নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘপিয়ন

সকল পোস্টঃ

অবশ অনুভূতির দেয়াল

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪১

তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
তবু তোমার টুকরো ছায়ায়
ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময়
কত স্মৃতি কত সময়
তোমার জন্য পৃথিবীতে
আজকে ছুটির রোদ
নিজের মাঝে তোমায় খোঁজা
আকাশ নীলে তাকিয়ে থাকা

তোমার জন্য পৃথিবী আজ...

মন্তব্য০ টি রেটিং+০

তুমি নাই - বাপ্পা মজুমদার

১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

শ্যামলীতে তোমার কথা ভাৰতে ভাবতে যাই
শের শাহ রোডে এসে দেখি তোমার দেখা নাই
ফুল কিনবো বলে আমি শাহবাগে গিয়ে
তোমার জন্যে কিনে আনি সবুজ রঙা টিয়ে
টিয়ে হাতে অবাক কিছু...

মন্তব্য৩ টি রেটিং+০

বৃষ্টির গান

১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯



সবাই যখন ঘরে লুকায় এই বর্ষায়
আমরা কজন পথে হাঁটি বৃষ্টি গায়ে
আমি জানি চোখ বুজলেই ভিজবে আমার মন
তোমরা শুধুই বৃষ্টি দেখো, ভিজতে বারন!

সাহস করে একবার শুধু পথে...

মন্তব্য৩ টি রেটিং+১

দুনিয়া - আয়নাবাজি - চিরকুট

০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

যা দেখছ তা তানা
সব দেখা জানা না
এক দুনিয়া ফানা ফানা
আরেক দুনিয়া যাওয়া মানা

জগতে জনমে যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন ধরে শুধু বায়না
না বুঝি দুনিয়া...

মন্তব্য২ টি রেটিং+১

আজ শ্রাবণের বাতাস

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪



আজ শ্রাবণের বাতাস বুকে
এ কোন সুরে গায়
আজ বরষা নামলো সারা
আকাশ আমার পায়।

আজ শুধু মেঘ সাজাই মেঘে
আজ শুধু মেঘ বুকে
আজ শুধু বিষ ঢালবে আকাশ
বিষ মেশানো সুখে

দাও ঢেলে দাও
যে প্রেম আমার হৃদয়...

মন্তব্য২ টি রেটিং+১

সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

সেই মন প্রাণ খুলে গল্প করার দিন শেষ
শুধু তাড়াহুড়ো করে যদি কিছু কথা বলে ফেলা যায়
সময় যা ছিল হাতে সবটাই নিঃশেষ
পড়ে আছে শুধু অজস্র অসময়

তাই হলদে পাখিরা এই শহরে আর...

মন্তব্য০ টি রেটিং+০

আলো

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১


কি আশা নিয়ে জেগেছি সকালে
আঁকলাম সূর্য তোমার কপালে
অথচ সারা আকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত।
রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি
আলো আরো আলো
আঁধার ঘনালো।...

মন্তব্য১ টি রেটিং+০

তুমি যাকে ভালোবাসো

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

তুমি যাকে ভালোবাসো,
স্নানের ঘরে বাষ্পে ভাসো।
তার জীবনে ঝড়।

তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর,
আমার দরজায় খিল দিয়েছি,
আমার দারুন জ্বর!
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল,
বাঁচার লড়াই।
আমার মন্ত্রী...

মন্তব্য১ টি রেটিং+০

তাতে কি বা আসে যায়

২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ধরো কোনো সকাল বেলা
কোনো অলস দুপুরে
অথবা মধ্যরাতে
কিংবা কাজের ভিড়ে

ধরো কোন সকাল বেলা
কোনো অলস দুপুরে
অথবা মধ্যরাতে
ব্যস্ত কাজের ভিড়ে

বলিনি কতটা ভালবাসি
ধরিনি হাতটা তোমার
তাতে কি বা আসে যায়

সেই খুনসুটি অথবা অভিমানে
বৃষ্টিদিন কিংবা সূর্যস্নানে
অপেক্ষায়...

মন্তব্য০ টি রেটিং+০

তোমাকে ছুঁয়ে দিলাম

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:০০

আজ ঠোঁটের কোলাজ, থামাল কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম।
নাম, বুকের বোতাম,
হারানো খাম,
আজ কেন যে খুঁজে পেলাম।
দিন, এখনো রঙিন,
এই দিন, এখনো রঙিন,
তাকে আদরে তুলে রাখলাম।
মন রাখা আছে কোন
ঈশান কোনে বিষণ্ণতায়,
চোখ,...

মন্তব্য০ টি রেটিং+০

তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার কানে
সেই চিঠি যত লেখা থাকে একা একা
সেই গানের না শোনা সুর একা একা আঁকা
ছুঁয়ে যায় তবু কখন...

মন্তব্য৪ টি রেটিং+৩

কি সুর বাজে আমার প্রাণে

১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৯

কি সুর বাজে আমার প্রাণে আমিই জানি, মনই জানে॥
কিসের লাগি সদাই জানি, কাহার কাছে কি ধন মাগি-
...

মন্তব্য১ টি রেটিং+২

বৃষ্টিবিদায়

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

ইচ্ছে গাড়ি দিচ্ছে তাড়া, টুকরো একটা ভোর
আমার পাশে এইতো আমি, দুজনের সফর
ব্যাগে নিলাম হালকা টি-শার্ট, আলগা অভিমান
ওই গাছের কাছে সবুজ ঝালর, ঢেউয়ের কাছে স্নান।

বৃষ্টিবিদায় বৃষ্টিবিদায়
ভিজি আমারই মতন,...

মন্তব্য৫ টি রেটিং+৩

ইচ্ছে ঘুড়ি

০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২০

এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি
সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।

হঠাৎ খেয়ালী...

মন্তব্য০ টি রেটিং+০

খড়কুটো

৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

সামনে পেছনে ডাঁয়ে আর বাঁয়ে যেদিক থেকে দেখো
জীবন তোমার একটাই গেলে আর খুঁজে পাবে নাকো
ঘুমে জাগরণে কেন প্রাণপণে কিসের পেছনে ছোটো
একটাই শুধু জীবন তা হবে না কখনো...

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.