নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি ও নির্বাচন

১৯ শে জুলাই, ২০২৫ রাত ৩:৫২



ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া উৎপত্তি বা জন্ম থেকে শুরু করে বাংলাদেশের মানুষ সব সময়ই সকল প্রকার সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করেছেন। তবে মিসউজের পরিমাণ গত কয়েক বছর ধরে বাড়তে বাড়তে এমন দিকে ধাবিত হয়েছে যে, এখন নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের ইতিহাসে সোশ্যাল মিডিয়া সহ সকল প্রকার সংবাদ মাধ্যাম বর্তমান সময়েই সবচেয়ে বেশি অপব্যবাহার হচ্ছে। এতো অপব্যবহার অতীতে আর কখনও হয়নি। বিশেষ করে রাজনীতি প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে ফেসবুক ব্লগ পত্রিকা টেলিভিশন কোনোটিই আর পড়ার মতো দেখার অবস্থায় নেই। আমাদের দেশের জনগণ মারাত্বক ধরনের রাজনীতি বুঝেন। আর এই রাজনীতি এতো এতো জানার ফসল হচ্ছে বর্তমান বাংলাদেশ। এতো এতো রাজনীতি না বুঝে যদি পড়ালেখা বুঝতে পারতেন - তাহলে হয়তো পরিক্ষায় ভালো ফলাফল করতে পারতেন। এতো এতো রাজনীতি না বুঝে যদি কর্ম জীবন গড়ে তুলতে পারতেন তাহলে হয়তো বেকার জীবন থাকতে হতো না। আর বেকার থেকে সারাদিন ফেসবুক ইউটিউব ইমু টিকটক আর ব্লগে পরে থাকতে হতো না।

আমাদের দেশে এতো এতো রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তা ভাবতেও অবাক লাগে! রাজনৈতিক লেখা ও “গিরগিটি বাংলাদেশ” নামক রাজনৈতিক পক্ষের আত্মপক্ষ সমর্থনে মারত্বক সরব বিশেষ একটি মহল! - এদের সাথে কোনো না কোনো ভাবে পলাশীর মির্জাফরের সাথে সম্পর্ক আছে।

সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বিশেষ কোনো এক পদ্ধতি - কি যেনো নাম সঠিক মনে নেই, বা মনে রাখার মতো কোনো কারণ খোঁজে পাইনি। পেঁ পেঁ - পোঁ পোঁ টাইপ কোনো নির্বাচন হবে হয়তো। যাইহোক, এই নির্বাচন নিয়ে ফেসবুক সহ ব্লগেও লেখা এসেছে। নির্বাচন নিয়ে অনেকে বড় বড় প্রবন্ধ লিখে জ্ঞান বিতরণও হয়েছে, অনেকটা কলাপাতায় চল্লিশার শিরনি বিতরণের মতো। জানি না এই নির্বাচন লেখক কোথায় দেখেছেন! বা এই ধরনের নির্বাচনে লেখক কিভাবে যুক্ত ছিলেন! বা এই ধরনের নির্বাচনের সাথে লেখকের বাস্তব কোনো অভিজ্ঞতা আছে কিনা জানা নেই! - কারণ, উক্ত প্রবন্ধে তা কেউই উল্লেখ করেননি।

রাজনীতি ও নির্বাচন নিয়ে আমার তেমন বিশেষ কিছু জানার আগ্রহ নেই। আমার জানার আগ্রহ ভিন্ন: আমি জানতে চাইছি যারা এতো এতো রাজনীতি বুঝেন, রাজনীতি ও নির্বাচন নিয়ে প্রচুর লেখালেখি করছেন। ব্লগ ফেসবুক ইউটিউব সার্ভার জ্যাম করে দিচ্ছেন! - তারা নিজেরা যদি নির্বাচনে প্রার্থী হোন কেমন ভোট পেতে পারেন? সংসদ নির্বাচন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে নমিনেশন পাবেন কিনা জানা নেই।

- গ্রামের মেম্বার ইলেকশানে - জামানত ফেরত পাবেন তো?





মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৫ ভোর ৬:৫২

কামাল১৮ বলেছেন: জামানত ফেরত পাবেন সেই সম্ভাবনা খুব কম।ভোটে দাঁড়ানোর জন্য যে কয়জনের সমর্থন লাগে সেটা যোগাড় করাই অনেকের জন্য কঠিন হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.