নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

সকল পোস্টঃ

প্রতিবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৫



তন্দ্রার ঘোরে মুদিত নয়ন ভাবছ এসেছে মৃত্যু
ভাবছ পেয়েছি ক্ষমতার রাজ বেশুম লুটের বস্তু।
ক্ষমতা তোমার যা কিছু ইচ্ছে হিসাবে কে বা গণ্য
তুমি ও তোমরা এদেশের শুধু আমরা পূজোর জন্য।
করতে শক্ত...

মন্তব্য৮ টি রেটিং+৫

স্বর্গ বাংলা

২০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৭



দেশ নাকি হুট করে বদলেছে স্বর্গে
কাজ করে তবে আর লাভ কি?
স্বর্গের লোক যদি খেটে মরে দিন-রাত
থাকে তবে স্বর্গের ভাব কি?

তাই ভাবি কাজ ছেড়ে ফুর্তিতে ক’টা দিন
...

মন্তব্য৪ টি রেটিং+১

অরণ্য কাব্য

১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৫


চারিদিকে বসে আজ ভুখা শকুনের দল
শিকারের খুঁজে বসে হায়েনারা
সবুজ অরণ্যে আজ নরকের বিষ বাষ্প
কান্নার-ই সুর শুধু চারিদিকে
কখনো\'বা কেবল-ই স্তব্ধতা
ভয় ভয় আর ভয়।

বনের পাখিরা আজ গান ভুলে বাক হীন
প্রজাপতির ভেঙেছে ডানা
রঙিন...

মন্তব্য৪ টি রেটিং+০

মিছিল

২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২২


আবার মিছিল হবে
শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে সব।
মুখে মুখে র’বে মুক্তির গান
যা কিছু আমার ছিল বুঝে নিতে চাই
ফিরে পেতে চাই বাঁচার অধিকার।


আবার মিছিল হবে
বুক পেতে গেঁথে নেব শোষকের বান
রক্তের লালে ভেসে...

মন্তব্য২ টি রেটিং+০

জাগরণ

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩


এইদিন থাকবেনা ঘুটঘুটে আঁধারের
একদিন সূর্যরা জাগবে,
আগামীর পথ ধরে বিজয়ের আলো জ্বেলে
নতুনের সুর তুলে ডাকবে।
যতো সব অনিয়ম অন্যায় অবিচার
দূর হয়ে অনাবিল শান্তি,
ফিরে পাবে সকলেই নিজ নিজ অধিকার
মুছে যাবে যতো ভুল...

মন্তব্য৬ টি রেটিং+০

ক্ষুধা

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩


কোটিতে শতক যার
সে কি আর জানে ক্ষুধার কি জ্বালা?
কৃষানেরা জানে ফসলের গান;
বীজ থেকে ফল হয়ে উঠা আর-
মায়েরা কেবল জানে প্রসবের ব্যথা।

পৃথিবী এগিয়ে চলে সময়ের স্রোতে,
দিন আসে যায়;
শূন্য থালায় ভিক্ষা...

মন্তব্য৮ টি রেটিং+৫

খাঁচা

১৯ শে জুন, ২০২১ রাত ৮:৫২

মন্তব্য২ টি রেটিং+০

ন্যাংটো হব

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৪


আজকে আমি ন্যাংটো হব ন্যাংটা করার উৎসবে
দল বেধে আয় দেখবি কে? কে? আশ মিটিয়ে যা দেখে।
আয় তোরা সব বাদ্য নিয়ে;
তেল মাখানো পদ্য নিয়ে;
মন ভোলানোর বদ্যি নিয়ে সব রেখে-
আজকে...

মন্তব্য২ টি রেটিং+০

ভদ্র লোকের ছেলে

১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯


ওদের পাড়ার ছেলেগুলি সবকটি গর মেজাজি
মুখের কথা বললে উঠে ক্ষেপে,
দু\'চারটা ঢিল মারলে ছুঁড়ে ওদের গায়ের উপরে
দল পাকিয়ে ধরতে আসে ঝেঁপে।

আমরা তো আর ওদের মতো ছোটলোকের বাচ্চা নই
সটান হয়ে দাঁড়িয়ে...

মন্তব্য৮ টি রেটিং+২

কলম চোর

০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৭


কলম পেয়ে মলম বেচে জ্ঞান চোরাদের দল,
নাম কামাতে গড়গড়ি খায় নেতার বগল তল।
নেতার গুনের মালা সাজায়
...

মন্তব্য১০ টি রেটিং+৩

প্রতিবাদ

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭



দেশ কেঁদে মরে বিচারের খোঁজে
আমি বলি আছি বেশ\'তো;
এতো দুর্ভোগ এতো অনিয়ম,
গুম খুন আর রোজ ধর্ষণ;
ধৈর্যের ঝুলি কাঁধে তুলে বলি
এই হয়ে এলো শেষ\'তো।

যার ঘরে লাগে আগুনের তাপ
সেই এসে পানি দিক\'না
মিছিলে মিছিলে...

মন্তব্য৬ টি রেটিং+০

ভাবনা

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪


হাদারাম ভাবে সব লোক গাধা
সেই শুধু একা জ্ঞানী,
তার মতো আর এই সংসারে
একটিও নেই প্রাণী।
মগজের ঘরে জ্ঞান শুধু তার
গিজগিজ গিজ করে,
জগতের যতো ঝামেলা সে একা
পলকে সারাতে পারে।

জ্ঞানীজন ভাবে ছোট্ট জীবন
হয়নি তো...

মন্তব্য৪ টি রেটিং+১

কথার খাজনা

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬


মুখে বলা সহজ যতো
কাজের বেলায় নয়\'কো ততো
সুযোগ পেলে ইচ্ছে যেমন সবাই কথা বলে,
কতো জনে ফকির হবে
ভিক্ষা করে জীবন যাবে
ফালতু কথার বিপরীতে খাজনা যদি চলে।

এইটা পারি ঐ টা পারি
বলতে গেলে কোনটা...

মন্তব্য১০ টি রেটিং+১

গোলাম

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৭


অভিনেতা আমি, শান্ত স্বভাব আর
সয়ে যাওয়ার অসীম ক্ষমতা আমার রক্তে।
যখন পাঁজর ভাঙে,
চোখে জল আসে, তবু
দূরে থাকি উফ শব্দটি থেকে।
পাঁজর ভাঙার মড়মড় স্বরে
খোঁজে পেতে চাই প্রেমময় সুর।
মনিব ভক্ত গোলামের মতো...

মন্তব্য৬ টি রেটিং+১

চুপ

০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৫৭



চোখ মেলে দেখি কান পেতে শুনি
ঠোঁট চেপে বলি চুপ!
হেরে স্বাধীনতা চাপা পরে কথা
মন জুড়ে জমে ক্ষোভ।
মন বলে বলি ফের কথা গিলি
পথ ছেড়ে খুঁজি পথ,
আবডালে যতো থাক ঘৃণা শত
লোক দেখে...

মন্তব্য৬ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.