পাওয়া যবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




নেওয়াজ আলি ভাই, অনুপস্থিত ও হারিয়ে যাওয়া ব্লগারদের আমি সব সময় যথাসম্ভব খোঁজ করার চেষ্টা করি। আপনি কেমন আছেন? শীতে কোথাও বেড়াতে গিয়েছিলেন কি? আমি শনিবার ভোরে বাড়িতে যাবো ফিরবো খুব সম্ভব সোমবার। আমার জন্য দোয়া করবেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেকদিন পর পোষ্ট কার্ডে চিঠি লেখা দেখা লাম।পোস্ট কার্ডে বলেই সংক্ষিপ্ত , ইনকিলাবে হলে চিঠি আরো বড় হতো,নানান খবর বিস্তারিত থাকতো।পয়সা বাঁচাতে গিয়ে আমাদের বঞ্চিত করলেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



মাত্র ১৫ পয়সা! ১৫ পয়সাতে আমাদের চিঠি চলে যেতো দেশের এক কোন থেকে আরেক কোনে। আমরা অপেক্ষা করতাম ফেরত চিঠি কবে পাবো? সেই অপেক্ষা একদিন ফুরিয়ে ফেরত চিঠি হাতে এসে যখন পৌছাতো তখন মনের খুশি ধরে রাখার মতো শক্তি পৃথিবীতে ছিলো না।

আপনি সঠিক পোস্টকার্ড বলেই সংক্ষিপ্ত চিঠি। আপনার কি মনে আছে ১০ পয়সা ২০ পয়সার তখনকার দিনে দাম কতো ছিলো?

আমি আপনার জন্য পুরো খামের চিটি লেখার ব্যবস্থা করছি।


৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



উনার বিরহের অবসান হয়েছে, মনে হয়।

কবি 'বিদ্রোহী ভৃগু'র খোঁজও নিয়ে দেখতে পারেন, কোথায় গেলেন; আমি উনাকে পছন্দ করি, কিন্তু উনার কবিতা পছন্দ করি না; তাই, খোঁজ করার জন্য পোষ্ট টোষ্ট দিচ্ছি না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি ব্লগারদের পছন্দ করেন এটি ব্লগার’রা বুঝতে পারেন না। বিদ্রোহী ভৃগু ভাই সহ বেশ কয়েকজন ব্লগার অনিয়মিত বা অনুপস্থিত আছেন আমি সবার নামে একটি নিখোঁজ সংবাদ দিয়ে পোস্ট লিখবো। এমজেডএফ ও সুপারডুপার নামে ব্লগার ছিলেন তারা বেশ ভালো লিখতেন। করোনাকালে ব্লগ থেকে নিখোঁজ হয়েছেন আর ব্লগে পাচ্ছি না।

সেলিম আনোয়ার একজন শক্তিশালী ব্লগার। ব্লগে তাঁকে সত্যি সত্যি খুবই প্রয়োজন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কলেই ভালো থাকুন

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্ট্যান্ডার্ড আকার ছবি যুক্ত করার কৌশল আমার জানা ছিলো না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ভালো মানুষগুলো ভালো থাকুন।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উনার সাথে একদিন যাত্রা পথে দেখা হয়েছিল। দেখে যেমন ভালো মনে হল তাতে ব্লগে পোস্ট না দেওয়ার বিভিন্ন কারণ থাকতেই পারে। তা যাই হোক। আমাদের চাওয়া থাকবে একটাই। চলে আসুন। দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে।

তারপর আমাদের ঠাকুর ভাই আছেন কেমন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সৈয়দ তাজুল ইসলাম ভাই,
সম্ভবত এটিই আমার ব্লগে শ্রম ও সময় ব্যয় সার্থক করে যখন কেউ জানতে চান আমি কেমন আছি?
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভালো আছি, বেশ ভালো আছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এব্যং আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১

রামিসা রোজা বলেছেন:

এত চমৎকার একটি চিঠি পেয়ে অবশ্যই সেলিম ভাই
আমাদের মাঝে ফিরে আসবেন ।
এটা শুধু একটি চিঠি নয় একজন সম্মানীয় ব্যক্তি অন্যকে
সম্মান ও ভালোবাসা জানানোর বার্তা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার মন্তব্য উত্তর করতেই আমার লগইন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কবিতার যাদুকর সেলিম আনোয়ার আমার খুবই পছন্দের মানুষ। তিনি দীর্ঘদিন ব্লগে অনুপস্থিত তাই মন খারাপ লাগছিলো, আর এই মন খারাপ লাগা থেকেই এই পত্র। আপনাকে আবারও ধন্যবাদ ও শুভ কামনা।


৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: এই যে একজন ব্লগারের প্রতি আরেকজন ব্লগারে আন্তরিকতা, ভালোবাসা- বিষয়টা আমার কাছে দারুন লাগে।
আমি হারিয়ে গেলে একদিন হয়তো আমাকে নিয়েও এরকম পোষ্ট দিবেন। সেই সৌভাগ্য কি আমার হবে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রাপক: বন্দী রাজীব নুর আপনি এই পোস্টটির কথা ভুলে গিয়ে থাকবেন হয়তো। আমি আপনারও খোঁজ নিয়েছি। আমি আমার পছন্দের মানুষদের খোঁজ রাখার চেষ্টা করি। সঙ্গত কারণে আমি মোঘলদের মতো।

ঢাকা’য় মধ্যরাতে বের হয়েছেন কখনো?

