নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিশাদ, আলহামদুলিল্লাহ্‌ আমি একজন সুখি মানুষ।

একজন নিশাদ

লেখার মাঝেই খুঁজে ফিরি সুখ নামক সুক্ষ অনুভূতিগুলোকে।

সকল পোস্টঃ

বৃষ্টি ও উষ্ণতা

০১ লা জুন, ২০১৭ রাত ১:৪৯


একটি বৃষ্টিস্নাত রাত্রিরে
মুখোমুখি আমরা।

বৃষ্টির শব্দে...

মন্তব্য৯ টি রেটিং+১

আধাঁরে একদিন

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯


অপরাহ্ণ পেরিয়ে
কদমেকদমে আধাঁর উঠে আসে নৈশ নগরীতে,
রেস্তোরায় জ্বলা মিটমিটে আলো
ছড়িয়ে চলে বিরামহীন দৃষ্টিকুহক।

আলো-ছায়ার ফুলঝুরিতে
গড়াগড়ি খায় অবচেতন পথের প্রদীপ,
নিখুঁত নির্জনতা উতরে যায় নির্ভয়ে।

আধাঁরের কামনায়
সবটুকু আলো মুছে
আমি আর আধাঁর মুখোমুখি অবশেষে।

আধাঁর গিলে...

মন্তব্য২ টি রেটিং+০

চা-চু

২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১


চা পানিয়টা আমার পছন্দ ছিল না কোনকালেই, ইদানিং মাগনা চা খাইতে খাইতে চা খাওয়ার একটা পাতি অভ্যাস আমার আপনাআপনি হয়ে উঠেছে, কিছু করার নাই শুনেছি ইংরেজরা নাকি এমনেই ফ্রী...

মন্তব্য৪ টি রেটিং+০

হে জীবন

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬


অনন্ত আঁধারের পর
পৃথিবীর পুলক আলোয় ছুঁয়ে গেছো চোখ,
তন্দ্রা ভেঙ্গে মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো
সাক্ষী হয়ে গেছে শৈশবের।
পায়ে পায়ে মাড়িয়ে গেছো শৈশব
শাখা প্রশাখা মেলে বয়ঃসন্ধিকালে
চক্রাকারে বেড়ে জানান দিয়েছো প্রানশক্তির,
নিজস্ব স্বত্বার,
সময়ে...

মন্তব্য৪ টি রেটিং+০

অমিমাংসিত

১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১১

বেশিরভাগ সময়ই
আমি ব্যক্তিগত কল্পলোকের ঝুল দোলনায় দুলতে থাকি,
রুদ্রচিত্তে একটা জীবন যেখানে বসে পার করে দেয়া যায় অনায়াসে।
কয়েক শতাব্দী পেরিয়ে গেছে
স্বনির্বাসিত কল্পলোকে আমি এখনো নবাগত।
অন্যদিকে মর্ত্যলোকে আমি বেজায় সংসারী,
জীবন নাটকের...

মন্তব্য০ টি রেটিং+০

আর একবার তুমি সংসারী হও

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০

আমি চাই
যান্ত্রিকতার অবাধ্য শেকল ছিড়ে
নিরব কিংবা সরব
একটাই সপ্ন হবে তোমার এবং আমার।

আমি চাই
সচ্ছ জলের পেয়ালা হাতে
আমি যখন তোমার হাতে হাত ছোঁয়াব
সাতরঙে রাঙা হবে তোমার মন।

আমি চাই
রোজ নাহোক অন্তত এক বিকেলে
তোমার...

মন্তব্য০ টি রেটিং+১

আসেন এখানে ফ্রিতে জ্ঞান দেয়া হচ্ছে

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

সম্পর্কগুলোকে (মা ব্যতিত) আমরা যতটা সহজ ভাবি সম্পর্কগুলো আদৌ কি ততটা সহজ! তুই, তুমি, আপনি আমার এইটা হস, হও, হন! নাহ আসলেই সম্পর্ক জিনিসটা ভয়াবহ ধরণের ঘোর দিয়ে তৈরি। একটা...

মন্তব্য২ টি রেটিং+০

আমার হারিয়ে গেছে কিছু

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪২


শুকনো পাতার স্পষ্ট ধুলোয়
ম্লান হয়েছে বন,
কখন যেন হারিয়ে গেছে মন।

কিচিরমিচির আর শুনিনা
ভেজা দুটি আঁখি,
কখন যেন হারিয়ে গেছে পাখি।

বুকটাতে আর পাল ওঠেনা
কষ্ট নিরবধি,
কখন যেন হারিয়ে গেছে নদী।

সেই হারিয়ে যাওয়ার গল্পগুলো
ছাড়ছে নারে...

