![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এই আকাশ
কালো হয়ে
বৃষ্টি ঝরে
তোকেই ধরে
ছন্দ ছাড়া
হয়ে আমি
খুঁজি তোরে
আপনমনে
মাঝে মাঝে মনে পড়ে,
সেইসব দিনগুলো, তুই ছিলি যখন
মাঝে মাঝে, কড়া নাড়ে,
সেই দিনগুলো, তুই ছিলি যখন,
তুই রবি আমারই
তুই ছবি আমারই,
তোরে ছাড়া...
বৃষ্টি নামুক আজ আকাশ জুড়ে
ভিজবো দুজন আজ স্বপ্ন সুরে
মেঘ শহরে আজ মেলবো ডানা
হারাবার কোনো নেই সীমানা
ভালোবেসে হাত দুটি ধরো
কাছে এসে আপন করো
ভালোবাসো
পুরনো কিছু অভিমান
পিছু পড়ে থাক না কেন
ভালবাসা বৃষ্টিতে...
আকাশ আঁকা মনের দেয়ালের পাশ ঘেঁষে
মেঘে ঢাকা, আলসে সময়গুলো বড় একা ।।
আমি অন্যরকম এক গান শুনেছি তোমায় শোনাবো
চাইলেই বদলে দিবো আকাশের রং খুব চেনা সুর প্রেয়সীর মুখ
বদলে...
আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেবো না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইবো কেশ, বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন...
ভিজছে কাক, আয়না থাক
দেখুক তোমায় ফুলের দল
পথের বাক, আনতে যাক...
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুঃস্থ বর্ণমলিন কাগজে...
শুনেছি আমারে ভালো লাগে না,
নাই-বা লাগিল তোর,
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া...
একদিন বৃষ্টিতে বিকেলে
থাকবে না সাথে কোন ছাতা
শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়...
দূর পৃথিবীর গল্প শোনো
ছায়ার মতো কিছু স্বপ্ন এখনো
দূরে দূরে চলে যাই...
হাতটাকে ছুঁয়েছো উত্তাপ নিয়েছো
ছড়িয়ে দিয়েছ চারিদিকে
আমি শীত চাদর খুলে...
নও কাছে নও দূরে
কেউ কি বেধেছে সুর ভুল করে
চোখ বুজে নাও খুঁজে...
আকাশ যেন নামতে থাকে
নিচু থেকে নিচু
নীল তারারা মুখ ঢেকে দেয়...
©somewhere in net ltd.