নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

সকল পোস্টঃ

আমার মৃত্যুরা অন্য রকম

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩

আমার মৃত্যুরা অন্য রকম....

ক্ষত থেকে ক্যান্সার না হয়ে
হয় কবিতার পান্ডুলিপি,
হয় শীতকালীন এ্যলোভেরার ঘ্রাণ,
ওরা যখনই এসে ঘারে বসে
প্রশ্ন তোলে ঈশ্বরের,
তখন আমার চোখে জন্ম নেয় আয়নার বীজ;
সে আয়নায় আমার মৃত্যুরা...

মন্তব্য০ টি রেটিং+০

রাজ্যটি আমার প্রেমিকার

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

জোনাকীর পিঠ থেকে যখন ধেয়ে আসে
আঁধারের পালক
চারপাশ বিবস নগরীর ঘুম নামে তখন
অথচ রাতগুলো শুনতে চায়নি কখনো
বেদখল হওয়া একটা রাজ্যের গল্পোঃ

প্রেমিকাকে একদা একটা রাজ্যই ভাবতাম-
যার কেশগুলো বেয়ে নেমে আসতো
অমাবস্যার...

মন্তব্য১ টি রেটিং+০

মাতাল / দ্বীপ সরকার

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭


তোমরা যেমন মাতাল বলো
তেমন মাতাল আমি না
যাচ্চে মত যেমন তেমন
আমি কারো স্বামী না।

মদকে এবার বলে দিছি..
প্রেমের মত নেশা নাই
প্রেমকে তাই আঁজলা করে
মদের মতই গিলে খাই।
লেখঃ ৮/১২/১৬ইং

মন্তব্য০ টি রেটিং+০

নিয়ম

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭


তবু প্রেমিকা এসে প্রেম সঁপে দিচ্ছে-
.
তার ঠোঁট ব্যপে চিলতে খানেক হিম
খনন করে চলেছে অনুভূতির চর
এবং চা\'র কাপে উড়োচ্ছে ফিটনেসবিহীন
বাসের কালো ধুঁয়ো।
.
নিয়ম বলে একটা কথা আছে-
শীতের চাতালে কুয়াশার মোড়কে
যখনি দেখি...

মন্তব্য১ টি রেটিং+০

মনে আজ দারুণ খরা

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০


সারা রাত একটা বালিশহীন ঘুম;
চোখের রেটিনা থেকে খালি হচ্ছে সমুদ্র-
শুণ্য চারনভূমিও হবে বলে জানিয়ে গেলো
পৈত্রিক কিছু দুঃখ।
.
আজ আমি বলতেই পারি
আমার চোখ দুটো পোয়াতি মেঘের মত
ফেটে বেরোচ্ছে অজস্র গান্ধিপোকাড় ঘ্রাণ,
অথচ...

মন্তব্য২ টি রেটিং+০

রাজ্যটি আমার প্রেমিকার / দ্বীপ সরকার

০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮


জোনাকীর পিঠ থেকে যখন ধেয়ে আসে
আঁধারের পালক
চারপাশ বিবস নগরীর ঘুম নামে তখন
অথচ রাতগুলো শুনতে চায়নি কখনো
বেদখল হওয়া একটা রাজ্যের গল্পোঃ

প্রেমিকাকে একদা একটা রাজ্যই ভাবতাম-
যার কেশগুলো বেয়ে নেমে আসতো
অমাবস্যার...

মন্তব্য০ টি রেটিং+০

অস্তিত্বের কাছে ফেরা হয়না / দ্বীপ সরকার

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৯


অস্তিত্বের কাছে ফেরা হয়না আদৌ
কারন,জন্মের কাছে যেতে বৃদ্ধ হতেই হবে।

আস্তিত্বের যুক্তিতে যেতে যেতে
গন্তব্যের ঘাড়ে চেপে অজস্র গল্প আসে;
যেমন দৃষ্টিহীন থাকা এই অন্ধ অমাবস্যার
চরিত্রে সতীত্বের প্রশ্ন উঠতেই পারে,
কারন, ওখানে...

মন্তব্য১ টি রেটিং+০

কবিতা তুমি চলে এসো

০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৬


কবিতা তুমি চলে এসো
অনেক দিন লিখিনা কিছু।
.
রামপাল আসবে সুন্দর বনের লাবণ্যতা মাড়িয়ে
এই সুখকর দিনের বার্তা
কলমের ডগায় ভরিয়ে
দ্রোহের খামে।
.
জঙ্গি খামে রক্তখেকো কুত্তার মিছিল গোপনে
প্রকাশ্যে, ধর্মের দাবি তুলে
নীতির মাল্য ছিঁড়ে
ভুলের...

