![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঘরের হইনি বাহির আমায় টানে
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে
আমি পথ থেকে পথে যাই
দূর থেকে দূরে
আমি তোমার জন্য গাই
একটা গান সুরে
আমি তোমায় ভুলে বলো যাবো কোনখানে
তাই তোমার হইনি আকাশটা...
ঐতো তোমার হাতের মুঠোয়
চোখের পলক রাখা
আলতো ঘুমে দু ঠোট ছুঁয়ে
ইচ্ছে মেলে পাখা
ঐতো সুখের অবাধ্য মন
কাঁপছিল অকারণ
একই আদর মাহভাদর
একই তো উচ্চারণ
এক মূহুর্ত যায়
এক মূহুর্ত হাসে
অন্য উছলানো গল
অন্য গল্পের ঘাসে...
ফিকে হয়ে আসা অন্ধকার
প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা
সশব্দে ছুটে চলে ট্রেন
ফেলে আসা মুখগুলো ভোরবেলায়
লুকোচুরি আর চোর চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাঁধা...
তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
থাকি আমি ভয়ে দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোনো সুরে
আজকাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মত আমার ছায়ায়
ছায়ারও...
আমি যখন ছোট ছিলাম
খেলতে যেতাম মেঘের দলে
একদিন এক মেঘবালিকা
প্রশ্ন করলো কৌতুহলে
‘এই ছেলেটা, নাম কি রে তোর?’
আমি বললাম, ফুস মন্তর
মেঘবালিকা রেগেই আগুন,
মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো?
আমি বললাম, নিশ্চয়ই হয়,...
অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলবো,
‘অনেকদিন দেখা হয় নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত...
মেঘ নেমে এলো তার জানালার কাছে
হাওয়া ডেকে নিল তার আলগোছে মন
কি জানি তোমার মনে আছে কি না আছে
মুখে যে বলেনি কিছু আমি সেই জন
শুকনো পাতাতে হওয়া সারাটি দুপুর
যার লোভে বাজিয়েছে...
তোমার টানে সারাবেলার গানে
ভোরের অন্তমিল নিশীথ জানে
নিষেধ মানবে দিবানিশি হৃদয়
তোমার কান্না সে কি আমারও নয়
কালের হিসাব দেবে কোন সঞ্চয়
কি যন্ত্রণা পথিক প্রাণে
তোমার সঙ্গে একা দেখা হবে
আমার সুজন তুমি...
কখনও জানতে চাসনি তোকে কতো খুঁজেছি যে কিভাবে
কখনও ডুবুরির বেশে রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবে
কখনও বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতুরে
তুই বললে...
কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ
কিছু কথা কখনো হারিয়ে যায়
উদাস কিছু দুপুর, কিছু ভেঙে যাওয়া সুর
কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়
কিছু হাসিখেলা কাটে সারাবেলা
উদাস পথে হয়তো...
বরষা নামুক, মনখারাপ,
ভেজা দেহে মিষ্টি পাপ,
গুঁড়ো গুঁড়ো আলতাবিন্দু জমাক চুল,
মেঘের ঘর, অন্য দেশ,
ছাদের ডানায় নিরুদ্দেশ,
আজ মনেরা করুক রাতে কৃষ্ণভুল।
সূর্যঘুম, ঝিমঝিমায়,
চোখের পাপড়ি রিনরিনায়,
স্বপ্নভাসি উড়াল হবে প্রেমগাঁদায়,
কদমকেশর হাতের...
একা - শিরোনামহীন
রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায়...
বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান - দি লাস্ট ঠাকুর
বাদল-দিনেরও প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণেরও গান।
মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম...
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
আকাশের নীল থেকে তারার কান্তি এনে
তোমার কপালে ছোঁয়াবো গো
ভাবি মনে মনে
সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে
গোপন স্বপনগুলো জীবনের...
©somewhere in net ltd.