![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
আকাশ জোড়া মেঘ, আর বৃষ্টি ভেজা মন
হৃদয় বলে পাশে থাকুক আমার আপনজন।
পাবো কি তারে...? হারায়ে এমন, খুঁজি তারে বারে বারে
দেখেনিতো কেউ লুকিতো প্রেম, এই হৃদয়ো মাঝারে।
শূণ্য এ বুকে ছিলো যে...
মাগো তোমার অপার দয়ায়, জন্ম হলাম আমি
ইচ্ছে হয় সারাটাজীবন, তোমারই চরণ চুমি।
জন্ম হলাম আমি যখন, কেউ ছিলনা পাশে
চেয়ে ছিলাম তোমার চোখে, একটু আদর পাবার আশে।
দুঃখ, কষ্ট, যাতনা ভুলে কোলে নিলে...
ভালোবাসার বৃষ্টিতে, তুমি আমি একসাথে
মিলবো দুজন শ্রাবণো ধারার সৃষ্টিতে আর সৃষ্টিতে।
আজকে তোমায় পাবার আশে, মন মাতে ঐ মন মাতে
চাইবো শুধু তোমার চোখে, দৃষ্টিতে আর দৃষ্টিতে।
একটুখানি ছোঁয়ার আশে, মন রাঙে ঐ...
যে ছিল আমার স্বপ্নচারিনী, হে মোর মনোহরিনী
শুধাই তারে ওগো মধুযামিনী
জেগেছে মনে আমার সপ্তসুরের রাগিনী।
চলে এসো তুমি কোন এক শ্রাবণে
ভালোবাসবো তুমায় আঁখীর বাঁধনে।
মিছে মিছি দূরে সরে থেকোনা দাঁড়ায়ে
চেয়ে দেখো ঐ সূয্যিমামাও...
তুই আসবি কখন বল?
আমায় সঙ্গে নিয়ে চল।
হাতে হাত ধরে ভেসে যাবো দু-জন
নিয়ে জোনাক সারির দল।
তুই আসবি কখন বল?
তুই আসবি কখন,
সহে না যে মন, খুঁজে তোকে অন্তপ্রাণ
ঘুরবো মোরা চড়কের মেলায়, সকাল...
আকাশ জোড়া মেঘ, আর বৃষ্টি ভেজা মন
হৃদয় বলে পাশে থাকুক আমার আপনজন
পাবো কি তারে...? হারায়ে এমন খুঁজি তারে বারে বারে
দেখেনিতো কেউ লুকিতো প্রেম এই হৃদয়ো মাঝারে
শূণ্য এ বুকে ছিলো...
মাগো তোমার অপার দয়ায়, জন্ম হলাম আমি
ইচ্ছে হয় সারাটাজীবন, তোমারই চরণ চুমি।
জন্ম হলাম আমি যখন, কেউ ছিলনা পাশে
চেয়ে ছিলাম তোমার চোখে, একটু আদর পাবার আশে।
দুঃখ, কষ্ট, যাতনা ভুলে কোলে নিলে...
নীল আকাশের চাঁদনী তুমি, বাজাও আপণ সুর
বরিষার ছন্দে মাতে, তোমারই পায়ের নুপূর।
কঙ্কনেরই শব্দ শুনে, মনে জাগে শিহরন
কোন মাসেতে তুমি আসবে বন্ধু, আষাঢ় নাকি শ্রাবণ।
ওড়নাখানি উড়ালে তুমি, কোন আকাশের পানে
চেয়ে...
কোন সে আলোর পরশ, আজি লাগলো মোর গায়
জানিয়ে গেলো এ কোন বার্তা মনে আমার হায়।
মনটা আমার ছিলো কতই নানান পাখির গুন্জরে
সকাল হলেই পাড়ি দিতাম নদী কিংবা প্রান্তরে।
বড় হবার আশে...
আর কি গো হবে দেখা, এই বাংলার মুখ
যার সান্নিধ্যে কাটিয়েছিলাম, জীবনের সুখ-দুঃখ।
তোমার বক্ষে জন্মে মাগো, জীবন হলো ধন্য
কেমনে শোধিবো তোমারী ঋন, আমি যে বড়ই নগন্য।
ফুলে, ফলে, জলে বসুন্ধরা, তোমারী স্নেহের...
আমি আবার প্রেমে পড়লাম
তোমার চোখের ঘূর্ণিস্রোতে আমি দিশেহারা হয়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম
আমি যবে দেখি, বাতায়ন খুলে, পৌষের হাওয়ায় শিশির খেলে
প্রজাপতিরা ডানা মেলে মেলে, সকাশে উড়ে যেতে দেখলাম
আমি তখনই প্রেমে...
যে ছিল আমার স্বপ্নচারিনী, হে মোর মনোহরিনী
শুধাই তারে ওগো মধুযামিনী
জেগেছে মনে আমার সপ্তসুরের রাগিনী।
চলে এসো তুমি কোন এক শ্রাবণে
ভালোবাসবো তুমায় আঁখীর বাঁধনে।
মিছে মিছি দূরে সরে থেকোনা দাঁড়ায়ে
চেয়ে দেখো ঐ সূয্যিমামাও...
আজ আমি দূর্নিবার, মহাবিশ্বের এক ভয়ংকর জলোচ্ছ্বাস
শশ্মানের আগুনে পুরিয়ে দিলাম তাই ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস।
আমি ক্রোধ, আমি বিষাদ
আমি যেদিকে যাহা পাই, তাই করে দেই নিপাত
আমি কষ্ট, আমি বিলাপ
আমি মায়ের কোলে...
বসন্তেরই কালে কোকিলের কুহুতানে
ডাইকো বন্ধু আমায় তুমি মানে অভিমানে
আসবো বন্ধু আমি চুপটি করে বসো
ভালোবাসার কথা কব মন ভরে শুনো
নীলিমার সব রং দিয়ে সাজাবো তোমায়
রংধনুর সাতটি মাখবো তোমার গায়
দীঘল কালো চুল,...
বাতাসে তার সুরভি যেন মন হারিয়ে যায়
যেমন মরুর বুকে পথিক তার শ্রান্তি খুঁজে পায়
মায়ায় ভার মুখ তার নিষ্পাপ দুটি চোখ
যেমন সন্ধ্যে হলেই নীড়ে পাখি, নিয়ে রঙিন সুখ
কোমল তার শরীরখানা দেখতে...
©somewhere in net ltd.