![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
এক দিন আসিবে দেবদূত ছাতিমের গন্ধ মেখে
চড়ুই পাখির মুখ যেন তার
সরিষার লোভ নিয়ে ঠোঁটে উড়ে আসে
দুপুর রোদের ভিতর
খড়ের চিরকুটে লেখা ঋতুবিহারীর শেষ সংকেত
লিখে দিবে ঘরের কোনে কোনে।
গৃহস্থের ভিতর...
আমার শুধু ঘুম পাচ্ছে ঘুম
তোমার পাড়ায় উড়ছে ফানুস
উৎসব আর রঙ্গের খেলার ধুম।
তোমার কি দোষ,
আমিই কখন ভুলে গেছি
তুমি আমার কাছের হলেও আমিই দূরের মানুষ।
যেমন ছিলাম ২১এ প্রিয়ন্তী মেসে
সব টুকু রোদ পড়তো...
সাদা গোলাপ, ভোর হতে হতেই সূর্যের মতন
তোমার পবিত্র দেহ মন্থিত পুন্য,
গেলাস ভরে কাঁটার মত তীক্ষ্ণ
বাঁকানো নখের সৌন্দর্য উচিয়ে ধিবরের টোপ-
শেষ শিশির বিন্দু উবে যাবার পড়েও
রক্তের প্রতীক্ষায় সশস্ত্র...
পাতার মত আলগোছেতে
হঠাৎ করে ঝড়ে গেলে।
মাটির পিদিম শেষবারে তে
নিভে যাবার আধার কালে।
সব কোলাহল ছিন্ন করে
একলা আমির দলে
মিশবো যখন মহাকালের ফিরতি মিছিলে
তখন তুমি একটু কেঁদো...
আমরা নিরন্ন উপবাসি
আমরা তৃতীয় মানব দল
আমরা একই ভাষাভাষী
আমদের রাষ্ট্র সীমান্ত মুছে যায় ক্ষুধার ভাষায়।
আমরা ক্ষুধা ভোগ করি
ক্ষুধার সাথে বসবাস করি প্রতিনিয়ত
আমাদের অস্তিত্ব যে মাটিতে প্রথিত
সে ভূমিতে...
কখনো মানুষের ছায়া তার চেয়ে বেশি হয়,
বুকের ছাতির মাপ হৃদয়ের কাছে হেরে যায়।
বনসাই বটের বিশাল রূপ ছোট্ট মাটির পেয়ালায়।
ভয়হীন,অন্ধ সাহস সত্যের অপচয়।
জননীর খোয়াব ভাঙ্গা রাতে উচ্চকিত দুই হাত,
সাধ্যের চেয়ে...
সাদা ঘোড়ায় নিষিদ্ধ চাঁদের রেসে
দস্যুর চাবুক রক্তের দাগে মিশে,
শেষ নিঃশ্বাসে পৌছায় পৃথিবীর সকল ঘাতক।
মরিবার আগে,
পুষ্কর জীবন পোহায় রাত্রি দিন,
চারদিক ঘিরি কুম্ভ জাতক।
মন্থন জলে স্থির পদ্ম পুকুর
শিকরে...
তোমার পাশে যদি বসি একটু পাশাপাশি।
তোমার ছায়ায় আমার ছায়ায় গলাগলি করি
নিরবতায় মসগুল।
তোমার শিকড়ে আমার আঙুল
তোমার বাকলে আমার হেলানো পিঠ।
তোমার দুয়ারে যেন কোন চিরচেনা পথিক
পথ নিয়ে গ্যাছে তারে...
ঘুণ পোকার ঘরে লোনা জল ফেনিয়ে ওঠে
পানপাত্র জলজ আধারে ছেয়ে যায়।
তৃষ্ণার রেখা ফুটে ওঠে শুষ্ক ঠোঁটে।
জোয়ারের জল লোহিত দাগে পৌছায়,
পানির বোতল ছুড়ে ফেলে তৃষ্ণার শেষে
গহীনের সৌরভ লেগে...
পিঁপড়ের ঘর বাঁধি চল শুকনো পাতার তলায়
চিনে বাদামের খোলায় ভাসবো না হয়,
হাতে তুলে নিয়ে পোড়া দিয়েশলাই।
শিমুল বীজের ঘুড়ি উড়াই ছেড়ে খোলসের নাটাই
গোত্তা খাওয়ার ভয় কি আছে
বুকের মাঝে থিতানো মাটির টান,
তুই...
রাত্রি, তোমার শিয়রে ঘুমানো পৃথিবী
পৃথিবীর বুকে ছড়ানো মানুষের মুখ
শিশুর মত মানুষের ঘুম, নিঃস্পাপ ঘুম
যেন জন্মাবধি। তোমার দেখার দাবি
রেখেছ এই মাটির পেয়ালায় ঢেকে।
দেখ,সকল কালিমার কুয়াশা মুখ থেকে
উবে...
কুনো ব্যাঙের বুকের তলায় নিষ্ঠ যাপন
আধার কালের তপ্ত হাওয়ায়,
দহন কালে ভাসুক সকল তুচ্ছ প্রান
মৃত্যু নদীর রক্ত ধারায়
আমার তাতে কি আসে যায়।
এখন আমার শঙ্খ জীবন একটু...
তীরের ফলা কাব্য আঁকে হংসীর বুকে,
লেখনির দন্ড ছুড়ে ছিল শিল্পীর হাত।
এক গুচ্ছ সফেদ পালকে কাব্যের ইতিহাস
মহান কবির লিখিবার প্রয়াস।
বিরহী কোন এক পাখির করুন রাত
গল্পের রূপ পায়...
নক্ষত্র পুরির সপ্ত কন্যারা কেটেছিল সাতার,
পানসী মেঘের তলে।
সে রাত নেমেছিল বাবলার ডালে
অথচ কুয়াশা মাখামাখি জাহাজের পালে।
আলো জ্বেলে নাবিকের চোখের দিশা
দিয়েছিল রাতচারী নীল যুবক।
সাগর সেচা জল কেটে নেয় পলে পলে
সমাসীন...
( সুন্দর বন বেঁচে থাক অনাদিকাল।
সুন্দর বনের কাছে দায়বদ্ধতা থেকে এ লেখা।)
-------------------------------------------------------------
সমুদ্র দেবতা তার সাম্রাজ্য থেকে
তোমাদের দূরে রাখতে চেয়েছিলেন।
চেয়েছিলেন তার জল ঝড় প্লাবন থেকে
বিপন্ন মানব কে দূরে রাখতে।
তার...
©somewhere in net ltd.