নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

সকল পোস্টঃ

ইচ্ছে হলেও যেতে নেই

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫




এখনো মানুষ সহ-মরনের দড়ি হাতে বৃক্ষের
কাছে যায়! এখনো মানুষ ইচ্ছে মৃত্যু নেয়
জ্যোৎস্নায়!কৃষ্ণ তিথির দিকে অনুত্তম সাধে
মৃত্যু সহবত খোঁজে!

জীবনের ভার তুলে নেয় কাঁধে যে বৃক্ষ
সচেতন অথবা জ্ঞানত মৃত্যু...

মন্তব্য৬ টি রেটিং+১

একটি সার্বভৌম কবর

১৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯





















এই পথে হেঁটে গেছি কত বার
আমার শবযাত্রার সাথে
প্রতিবার পিছনে পড়ে থাকি
আর পৌঁছে দেখি বন্ধ গোরস্থান।
কবরে অখিল পাখির বাসা
পাখিরা স্বপ্নের মত ডিম পাড়ে
আমার গোরে।বুকে পাজরে
আমি যেন এক বৃদ্ধ...

মন্তব্য০ টি রেটিং+০

আমার কোথাও যাবার নেই

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০


এক দিন জানালা খুলে দেবো
আকাশ ঢুকে যাবে পাখি হয়ে,
চাঁদোয়া ঝালর হবে সাদা মেঘ
ডেরাজ ভরে যাবে নক্ষত্র চিঠি
জ্যোৎস্নার রুপালী খামে।
গোধুলির ঝুলটুকু ঝেড়েঝুড়ে
কাজল করে নিয়ে যাবে,
অনেক হাটার পড়েও যে...

মন্তব্য০ টি রেটিং+০

স্বপ্নবৎ

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫


মাছের রূপালি খোয়াব ঠোঁটে নিয়ে
উড়ে যায় গাঙ্গচিল ;


সমুদ্র-দেশে মানুষ আর মাছের মাঝে
এক বুক ঘুম ব্যবধান;


মৎস মেয়ে পাক্ষিক প্রেম মুখে নিয়ে দিন
গনে মাতৃ-আসনে বসিবার ;


মাঠ থেকে মাঠে ঘুম-ঘোরে ফসলের পিতা--
দয়িতার...

মন্তব্য২ টি রেটিং+০

মৌন নারীদের গান

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫


সমস্ত গাছ গুলি নারী,পাতা গুলি চিঠি
গুড়িতে প্রাচীন নাবিকের পাজর---
জাহাজ মাস্তুল।
এই নারীদের বুকে জমা,কত পুরুষ
আগের লজ্জা, পলাতক ইতিহাস--
ভুলে আছে সমস্ত ভুল,
মানবিক সময়ে সাথে সহ-বসবাস।
যাবতীয় দীর্ঘশ্বাস বিষ, পাজরে--পাতায় মেখে
নীল-কন্ঠ...

মন্তব্য৪ টি রেটিং+৩

মাসুল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

গণিকার আধুলিতে সিদুরের ছোপ
কৌটায় সিথির আগুন কোন জন্মে
রেখেছিল কাগজে জড়ায়ে।
এই টুকু প্রেম যখের ধনের মতো
রাখা আছে তার ঘরে।
বাহিরে-- ঘরের বাহিরে পথের উপর
পথিক রেখে গ্যাছে সিদুরের দাম
স্বর্ণ পেয়ালায় জামিন নামা লিখে,
নির্বোধ...

মন্তব্য০ টি রেটিং+০

আমান্তার সাথে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮


সাবধানি তরুন নৌকার রশি খুলে
চলে গ্যাছে আমান্তার সাথে,
জলের অগোচরে চান্দ্র জলে।
পাতার আড়ালে দিনভর বসিবার
তীব্র অভিলাষ আয়োজন ছিল তার,
বনবাস ছেড়ে ছুড়ে জলবাসী এই বার---
পড়ে নিবে সবুজ মাছের পোষাক
মাথায় শঙ্খ...

মন্তব্য২ টি রেটিং+১

জল বৃত্ত বুমেরাং

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬






১.জল ছাপ---

প্রপাত রেখে গেছে--
ক্রমাগত ঢেউ সান্ত্বন সুকৃতি--
অখিল জলে ঘুমন্ত তিথি--
জল পরী চোখ গেল পাখি
হয়ে উড়ে ছিল আঁধি জলে,
প্রপাত রাখা আছে দোয়াতে
পালকে লেখা হবে পাখির সন্তরণ।

২.এন্টিক--

ময়ূর মুখ লাঠি---
হাত...