মন্তব্য৪ টি রেটিং+০

শততম পত্র

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

প্রিয়তমাসু,
শেষ কথাটা মনে আছে তোমার?
ছলছল চোখে
হাটু গেড়ে বসে দুহাতে অর্পিত হৃদয় নিয়ে
একটাই কথা মুখ ফুটে বলতে পেরেছিলাম-
চিঠি দিয়ো।
আজ শততম চিঠিতে সে কথাটা উল্লেখ থাকল।

জেনে খুশি হবে এখন আর বর্ষাতেও
জল ছলছল...

মন্তব্য২ টি রেটিং+০

বিনোদিনির সংসার

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭

একসাথে অনেক জীবনের সুখ বেশ ভালই লাগে,
সুর্যের সাথে শুরু হওয়া দিন
আকাশের মতন মুহুর্তেই বদলায়,
আমি ভাবি আমার সব বেলাতেই বসন্ত।

একযুগের সংসার শেষে
প্রাপ্তি বল, ত্যাগ বল
সবই আমার অভিধানের শব্দ বলে
কখনোই কিছু ধার...

মন্তব্য০ টি রেটিং+০

শেষ রাতের কবি

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

গতকাল শেষরাতে তুমি আরো একটি
কবিতা চেয়েছিলে।
আমার হাতের কাছে কাগজ কলম
তেমন কিছুই ছিলো না।
তোমার সম্মতিতেই
সমগ্র শরীর জুড়ে এঁকে দিয়েছি
অর্ধশত কবিতার লাইন।
আদিম কিছু অনুভূতির কথা ছাড়া
মাথায় আর কিছুই ছিল না,
তাই বেছে বেছে...

মন্তব্য০ টি রেটিং+০

জলপ্রপাতের প্রত্যাশায়

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

ছলছল চোখে তোমায় দেখা হয়নি কখনো,
আমি ভাবি তোমার হয়ত ওই একটাই ঋতু।
ঠোটের তিলের পাশ বেয়ে
ঝরনার জল,
ব্যপারটাই অন্যরকম।
সামান্য সময়ে তোমাকে ভাবাটাই আমার জন্য একটি বিস্ময় ছিলো,
দুঃসাহসী আমি ভেদ করে গেছি অধিকারের...

মন্তব্য০ টি রেটিং+০

জীবনযাপন

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১


সংকুচিত হই বলে
চোখের সামনে ভেসে ওঠে শ্বাপদ আবাস্থল।
যদিও আমি মানুষ
তবুও নিজেকে আজকাল খুব বেশী ভাললাগে না,
জেলখানার মতন জানালার শিক ধরে যাপিত হয় জীবন নামক ভুঁইফোড়ের আচার।
সহ্য করি সমাজ,
সহ্য করি মানুষ
অদৃশ্যতায়...

মন্তব্য০ টি রেটিং+০

বহুগামির রোজনামচা

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

সকল লাজ ভুলে
আমার শরীর ছেড়ে দিলেম
তোমার শরীরে,
নিরাপদ আশ্রয় ভেবে চুমে দিলেম
পাহাড়, পর্বত, নদী,
ঠিক কিছুমুহুর্ত পরেই বাতাসে ভেসে এলো সাইরেন
আবহাওয়া অফিস থেকে জানানো
রিক্টার স্কেলে সাতমাত্রার ভূমিকম্পের
সম্ভাবনার সতর্কতা
আমার শরীরে বইয়ে দিয়ে গেল...

মন্তব্য০ টি রেটিং+০

বৃষ্টিবিন্দুর অন্তরালে

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

১.বৃষ্টির কাছেই চাইতে পারো জল,
আমার মতন সেও জানে
হৃদয় ভাঙার ছল।


২.আমি চিৎকার করে বলেছি
হয়ত তাও শুনেছ ভূল,
বৃষ্টি নয় ভালবাসি মেঘ
মিথ্যে নয় একচুল।


৩.সেদিন নাহয় বৃষ্টি ছিলো
মেঘবালিকার দৃষ্টি ছিলো-
ঝরায়েছিলো জল,
আজ সেখানে বৃষ্টি নেই
তোমার...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.