![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
ভেজা দোয়লের চোখ তার চোখে
দিশেহারা ব্যাকুলতা পাখির মতন
তার মুখ আধার বৃষ্টি দিন,
চিরদিন বন হার একা পখি-দোয়েল
আথবা যে কেউ একাকি।
এক ঘেয়ে বৃষ্টির ঘুম রাত
তার ঘুম কেড়ে নেয় স্বপ্নের ব্যাঘাত।
পাখির পালোক...
যখন জীবনের পাশে প্রেম মেলে দিলে
সফেদ শাড়ির মত
উড়িবার আয়োজন ছিল পালকের ভরে
প্রনয় প্রলয় অবিরত।
জোনাকি রং চোখের পাতা প্রাজাপতি হয়ে
উড়ি উড়ি করে
ভিজেছি তোমার রূপালি মেঘের উষ্ণ জোয়ারে।
গোলপ ঘর শহরে...
দেয়াল খসে গেছে,সময়ের ঠাই নেই এখানে
পাকুড়ের শিকড়ের কাছে
সেই দিন পড়ে আছে ঘুণেধরা জানালার পাশে,
কিছু কথা এখনো কি ভাসে ভেজা বাতাসে।
রং পেনসিলে কাঁচা হাতে আঁকিবুকি
মুছে গেছে সময়ের সাথে,
মাছ পাখি প্রাজাপতি...
সে প্রিয়জন ছাড়িল ভুবন যে ছিল ব্যাথার ভাগী
মুছিবেনা জল যতন করিয়া হবেনা অনুরাগী,
সে গিয়াছে রেখে স্মৃতির সুনীল ঢেউ
অথৈ সাগরে দুঃখের সারথি থাকিল না আর কেউ,
এ ক্ষত দাগ মুছিবো কেমনে ঘুচিবে...
শিবু পাল,তোমার শালিক পাখি আজ খাঁচা ছাড়া,
তোমার সে খাঁচাও পাখি হারা,
তুমিও তো সব হারাদের দলে।
তোমার কি মনে আছে শিবু পাল?
থাকারি তো কথা,
জল জঙ্গল ভেঙ্গে নৈদের পুকর সাতরে
কাদা মাখা...
গভীর শব্দহীন চরাচর ভেদকরে বয়ে চলে
অগুন্তি নিশি পাওয়া পতঙ্গ
নারকেল পাতা চেরা, দুধ জোছনা
পড়ে থাকে ঝড়া পাতার করুন বুকে।
তার পর ডুবজল ভেঙ্গে দেয় পূবাল বাতাস
ঘাস আঁকা জমিনে বট ফল...
ভিন গাঁয়ের ও কন্যে তোমার নাম জানিনা
ডাইকবো তোমায় কি নাম ধইরে
তোমার একটা নাম দিতে চাই নিবা কিনা
আমার মত ডাকইবো তোমায় জনম ধইরে,
বকুল তলায় নাম শুনাব, আসবা কিনা।
আমার মাথায় আউলা...
এমন যাওয়া যায় কি গো মানা
ওরে আমার নিঠুরও মোনা,
আমারে তুই সঙ্গে নিলি না।।
আমার সুখের প্রদীপ সঙ্গে নিলি নিভিয়ে তোর দীপ,
এ আধারে ফেলে আমায় তুই হইলি নিশ্চুপ,
এমন তো আর কথা ছিলনা।।
ফুলের...
©somewhere in net ltd.