মন্তব্য০ টি রেটিং+০

মিরপুর রোড

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৩






মিরপুর রোড---আমার ঠোঁটের উপর কত
বিস্বাদ জমলে মুক্তিপণ বিতৃষ্ণা উগরে দিতে পারি?
কতবার তোমার বুকের উপর এপার
ওপার করলে অভিসাপ তুলে নিবে?
কত গুলি মোহরের লোভ বাকি আছে আর
তোমার সর্পিল করতলে?
কত রাত...

মন্তব্য০ টি রেটিং+০

নাফ পাড়ের যজ্ঞাগ্নি

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২






দরজার ওপাশে বৃদ্ধা সুরুজ কাল ভৈরবী আঁকে
যজ্ঞাগ্নিতে তোহাইতের কাদা ঢাকা মুখ
হোমানলে পুণ্য আহুতি ঢালে।

নাফ পাড়ের যূপকাষ্ঠে সানবটি মিশকালো পলিশ
বলিদানে জাহেলর হাত করবে না উনিশ-বিশ
মেষ-পাল ফিরে যাও,
ওখানে তোমাদের বন...

মন্তব্য৬ টি রেটিং+১

পৌরাণিক জলজ দাগ

৩০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৫






গেলাসের শেষ ফোঁটা মদিরা পান শেষে
প্রজাপতি চলে গেছে গোলাপি ঠোঁট হয়ে,
মেঘের রূপালী বোতাম ঘাসের বুকে বুনে
দেয় মৃত্তিকা অন্তর্বাস।
বউপনা কেউ খুলে দেখে স্বামীর ছাই চাপা
পিরানের জলজ বোতাম,
আস্তিনে লেগে আছে...

মন্তব্য৪ টি রেটিং+১

পঞ্চমী নদী

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫০

জেগে থেকো----পূর্ণিমা আজ,
শরীরের চাঁদ খানি মেলে দিয়ো জ্যোস্নায়।
সাতাশ পূর্ণিমা চোখে মেখে নিলে,
ফি বছর তোমার চোখে জ্যোস্না গড়াবে।
পঞ্চমী শরীর তোমার গোলাপি নদী,
দুই প্রহর রাতে নামি যদি, পাপ গুলি
খুলিখুলি, গোলাপি সোপান...

মন্তব্য১০ টি রেটিং+২

চলে যাব বৃষ্টি দিনে

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

চলে যাব পৃথিবীর শেষ পথ দিয়ে
মুঠো ভরা মেয়েলি কথা নিয়ে।

বারান্দায় ঝুলানো সকাল
উঠানে থুবড়ে পড়া দুপুর
হস্ত রেখার মত মেঠো পথে শেষ বিকেল।
গেল বৈশাখে খুলে রাখা আড়কাঠে
আব্বার শেষ টিকেট -- ইবাদত উপাত্ত,
সব...

মন্তব্য০ টি রেটিং+০

সমাধি ফলক ও একটি জলপাই গাছ

২৭ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৯

মৃন্ময় জাতকের স্তব্ধ নির্বন্ধ জানা গেলে
মুখে পুরে নিয়ো একটি সুপক্ব জলপাই,
পাললিক পাত্রে বপিত হোক মহীরুহ বীজ
যাবতীয় শব্দ নিষিদ্ধ রেখে সমর্পিত হোক স্তব্ধে।
আক্ষেপ নেই, ক্ষন নেই, অপেক্ষা আর--
শীত ঘুম থেকে জেগে...

মন্তব্য১ টি রেটিং+১

তোমার শহরে আমি ভুল পথে হাঁটি

২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৬

তোমার শহরে আমি ভুল পথে হাঁটি
হেঁটে হেঁটে পৌঁছে যাই ঠিক।
তোমার শহরে আমি দিক হারা --
তোমার গলি দিয়ে যখন হাঁটি কেবল ভুল মনে হয়
তবু পৌঁছে যাই।
তুমি পূর্ব দিকে হাঁটলে পশ্চিম...

মন্তব্য২ টি রেটিং+১

১০১১১২১৩

full version

©somewhere in net ltd.