নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

সকল পোস্টঃ

নেতাঃ দ্বীপ সরকার

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯


টান টান ভাষণে উপচে পড়ছিলো ক্ষ্যাপা,
আঙুল উঁচিয়ে ধরছিলো শারীরিক ভঙ্গিমা
অতঃপর মৃদস্বরে নেমে আসলো বাস্তবতা...
.
জনগন সব বোঝে -
নিন্দিত ব্যাকরনের কমা সেমিকোলন থাকেনা।
ভেতর বাহির বৃদ্ধাঙ্গুলির হাহাকার ক্রমশঃ ফুটে ওঠে।
.
লেখাঃ১৯/৮/১৭ইং

মন্তব্য০ টি রেটিং+০

খসড়া পাঠ / দ্বীপ সরকার

২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

খসড়া পাঠ

দ্বীপ সরকার

এটা আমার চুড়ান্ত কবিতা নয়
খসড়া বলে চালিয়ে দিতে চাই....

তোমরা এই কবিতা পড়বেনা
কারন কবিতা হতে হলে প্রথমতঃ
মানুষের কথা বলতে হবে।
কিন্ত এই সব প্রজাতন্ত্রের মানুষগুলোকে
কবিতার আবহে ক্যামনে এনে বলি
আমার কবিতা...

মন্তব্য২ টি রেটিং+০

বৃষ্টিশাবক/ দ্বীপ সরকার

০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩০


আজকে একটা বার্মিজ সেন্ডেল কিনছিলাম।শানু আমাকে বললো \'\'বর্ষার দিনে এটাই ঠিক,,
আমি সেন্ডেল কিনে পুরনো সেন্ডেল দুটো প্যাকেটে উঠিয়ে নতুন জোড়া পায়ে দিয়ে হাঁটছিলাম। সত্যিই দেখি সেন্ডেলের নিচে বৃষ্টিশাবকদের সার্কাস ,...

মন্তব্য৬ টি রেটিং+২

গোখরা/ দ্বীপ সরকার

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:২২


\'\' তখনও জীবিত ছিলাম -
যতক্ষণ লেজটা কিঞ্চিত অবশিষ্ট ছিলো,
আমি এই রকমই একটি প্রগতিশীল সাপ।

আমি খুব সাদাসিধে -ভীষণ পরিপাটি,
জড়তা ভাঙা স্বভাবে হাঁটি,
ঈশ্বর ছায়া ভুলে আমার পথে আসে।
আমিও ক্রমশঃ এঁকে বেঁকে...

মন্তব্য২ টি রেটিং+০

কাব্যালোচনা / তাপস বিশ্বাস

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:১৬

গোখরা/ দ্বীপ সরকার
\'\' তখনও জীবিত ছিলাম -
যতক্ষণ লেজটা কিঞ্চিত অবশিষ্ট ছিলো,
আমি এই রকমই একটি প্রগতিশীল সাপ।

আমি খুব সাদাসিধে -ভীষণ পরিপাটি,
জড়তা ভাঙা স্বভাবে হাঁটি,
ঈশ্বর ছায়া ভুলে আমার পথে আসে।
আমিও ক্রমশঃ...

মন্তব্য২ টি রেটিং+১

একটা ঘুম একটা ঘাম একটা একাত্তর

৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৪৩

ঘুম থেকে উঠলেই ইদানিং চোখগুলো
দ্রুত বায়োস্কপ থেকে বেরিয়ে পড়ার মত
আচনক খুলে ফ্যালে রাত,
ঘুমটা রাত্রীদের বায়োস্কপের মত।
অথবা জনাকীর্ণ দূপুরে সেঁটে থাকা স্বপ্নরোদ।

একটা বীজ খুব চেনা লাগা ধানের মত,
অন্য বীজটা হুতুমপেঁচার...

মন্তব্য৩ টি রেটিং+২

নদীর নাম যমুনা এক্সপ্রেস

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৬



চেনা পথটা হারিয়ে গেছে
অচেনাপথটা মৃতঃ
এক পথে ঘোলাটে কাদা ঘাপটি মেরে থাকা-
আরেকটা সংক্রামকবাহী ধুলো,

যে পথটা হারিয়ে ফেলেছি তা ছিলো
তরমুজ চেরা নদীপথ -
নদীর নাম যমুনা এক্সপ্রেস,
রঙিন ও সারি সারি কদম্বের কোরাস,
এই পথেই...

