নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
ছবি# ১। ধুলোয় ধুসরিত আকাশ
আমাদের ঢাকা শহরে এক সময় বেশ পরিস্কার পরিচ্ছন্ন আকাশ দেখা যেতো। কখনো কখনো সৌভাগ্যক্রমে যদি ঢাকায় খুব ভালো বৃষ্টি হয় এখনও পরিস্কার আকাশ দেখা যায়। রাজধানী ঢাকা শহরের আকাশের কেনো এই অবস্থা হয়েছে তা হয়তো দেখার বা ভাবার লোক নেই বা হয়তো ঢাকাবাসী আকাশ দেখার তেমন সময় বের করে উঠতে পারেন না।
আমি মাঝে মাঝে বা প্রায় সব সময় আকাশ দেখার সুযোগ পাই, সত্যি বলতে আকাশ দেখে মন খারাপ লাগে। মনে হয় ঢাকা শহরের আকাশ সব সময় মেঘাচ্ছন্ন হয়ে আছে। আসলে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন নয় ধুলোয় ধুসরিত আকাশ। হয়তো কোনো একদিন কেউ না কেউ এই দেশে জন্ম নেবেন, যিনি দেশের আকাশ বাতাস মাটি পানি নিয়ে চিন্তা করবেন, দেশ নিয়ে চিন্তা করবেন। দেশের মাটির জন্য কাজ করবেন। ধুলোয় ধুসরিত আকাশ পরিস্কার করার জন্য কাজ করবেন। সত্যি সত্যি ঢাকার আকাশ দেখে মন খারাপ লাগে, ঢাকার আকাশ মাত্র এক যুগ আগেও হয়তো এতো নোংরা ছিলো না।
ছবি# ২। আকাশ দেখে মনে হতে পারে মেঘে ঢাকা আকাশ।
ছবি# ৩। কিছু নীল আকাশ দেখা যাচ্ছে।
ছবি: by cell phone - samsung J7
বিশেষ দ্রষ্টব্য: “ঢাকা শহরের আকাশ (ছবি ব্লগ)” লেখাটি আমার ব্যক্তিগত চিন্তা থেকে অতি সাধারণ ও সামান্য একটি লেখা মাত্র। এটি সামহোয়্যারইন ব্লগের লেখা প্রতিযোগিতার জন্য নয়।
১০ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাকে প্রায়ই দূরপাল্লার যাতায়াত করতে হয়, তাই গাড়ির স্টিরিওতে গান শুনি, এফএম শুনি। গানের জন্য অশেষ ধন্যবাদ।
২| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ২:৩১
সোনাগাজী বলেছেন:
মেঘ, ধুয়া, কুয়াশ?
১০ ই নভেম্বর, ২০২২ রাত ৩:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঢাকা শহরের থার্ড গ্রেডের গাড়ির ধোঁয়া, কল কারাখানার ধোঁয়া, সড়ক মহা সড়ককের ধুলি। শহরে প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের চাপে শুধু ঢাকার মাটি নয়, মাটি পানি বাতাস এমনকি আকাশ পর্যন্ত দূষিত হয়ে পরেছে।
একটি কথা মনে রাখবেন “not necessary ” - এখানেই ভালো থাকার উপাদান। এটিই আপনার প্রতি আমার শেষ পরামর্শ। আমি কেনো এই কথা বলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন।
৩| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৫
জুন বলেছেন: কাল রাতের ঢাকার আকাশ ঠাকুর মাহমুদ। পুর্নিমা চাঁদ দেখা যাচ্ছে মেঘলা আকাশে
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি থাই আকাশ আর ঢাকার আকাশ দেখেছেন। পার্থক্য আপনার কাছে পরিস্কার। আমরা আমাদের আকাশ নোংরা ময়লা করে ফেলেছি।
আপনাকে অশেষ ধন্যবাদ।
৪| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৮
শেরজা তপন বলেছেন:
তবে এই শরতে ঢাকার আকাশ বেশ জীবন্ত ছিল।
কেউ ভাবছে না ভাবতে চাচ্ছে না। উন্নত বিশ্ব ভাবছে না বিশ্বের পরিবেশ নিয়ে আর আমরা ভাবছি না নিজের পরিবেশ নিয়ে। সবাই পৃথিবীর ভয়ঙ্কর সর্বনাশের খেলায় মেতে উঠছে।
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
শেরজা তপন ভাই, আমি প্রায় প্রতি সপ্তাহে ঢাকার বাইরে যাই, জমি চাষ ফসল সহ শীতের ফসল দ্রুত বাজারে বিপনণের বিষয় আছে, পথে ঢাকা ছেড়ে বাইরে যেতে যেতে আকাশের পরিবর্তন লক্ষ্য করি খুব আশ্চর্য লাগে ঢাকার আকাশ দেখে। জলবায়ু পরিবর্তন হোক আর দেশের নানান সমস্যায় আকাশ ময়লা হোক আগামীতে খারাপ সময় অপেক্ষা করছে মানুষের জন্য।
৫| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:২২
জুল ভার্ন বলেছেন: ছাদ থেকে তোলা আমার ক্যামেরায় গোধূলির ছবি....আমার ক্যামেরায় গোধূলির ছবি....