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগার সিরাজ সাঁই'এর পরিবারকে খুঁজে বের করা সম্ভব?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
আমি আগামীকাল ভোরে গ্রামের বাড়ি যাচ্ছি কিছু জরুরী কাজে, খুব সম্ভব সোমবার সন্ধ্যায় চলে আসবো। ব্লগার সিরাজ সাঁই এর খোঁজ নেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি, আশা করি সোম-মঙ্গলবার আপনাকে আপডেট জানাতে পারবো। প্লিজ চিন্তামুক্ত থাকুন।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

কালো যাদুকর বলেছেন: সেলিম আনোয়ার যে কোথায় গেলেন সেটা ব্যাখ্যা করলেন না। মাঝে এসে বসন্তরণ করে আবার গা ঢাকা দিলেন ৷ আপনাদের এরকম একের প্রতি অপরের টানের জন্যই ব্লগের পরিবেশ এত চমৎকার

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি লক্ষ্য করেছেন কিনা জানিনা, আমি হারিয়ে যাওয়া ও অনিয়মিত ব্লগারদের খোঁজ করার চেষ্টা করি। খোঁজ করার কাজটি কেনো করি তার কারণ ও ব্যাখ্যা আমি আলাদা পোস্টে অবশ্যই আপনাদের জানাবো। মানুষের জীবনে নানান গল্প থাকে আর আমার জীবন গল্পে গল্পে ভরা। কিছু কিছু গল্প আমি ব্লগে লেখালেখির কারণে মনে করি।

কালো যাদু নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প (সত্য ঘটনা) আমার জানা ও নিজ চোখে দেখা।

আপনাকে ধন্যবাদ।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার আপনার চিঠি আমার হাতে পৌঁছে গেছে। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত আবেগাপ্লুত ।। স্রষ্টার অপার কৃপায় আমি ভালো আছি। হয়ত যথার্থ কবি হওয়ার প্রক্রিয়া চলছে। কবিতা বশীকরণ হোক এই কামনা থাকলো। আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন এই শুভ কামনা । সতত ভালো থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




=== === ===
প্রিয় যাদুকর, বশীকরণ নিয়ে বেশ কিছু কবিতা ও কথামালা পাবো সেই আশা রাখছি। আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা। আপনিও ভালো থাকুন।
=== === ===


১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি খুব সাদামাটা একজন মানুষ নবীশ কবি বলতে পারেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় যাদুকর,
আমি জানি আপনি খুবই সাদামাঠা মানুষ। আমি জানি আপনি অতি সাধারণ একজন মানুষ। রতনে রতন চেনে আর মানিকে মানিক - আর তাই আপনাকে চিনতে আমার ভুল হয়নি। আমার জন্য দোয়া করবেন আমার জীবনে ব্যস্ততা যেনো আরোও বেড়ে দ্বিগুণ ত্রিগুণ হয়। আমি ব্যস্ততার জীবন বেছে নিয়েছি। এটিই আমার নিয়তি।


১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪১

ইসিয়াক বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না। অজানা অচেনা মানুষের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা। শুধু তার লেখার টানে। দুজনের জন্যই দোয়া রইলো।

# সম্প্রতি সেলিম ভাই আরো একটি সন্তানের গর্বিত পিতা হয়েছেন। সে কারণে হয়তো ব্যস্ততা। সেলিম ভাই আমার প্রিয় কবি। সপরিবারে ভালো থাকুন সেলিম ভাই। আপনি ও ভালো থাকুন প্রিয় মাহমুদ ভাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইসিয়াক ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন আমার জীবনে ব্যস্ততা যেনো আরোও বেড়ে দ্বিগুণ - ত্রিগুণ হয়। আমি ব্যস্ততার জীবন বেছে নিয়েছি। এটিই আমার নিয়তি। আপনিও ভালো থাকুন।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
এবং ফিরে এসে ভালৈ করেছি। আপনাকে আন্তরিক শ্রদ্ধা জানাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




পোস্টের শেষের দিকে আপনি একবার পোস্টে হাজিরা দিয়ে থাকেন এটিকে বলে কার্টেসি। কার্টেসি অব ব্লগিং। সকলের মন্তব্য প্রতিমন্তব্য দেখার সুযোগ হয় তাতে। আপনার জন্য রইলো আন্তরিক ভালোবাসা।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি জানতাম উনি আরও িএকটি পুত্র সন্তানের জনক হয়েছেন বিধায় ব্যস্ত আছেন। আবার আসবেন, লিখবেন।

পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সেলিম আনোয়ার ভাই আসবেন আসতেই হবে। আমাদের সকলের ভালোবাসার কারণে তাঁকে আসতে হতো।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২১

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ ,





ব্লগারদের জন্যে উৎকন্ঠা থেকে এই যে আরেক ব্লগারের খোঁজ নেয়ার ১০ পয়সার পোষ্টকার্ড তার মূল্য কতো ? ১০ কোটি টাকা কিম্বা তারও বেশী - অমূল্য।

ব্লগে এই যে ভালোবাসার স্রোত তাতে ভেসে যেতে ইচ্ছে করে না কার !!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহমেদ জী এস ভাই,
মানুষের প্রতি মানুষের ভালোবাসা যতোদিন আছে ততোদিন পৃথিবী থাকবে সুন্দর থেকে সুন্দরময়। আপনি সেই পোস্টকার্ডের সাথে পরিচিত আছেন। তখন ১০ পয়সা ১৫ পয়সার অনেক দাম ছিলো। লবনের সের (প্রায় এক কিলোগ্রাম) ছিলো ১৫/২০ পয়সা সময় ১৯৭৬।

আহমেদ জী এস ভাই, স্মৃতি যতোই কষ্টের হোক না কেনো এক সময় না এক সময় তা আনন্দের হয়ে দাড়ায়। ৭০ এর দশক আমরা ভয়াবহ কষ্ট করেছি। এই কষ্ট বলে লিখে বোঝানো সম্ভব না।

একমাত্র অমূল্যজন অমূল্যতার মূল্য বোঝেন। আপনার জন্য রইলো অমূল্য ভালোবাসা।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমেই আপনাকে অশেষ কৃতজ্ঞতা আমাকে মনে রাখার জন্য সত্যি আমার প্রতি আপনার ভালবাসা অনন্য । এই তুচ্ছ আমাকে নিয়ে লেখায় যারা কমেন্ট করেছেন তাদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তবু বলি জীবনটা এমনই । মানুষের জীবনে আলোর আলেয়া হয়ে ওঠা ধ্বংসের নামান্তর । জলে ভাসা মানুষ কোন একসময় ডুবে যায় নৌকোর সন্ধান পেলে সেও হতে পারতো দূর্গম জলপথ বিজয়ী। আবার অনেকে নৌকাসমেত ডুবে মরে যায়। জীবনটা বড় রহস্য ময় ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




যাদুকর, আপনি জানেন তারপরও বলি, জীবনের পরতে পরতে রহস্য। এই রহস্যঘেরা জীবন নিয়েই আমরা চলছি অনন্তকালের বিরতিহীন এক যাত্রায়। আমাদের পথ ভিন্ন ভিন্ন কিন্তু গন্তব্য সবার এক ও অভিন্ন।

আমি জীবনে বেশ কয়েকবার আলেয়া দেখার সুযোগ পেয়েছি, হতে পারে বিভ্রম তবে দেখতে পেয়েছি এটিই বা কম কিসে। আপনার প্রতিও ভালোবাসা অমলিন চিরোদিন।

১৭| ২০ শে মে, ২০২১ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: সহব্লগারদেরকে মাঝে মাঝে এভাবে নিয়ম করে খুঁজে যাওয়া, প্রয়োজনে তাদেরকে চিঠি লেখা, আপনার এ অভ্যেসগুলো প্রশংসনীয়। যারা অনুপস্থিত থাকেন, তাদের অনুপস্থিতির হয়তো হাজারটা কারণ থাকতে পারে। কিন্তু শত ব্যস্ততা সত্ত্বেও ওনারা যখন আপনার এহেন চিঠিপত্র পড়েন, তখন তারা ফিরে না এসে পারেন না। যেমন পারেন নি সেলিম আনোয়ার

কবি সেলিম আনোয়ার এখানে যে ক'টা মন্তব্য রেখেছেন, সবগুলোই ভাল লেগেছে। দ্বিতীয় সন্তান লাভে তাকে বিলম্বিত অভিনন্দন!

২৫ শে মে, ২০২১ রাত ৮:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগে অনেক ব্লগার অনিয়মিত হয়ে পড়েছেন, কেউ কেউ একেবারে চলে গিয়েছেন। তাঁদের মধ্য কারো কারো লেখা ও লেখার গতি মনে রাখার মতো। তাঁদের প্রতি সব সময় শুভ কামনা থাকবে।

আমি গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম তাই মন্তব্য উত্তর করতে পারিনি। তাছাড়া আমি লেপটপে বাংলা লিখতে পারিনা। বাসায় ও অফিসে ডেস্কটপে ব্লগে লেখালেখি করি। মন্তব্য উত্তর দেড়ি হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত।

কবিতার যাদুকর সেলিম আনোয়ার ভাইকে অভিনন্দন।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.