![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ সবার সাথে মিশতে পছন্দ করি ।
আতাউল্লাহ আরাবী
কাব্যহীন কবি আমি জলাহীন তরী,
রাজ্যহীন রাজা আমি ডানাহীন পরী।
পথে ঘাটে হাটে মাঠে চলি একা একা,
সন্ধানী চোখে শুধু ধু ধু মরীচিকা।
ভাগ্যের বাতায়নে যদি আসে দুঃখ,
বিনিময়ে পরপারে পাবে তুমি...
আতাউল্লাহ আরাবী
আমরা দুচোখে যাকিছু দেখি সবকিছুরই স্রষ্টা তুমি,
তোমার হুকুমে হয়েছে সবি তোমার উপমা শুধুই তুমি।
প্রভাতে সূর্য উঠে লালিমা হয়ে আলোকিত করে চারিধার,
আবার অস্ত হয় গোধুলি বেলায় সবখানে হয়যে আধার
দিবা-রজনীর পালাক্রমের...
আতাউল্লাহ আরাবী
আল্লাহ তোমার প্রিয় বান্দা হযরত মুহাম্মাদ
তোমার রহমে আমরা হয়েছি শেষ নবীর উম্মত
তাহার উছিলায় আমরা পেয়েছি সত্য সরল পথ।
তোমার নবীকে স্বীকার করেনি যারা কাফির মুশরিক
নবীকে পেয়েও পেলোনা হেদায়াত তাহাদের শত...
আতাউল্লাহ আরাবী
মা আমার জগৎ সেরা প্রিয় একটি নাম
মা ছাড়া এই জগতে নেইযে কোন দাম
মায়ের মত নিঃস্বার্থ নেই যে ভালোবাসা
মা নিয়ে ত্রিভূবনে আমার সকল আশা
মা ছাড়া এক মুহুর্ত বাচা বড়...
আতাউল্লাহ আরাবী
বাবা আমার অতি আপন অতি শ্রেষ্ঠ জন
বাবার জন্য লিখতে কিছু চাচ্ছে আমার মন
বাবা হলেন সন্তানদের সেরা মহাজন
বাবা ছাড়া সন্তানদের কে আছে আপন
শ্রদ্ধা ভরে বাবার কথা করি যে স্বরন
সন্তানদের রেখে...
আতাউল্লাহ আরাবী
কবিতার মাঝে বলি হে বন্ধু,
বিদায়ের কিছু কথা।
বলিব কী আর জমানো স্মৃতি,
মনেযে অনেক ব্যাথা।
যাহাদের পাশে ছিলাম আমি,
চলে যাবে তারা দূরে।
কাওকে হয়ত পাবনাকো আর,
বিশ্ব জগৎ জুড়ে।
চক্ষু আমার অশ্রু সিক্ত,
হৃদয়ে বিদায় বাশি।
কে...
আতাউল্লাহ আরাবী
কে আমার বন্ধু হবে?
কাছে আমায় টেনে নিবে।
আদর করে নিবে কোলে
কষ্ট আমি যাব ভুলে
হাত বুলিয়ে দিবে আদর
ভাবব তাকে মায়ার চাদর
মনটা হবে শান্ত পাখি
শিতল হবে সিক্ত আখি
চাইনা কারো প্রেমের সাগর
মন...
আতাউল্লাহ আরাবী
সতী নারী সাজে রাত্রী বেলায় স্বামীর খুশির তরে,
বেহায়া নারী, দিবসে সাজিয়া থাকেনা আপন ঘরে।
লায়লার প্রেমের দাবি সবাই করতে পারে,
লায়লাতো স্বীকৃতি দেয়না সবার তরে।
মরিবার তরে এসেছি জগতে বাচিবার তরে নহে,...
আতাউল্লাহ আরাবী
মুখে থাকে লাজ বুকে থাকে ভয়
চোখে হয় শুধু বলা
এমনি করেই প্রেমের জগতে
শুরু হয় পথ চলা
চলিতে চলিতে দেখিয়াছি কত
প্রেম নিবেদন খেলা
প্রেম সাগরের উত্তাল ঢেউয়ে
আমি যে ঠুনকো ভেলা
আমার হৃদয়ে তুমি...
আতাউল্লাহ আরাবী
আমার একটা পাখি আছে
নাম যে তাহার মুম
আমায় অনেক ভালোবাসে
ঠোটে আকে চুম
মুম পাখিটা ভীষন ভালো
থাকে আমার কোলে
আমার সাথে থাকে সদা
যায়না আমায় ভুলে
মুম পাখিটা অনেক মজার
সব কথা মোর বুঝে
একটু চোখের...
আতাউল্লাহ আরাবী
সবাই দৃষ্টি মেলে স্বার্থের পানে
আমি শুধু ছুটে যাই ভালোবাসার টানে
হৃদয় স্বপিলাম তাই শুধু তোমাকে
নিঃস্বার্থ ভালোবাসায় পাবে আমাকে
নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে চেন
চেনার পথে কোন ভুল না হয় যেন
কিছুই পাবার আকাংখা...
আতাউল্লাহ আরাবী
লিখেছি অনেক ছন্দ কথন
আবেগ তাড়িত হয়ে
বলেছি অনেক প্রেমের বচন
প্রেয়সী তোমায় নিয়ে
দেখেছি অনেক রাত্রী স্বপন
কল্প মনের ছলে
করেছি অনেক দূর আলাপন
ক্ষুদে বার্তায় কলে
দিয়েছি অনেক প্রেমের কবিতা
মনের ভাবনা একে
চেয়েছি কিছু আদর মমতা
বেলা...
আতাউল্লাহ আরাবী
মুম পারেনি আসতে কাছে
পরিবারের জন্য
সে কারনেই কতনা প্রেয়সী
ধরিয়াছে পথ অন্য
কেউ বা ফাসির রশিতে ঝুলেছে
কেউ বা খেয়েছে বিষ
বিরহ জালায় অতি বেদনায়
দুনিয়া ছেড়েছে ইস
কেন যে, বুঝেনা নিকট স্বজন
কিংবা পরিবার
প্রিয়জন ছাড়া...
আতাউল্লাহ আরাবী
মনের মত বান্ধবী চাই
করতে জীবন সঙ্গীনি
দুই হৃদয়ে থাকবে সদা
বন্ধুত্বের বন্ধনী
মনের কথা বুঝবে আমার
থাকবে আমার হয়ে
কুড়ে ঘরে থাকতে রাজী
ঐ যে দূরের গায়ে
আমি তাহার প্রিয় হব
সে হবে মোর প্রিয়া
ভালোবেসে আদর...
আতাউল্লাহ আরাবী
তুমি প্রেম করনী?
প্রেমের মর্ম বুঝনী?
প্রেম কারে কয় চেননী?
আগেকার প্রেমিক হত প্রেম ভিখারী
এখন কেবলি তারা রুপ শিকারী
অবুঝ নারীরা হয় চির দুঃখিনী
প্রেমে হাসি প্রেমে ভাসি প্রেম ভালবাসি...
আগেকার প্রেমে ছিল বাধার পাহাড়
প্রেমিক...
©somewhere in net ltd.