মন্তব্য৪ টি রেটিং+১

কোরবাণী

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১


অতঃপর
গোটা পৃথিবীশুদ্ধ রক্তপাত হলো,
গরু দুম্বার শরীর জেনে গেলো সওয়াব
আত্নশুদ্ধিতে মুখস্থ্য করি ত্যাগ আর তিতিক্ষা।

দীঘল ভ্রমণে ফেরেস্তাদের নেমে আসার
শব্দে ঘুম ভাঙ্গে নিরেট আত্নার
উৎসর্গে নামি হাঁটুজল চিন্তায়
একেকটা চাকুতে মেরে ফেলি...

মন্তব্য০ টি রেটিং+০

আমি পাথর হতে চাইলে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০


আমি পাথর হতে চাইলে
তুমি এসে বল্লে হতেই পারো,
অতঃপর আমি পাথর হয়ে গেলাম
নিরেট, নিখাদ দগদগে নীলচে পাথর।
ইদানিং ক্রীমলেপ্টানো ব্রাশে
ক্র্যাশ করে ফেলি পাহাড়
কারন,আমি যে পাথর
অথবা পাথরের মতই।
.
আমার পিটের অপোজিটে
এখন ক্ষয়ে যায় ভিসুভিয়াস
আগুণলেপ্টানো...

মন্তব্য২ টি রেটিং+০

কাল যেনো অকালেই না হারায়

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

সময় আসে সময়ের গর্ভ থেকে খুঁড়ে খুঁড়ে
এক বাটি ইতিহাসের সওদা নিয়ে
কথা হয়, গল্প হয়,প্রেম হয়,প্রনয় হয়,
অতঃপর খোসা পড়ে রয় শেষে।
সময়গুলো বিলীন হতে থাকে জ্যামিতির কাছে ;
কারন জ্যামিতিও ইদানিং...

মন্তব্য০ টি রেটিং+০

জাতির জনক এবং ইতিহাস/ দ্বীপ সরকার

১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৬


তাকে ভুলে যাবার মানেই
জাতিকে ভুলে থাকা,
ইতিহাস নড়ে চড়ে বসেছে
ইতিহাসকে ঠকাবার কি আছে।
তুমি হয়তো বাঙালি হতে পারোনি
তবে দায় মুছবার জো নেই,
কারন পিতৃহীন থাকতে নেই বেশি দিন।

প্রেক্ষাপটে ইতিহাসের চশমায়
দ্রোহের...

মন্তব্য১ টি রেটিং+১

তুমি নেই হে বঙ্গবন্ধু

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭


তুমি নেই হে বঙ্গবন্ধু
স্মৃতির মিছিল হাঁটে চৈতন্যজুরে -নিঃশেষ হলে
তুমি নেই হে বঙ্গবন্ধু
রোদপড়া সূর্যের চিতা মহাযুগ ধরে একলা চলে
তুমি নেই হে বঙ্গবন্ধু
পদ্মা যমুনার গাঢ রঙে ইলিশের স্বাধীনতা আঁকি
তুমি নেই হে...

মন্তব্য০ টি রেটিং+০

জিম্মিদশা

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪


জিম্মিদশা
.
দ্বীপ সরকার
.
কবে থেকে টার্গেট
আর্টিজেন বেকারি
ফরেনার আড্ডায়
পেয়ে গেলো শিকারী ।
.
ছোরা চাকু বন্দুকে
ঢুকে গেলো দম্ভে
বুক নাক সই করে
গুলী চলে লম্বে।
.
প্লান বুঝে মেরে দিলো
গ্রেনেডের হামলা
গুনে গুনে বিদেশীদের
প্রাণ এখন সামলা।
.
আর্টিজেন নিয়ে বেশ
সারা দেশে...

মন্তব্য৪ টি রেটিং+১

বৃষ্টির চোখ নিয়ে শ্রাবণ কাঁদে / দ্বীপ সরকার

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫২


বৃষ্টির চোখ নিয়ে শ্রাবণ কাঁদে,ওকে কাঁদতে দাও..
আকাশের গ্রন্থি ছিঁড়ে প্লাবন নামে নামুক।

স্যাঁতসেঁতে দূপুর ঈশ্বরকে শিখায় বৃষ্টিপাঠ
ওহে বৃষ্টি ! সঙ্গম শেষে ঢেলে দাও তারুণ্য
রোদমুদ্রা খেয়ে নিক বালিকার কান্না
কাঁদোয়া বালিকা বুনো হাঁস...

মন্তব্য১ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.