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২১
ঠাকুরমাহমুদ বলেছেন:
শেষ বিকেলেও আকাশ অপরিস্কার থাকে তবে মাঝে মাঝে পরিস্কার আকাশ দেখা যায় তখন মন ভালো লাগে।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৬| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৫২
বিষন্ন পথিক বলেছেন: যে কোনো ওয়েদার টুল এ যে কোনো শহর দেখায় হয় বৃষ্টি, রৌদ্রোজ্জ্বল, মেঘলা বা সব মিলিয়ে, ঢাকার ওয়েদার সারা বছর Haze
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি খুব সম্ভব দেশের বাইরে থাকেন। প্রবাস থেকে ঢাকা বিমান বন্দরে নেমে যখন ঢাকার আকাশের দিকে তাকাবেন নিজেন দেশে এসে বুক ভরে যায় কিন্তু কষ্ট লাগে এই দেশ এতো নোংরা কেনো? সড়ক মহাসড়ক বাড়ি গাড়ি মানুষ মাটি পানি বাতাস আকাশ সব সব।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৭| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- একেবারেই মন খারাপ করা ছবি।
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই বয়সে ছবি ব্লগ আয়ত্ব করতে সময় লাগবে, তবে সম্ভব। আমি ছবি ব্লগে বেশ আগ্রহ অনুভব করছি। আপনাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৮| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৮
জুন বলেছেন: ব্যাংককের আকাশও অনেক দুষিত ঠাকুর মাহমুদ । এই নিয়ে জনগণ আর পত্রিকাওয়ালারা মাঝে মাঝেই চিল্লাচিল্লি করে।
দেখেন একটা ছবি দিলাম
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশে পত্র পত্রিকা সহ কোনো প্রকার মিডিয়া এই বিষয়ে কথা বলেন না। তবে আমাদের দেশে নদী অঞ্চলে আকাশ বেশ দেখার মতো। আমি আগামীতে ছবি সহ কিছুটা বিস্তারিত লেখার চেষ্টা করবো।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
৯| ১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: পোষ্ট টা খুব উন্নত নয়।
১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
জ্বী আপনি সঠিক বলেছেন।
১০| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৩
অঙ্গনা বলেছেন: চায়না আর দিল্লির আকাশ এমন নিউজে দেখসি। ঢাকা ও দূষণ নগরী।
১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগে স্বাগতম।
১১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার মনটা খারাপ ছিলো। পরে, ভালো হয়ে গিয়েছে।
মন ভালো থাকলে যে কোন কিছু করা যায়।
১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
না মন ভালো আছে। আমাদের চাষ করা প্রায় অর্ধেক কাঁচা টমেটো বাজারে ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের টমেটো যেই সময়ে পেঁকে আসবে সেই সময়ে হয়তো বর্তমান কাঁচা টমেটোর দামও পাবো না। আর কাঁচা টমেটোর বাজারে চাহিদা অনুযায়ী সর্টেজ আছে। কাঁচা টমেটোর স্বাদও বেশ ভালো।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১২| ১২ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,
ঢাকার আকাশ কেন ধুলো ধুসরিত হবেনা ?
ছবিতে দেখুন অনেক কারনের মাঝে এটা একটা প্রধান কারন-
ছবি - মেহেদী হাসান, ঢাকা ট্রিবিউন এর সৌজন্যে।
১২ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আল্লাহ মাফ করুন। ঢাকায় আমরা নরকের জীবন যাপন করছি। করোনা একটি বিশেষ ট্রেনিং দিয়ে গিয়েছে মাস্ক ব্যবহার করা ও নিয়মিত হাত মুখ চোখ ধৌত করা। আমি পাবলিক প্লেসে এখনও নিয়মিত মাস্ক ব্যবহার করি।
আহমেদ জী এস ভাই, বিশ্বে কি আর কোনো দেশে এতোটা নোংরা শহর আছে? আমার জানা নেই, আমি গুগল সার্চ করে দেখবো কি অবস্থা। ঢাকা শহরকে রক্সা করার জন্য কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না, মনে হচ্ছে কেউ ঢাকা থাকবেন না, সবাই কাল পরশু বেগম পাড়া চলে যাবেন। সত্যি সত্যি ভয়ংকর অবস্থা।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: এতোরাতে আকাশের ছবি দেখে প্রিন্স মাহমুদের সুরে কিংবদন্তী আয়ুব বাচ্চুর গাওয়া একটি গান মনে পড়ে গেলো। গানটি অসম্ভব সুন্দর ও নস্টালজিক। ফুল ভলিউমে হেডফোন কানে লাগিয়ে শোনতে অসাধারণ লাগে। গানটি আপনাকে উৎস্বর্গ করা হলো। ' এখনো দু'চোখে বন্যা ' শোনেছেন নিশ্চয় -_ -
তুমি কি এমন সময় তাকিয়ে আকাশ ভাবছ আমায়?