নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
নভেম্বর ২য় সপ্তাহ, ২০২৪ ইং। খুব সম্ভব পোস্টে উল্লেখিত ছবিটি এই সপ্তাহে সর্বাধিক আলোচিত ছবি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থান দখল করে নিয়েছে। ছবি’তে লক্ষ লক্ষ লাইক, লক্ষ লক্ষ কমেন্ট, লক্ষ লক্ষ শেয়ার।
সোশ্যাল মিডিয়া’তে প্রতিটি পোস্ট দেওয়া ছবির সাথে BMW মোটরের বিবরণ ও BMW মোটরের হ্যাশট্যাগ। আমি জানি না এই ছবির সাথে BMW মোটরের সম্পর্ক কি? মন্তব্যের ঘরে আবার BMW মোটর নিয়ে কেউ কথা বলছেন না, কথা বলছেন ধর্মীয় বিষয়ে! বাংলা হিন্দি উর্দু ইংলিশ বাংলিশ লক্ষ লক্ষ ধর্মীয় মন্তব্য, ঈশ্বরের বাণী আর ঈশ্বরের গুণগান। কিছুক্ষনের জন্য মনে হয়ছে, খুব সম্ভব Ai দিয়ে স্বয়ং ঈশ্বর এই ছবি তৈরি করেছেন। অথবা এমনও হতে পারে প্রশান্ত মহাসাগরের তীরে এক রাতে ঈশ্বর নিজ হাতে এই দুইটি পাহাড় তৈরি করেছেন। - নইলে এই ছবির সাথে ঈশ্বরের বাণী আর ঈশ্বরের গুণগান অথবা ধর্মের সম্পর্ক কি? মন্তব্যের ঘরে আরোও একটি মন্তব্য দেখতে পাচ্ছি “কে কে আমার প্রিয় - - - - - কে পছন্দ করেন, জানি কেউ লাইক দিবে না” - উক্ত মন্তব্যে আবারও হাজার হাজার লাইক হাজার হাজার ঈশ্বরের বাণী আর হাজার হাজার ঈশ্বরের গুণগানে পরিপূর্ণ ধর্মীয় প্রতিমন্তব্য।
পৃথিবীতে কখনও অন্ধকার যুগ ছিলো কিনা সত্য মিথ্যা জানি না। তবে কেনো জানি মনে হচ্ছে, অদূর ভবিষ্যৎ অন্ধকার যুগ কালো থাবা মেলে অপেক্ষা করছে। এবং আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। এবং সেই অন্ধকার যুগ হবে ধর্ম নামক অধর্মের জয়জয়কার।
১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবিটি কি তা টাইম মেশিনে করে অতীতে যেতে পারলে ১৯৬০ সনের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রও বোঝার কথা। কিন্তু ছবি সাথে BMW মোটরের বিবরণ ও BMW মোটরের হ্যাশট্যাগ কেনো এটি চিন্তার বিষয়! এছাড়া এই ছবিতে ঈশ্বরের এতো এতো গুণগানের কি আছে? ছবি তো আর ঈশ্বর তৈরি করেন নি।
২| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: BMW এই এড দেয় গুগল এলগরিদমে সার্চ করলে রেজাল্টে আসে এমন কিছু। অন্তত ১০০ পেইজ এমন আছে যেখানে BMW এড দিয়ে আফগানিস্তানের তালেবান, লেবাননের হিজবুল্লাহ দের প্রমোট করা হয়।
১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফেসবুক সহ ইউটিউবে হাজার হাজার পোস্টে হাজার হাজার ভিডিওতে “কে কে আমার প্রিয় - - - - - কে পছন্দ করেন, জানি কেউ লাইক দিবে না” - এই মন্তব্যটি লক্ষ্য করেছেন?
উক্ত মন্তব্যে আবার হাজার হাজার লাইক হাজার হাজার প্রতিমন্তব্য!
৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: লক্ষ্য করেছি জনাব।
১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফেসবুক আর ইউটিউব থেকেই অন্ধকার যুগের সূচনা শুরু হয়েছে।
৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৬
সৈয়দ কুতুব বলেছেন: এইবারের আন্দোলনে যে বিষয়টি লক্ষ্য করেছি সেকুলার পক্ষ শেখ হাসিনার পতনের পর যার যার কাজে ফিরে গিয়েছেন, পার্টি করছেন, ট্যুর দিচ্ছেন। কিন্তু কৃষ্ণপক্ষ কে দেখছি দৈনন্দিন কাজে ফেরত না গিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের একটি সিক্রেট বাসনা আছে। সেকুলার-কৃষ্ণপক্ষ ৫০/৫০ সোসাইটি আমাদের সমাজে বিরাজ করছে।কৃষ্ণপক্ষ পুরোপুরি দখলে নেয়ার জন্য গ্রাউন্ডে কাজ শুরু করেছে। সেকুলার দের লক্ষ্য ছিলো জাস্ট হাসিনার পতন কিন্তু কৃষ্ণপক্ষ হাসিনার পতন কে প্রাথমিক বিজয় মনে করে তাদের সত্যিকারের উদ্দেশ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশে ধর্ম নামক অধর্ম চর্চা হয়।
৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১৮
নান্দাইলের ইউনুছ বলেছেন:
প্রকৃতির
খেয়াল
মেয়া
বাই।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
এটি প্রকৃতির তৈরি না, সফটওয়্যার দিয়ে কোনো বেকুব মানুষ তৈরি করেছে।
৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
এটি সত্যিই এক আশ্চর্যের বিষয় যে, একটি সাধারণ BMW মোটরের পোস্টেও ধর্মীয় আলোচনার ঢল নেমেছে।
সোশ্যাল মিডিয়া আসলে আজকাল এক অদ্ভুত প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে ছবি বা পোস্টের বিষয়বস্তু নিয়ে
আলোচনা না করে সবাই নিজেদের ভাবনা ও বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ছবির উদ্দেশ্য বা এর
সাথে BMW-এর সম্পর্কের বদলে মন্তব্যের ঘরে ভরে উঠেছে ঈশ্বরের বাণী, ধর্মীয় স্তুতি, এবং সেই সঙ্গে এমন
অপ্রাসঙ্গিক মন্তব্য যা হয়তো সামান্য লাইক পাওয়ার আশায় করা।
এটি আমাদের ভাবতে বাধ্য করে—আমরা কি সত্যিই আলোচনার মূল বিষয়বস্তু ধরে রাখছি, নাকি কেবল ধর্মীয়
আবেগের মোহে আকৃষ্ট হয়ে যাচ্ছি? এমন প্রবণতা মানবিক সম্পর্ক, মতামত প্রকাশ ও স্বাধীন চিন্তাকে ক্রমশ
ধূসর করে দিচ্ছে। অন্ধকার যুগ, হয়তো প্রকৃতপক্ষে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, যেখানে চিন্তার স্বাধীনতা
নয় বরং অন্ধভক্তির জয়জয়কার হবে। এটি আমাদের সময়ের এক অত্যন্ত চিন্তাযোগ্য দিক।
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
BMW মোটরের বিজ্ঞাপণ হিসেবে ফেসবুক টুইটারে এইসব নিম্নমানের ছবি শেয়ার হয়। এই ধরনের ছবি কেউ প্রিন্ট করে ওয়াল পেপার হিসেবে ব্যবহার করবেন বলে মনে হয় না।
মানুষ ঈশ্বরের বাণী’কে অতিরিক্ত প্রচার করে খুবই সস্তা করে দিয়েছে।
৭| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০০
আহরণ বলেছেন: হাদারাম বাংলাদেশি মুসলমানদের মাথায় আছে যত মরুভূমির বালি। ছাগলের লেজে আল্লাহু, গরুর পায়ে মোহাম্মদ, মাছের গায়ে কোরআন............... যত্তসব ছাগুর দল, @ ভাইয়া??
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশে ধর্ম নামক অধর্ম চর্চা হয় বেশি।
৮| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক দিন সোশ্যাল মিডিয়াতে নাই।
আমাদের সময় এইসব ছবিতে 'আমিন না বলে যাবেন না' খুব চলতো।
আপনি কেমন আছেন ?
১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমিন, না বলে যাবেন না - দুঃখজনক প্রচার। আমাদের দেশে ধর্ম নামক অধর্ম চর্চা হয় বেশি।
আমি ভালো আছি, আপনি কেমন আছেন। জানুয়ারি ফেব্রুয়ারি দেড় দুই মাস দেশের বাইরে থাকবো, ব্লগ থেকে ছুটি নিবো।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: হাতির নাম হাতি, কলার নাম কলা কিভাবে হয়েছে? ছোট বেলায় আপনাকে আপনার পরিবার শিখিয়েছে যে এইটা হাতি, এইটার নাম কলা। ঠিক তেমনি আমরা এমন অবয়ব হাজার বার দেখে ফেলেছি আপনার ছবি টি দেখার পূর্বে ! তাই এখন আপনার ব্রেইন দুইটার মধ্যে মিল করার চেষ্টা করছে। এসব ব্রেইনের ট্রিক্স।