মন্তব্য১ টি রেটিং+১

নদীর নাম যমুনা এক্সপ্রেস

১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩২

চেনা পথটা হারিয়ে গেছে
অচেনাপথটা মৃতঃ
এক পথে ঘোলাটে কাদা ঘাপটি মেরে থাকা-
আরেকটা সংক্রামকবাহী ধুলো,

যে পথটা হারিয়ে ফেলেছি তা ছিলো
তরমুজ চেরা নদীপথ -
নদীর নাম যমুনা এক্সপ্রেস,
রঙিন ও সারি সারি কদম্বের কোরাস,
এই পথেই...

মন্তব্য০ টি রেটিং+০

এই সব কবিতা হতে পারতো

১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২



কবিতা মানেই প্রেম বিরহ,সুখ দুঃখ,প্রকৃতি ;

অথচ একটা কথা বলতেই হয়
লাশকাটা ঘরের কোন প্রাণ নেই,
কারন,ওখানে অস্ত্রের যুক্তি চলে।
লাশ কাটার চাকু, কুড়াল,দা, ছুরি,
দূর্গন্ধময় নিঃশ্বাস,ভয়,
এই সবও কবিতা হতে পারতো-
তাকে যদি কবিতা...

মন্তব্য৩ টি রেটিং+১

মানচিত্র ঘুমালে / দ্বীপ সরকার

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯



ঠিক উন্মুক্ত শরীর, বাদাম চেরা স্তন বেয়ে
আসা ক্লীব লিঙের আত্না,
অসম্ভব ভয়ের বেড়াল ঝাঁপিয়ে পড়ে যেনো,
জড়বস্তুও আচনক খুলে ফেলে চোখ।
.
দয়িতার নাটকে ধর্মের জয় দেখে অধর্মের চোরাবালি কান্না,
আমরা গুটিকতক চিত্রানদীর জোসনা,
পালকহারা...

মন্তব্য৪ টি রেটিং+১

গ্ল্যামার

১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২


গ্ল্যামার
~
দ্বীপ সরকার
~
চোখে চোখে রেখে নদী হয় অরণ্য
অরণ্যের সাপ হয় জলপ্রপাত
তিলক পড়া ঘুঙৃরের নিচে ফুলটা কি বন্য?
বুকের নিচে আমার কি যে অপঘাত।
~
কিঞ্চিত অবশিষ্ট থেকে ডুবে যায় সন্ধ্যা
তখন কে যেনো ডেকে...

মন্তব্য০ টি রেটিং+০

বিষণ্ন ঠোঁট

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৪১


বিষণ্ন ঠোঁট

দ্বীপ সরকার

তুমি যতোটা ক্ষত দেখ পিচ সাঁটা সড়কে
তৃষ্ণার্ত বুক পোড়ে কাঠ খড়ি নরকে
নিস্তবদ্ধ সুনসান হৃদয়, বিষণ্ন ঠোঁট
ও ঠোঁটে উষ্ণতা ভরা নক্ষত্রের নোট;
পিদিমহীন আঁধার,চিলেকোঠার রাত
বিরক্তিকর প্রশ্নে থেমে যায় করাত।

খরচহীন ধ্যান...

মন্তব্য২ টি রেটিং+০

অভিমানী রোদটা সরে সরে যাচ্ছিলো / দ্বীপ সরকার

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩


এখনকার শীতের রোদ
পাকা টমেটোর মত কালারফুল জানেনতো,
সকালে জানালাটা খুলতেই হির হির করে
দাঁত কেলিয়ে ঢুকে পড়ছিলো বেড রুমে।
সেই রোদকেই ধরতে গিয়েছিলাম-
রোদটা ক্রমশঃ সরে সরে যাচ্ছিলো।
আমার পোষা পাখির মতই
ঘরে...

মন্তব্য১ টি রেটিং+১

সিজোফ্রেনিয়া শীত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বৈদ্যুতিক খুঁটি বেয়ে নেমে আসা দয়িতার শীত
দরিদ্রদের উঠোনে নামাচ্ছিলো কুয়াশার প্লেন,
আমি দারিদ্রতা ভুলে প্লেট ভর্তি শীতকে
সেঁক দিতে শুরু করি উনুনে।

সিমের মাচানে যে রৌদ্র সাংসারিক হচ্ছিলো
বলে আমি মনে করেছিলাম-
অক্ষরের...

মন্তব্য৩ টি রেটিং+১

চাঁদবালিকা এবং একজন কবি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯



তখনো একদলা চাঁদ ঢালছিলো জোসনা,
চোয়ানি খেকো গোঁফওয়ালা লোকটি নামাচ্ছিলো রাত,
গ্রামের মেঠো রাস্তায় শরতগুলো
ঢেলে দিচ্ছিলো চাঁদের শরীর।
এবং ধানক্ষেতে সুবিধা বঞ্চিত শিশির ।

চাঁদনি রাত বলে কথা -তাই
রাস্তার পাশেই বসা ছিলো...

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.