![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।
ভুল সাহস
.
দ্বীপ সরকার
.
যতোটুকু সাহস দেখিয়েছি
তা ছিলো ভুল সাহস....
তাই অরণ্যের মর্মরে ধ্বনিকে এখন কান্না ভাবি
পর্বতের ঝর্ণাকে ভাবি পাথরের গীত।
.
তোতে অংশিদারীত্বের শর্তে নির্মাণ
করেছিলাম উর্বর সবুজ,
অথচ কেউ বুঝিনি
পাথরে পাথরে তারুণ্যের...
মনে নেই
দ্বীপ সরকার
মনে নেই
কবে যে ধানক্ষেতে গিয়েছিলাম,
মনে নেই
কখন কবে একটুকরো ভোরের শিশির
শরীরে লেগে বলেছিলো
" আবার এসো কবি
এই সবুজ প্রান্তরে,,
স্মৃতি বিজরিত মাঠ,
সারি সারি হাওয়ার ক্রেচ,
পেঁচাদের বিবৃতি দেয়া লেজগুটানো শিষ,
আমার মনে নেই।
এই...
যন্ত্রণা সইবার শক্তি আছে
.
দ্বীপ সরকার
.
এই মেয়ে চেয়ে চেয়ে দেখ্
আমি কি রকম ঢঙে
গিলে খাই যন্ত্রণার মাখম,
আমার জিভ জুড়ে অজগড়ের বিষ,
ত্বকজুড়ে গন্ডারের চামড়া,
অজস্র সইবার শক্তি আছে।
অনায়াসে সহ্য করতে পারি
বৈরিতার ইট পাটকেল।
.
আমার চোখে...
বিপণ্ণ ঝিঁঝিঁ পোকার রাত
দ্বীপ সরকার
অনৈতিক ব্যাপার বুঝে
রাতগুলো আস্তিনে ঢেকে রাখে আঁধার,
ততক্ষণে বিপণ্ন ঝিঁঝি পোকারা
মুখস্থ্য করে ফেলে নাগরিক গলিপথ,
এপথ ওপথ, সবখানে রাতের ডানা মেলে
ছড়িয়ে ছিটিয়ে দেয় জোনাকির সলোক,
ঝিঁঝি পোকারা...
বিপণ্ণ ঝিঁঝিঁ পোকার রাত
দ্বীপ সরকার
অনৈতিক ব্যাপার বুঝে
রাতগুলো আস্তিনে ঢেকে রাখে আঁধার,
ততক্ষণে বিপণ্ন ঝিঁঝি পোকারা
মুখস্থ্য করে ফেলে নাগরিক গলিপথ,
এপথ ওপথ, সবখানে রাতের ডানা মেলে
ছড়িয়ে ছিটিয়ে দেয় জোনাকির সলোক,
ঝিঁঝি পোকারা...
অনৈতিক ব্যাপার বুঝে
রাতগুলো আস্তিনে ঢেকে রাখে আঁধার,
ততক্ষণে বিপণ্ন ঝিঁঝি পোকারা
মুখস্থ্য করে ফেলে নাগরিক গলিপথ,
এপথ ওপথ, সবখানে রাতের ডানা মেলে
ছড়িয়ে ছিটিয়ে দেয় জোনাকির সলোক,
ঝিঁঝি পোকারা আধুনিক হয়ে ওঠে,
যেমনটি উরুর...
চার দশকের বাংলাদেশ
দ্বীপ সরকার
চার দশকের বাংলাদেশ
ভোরে এসে উঠোনে দাঁড়ালে
তুমি আমি মিলিত হই মানচিত্রে।
সবুজাভ আলপথে শিশিরের
বেনামে অংকুরিত হওয়া দেখে
এ দেশের জন্ম নয় - জেনো।
অথচ এই সোনাভরা দেশে
রক্তচোষা রাক্ষুসীদের আনাগোনা দেখে
গনতন্ত্র আটকে...
শীত যখন কাব্য করে
সুচনা লগ্ন থেকেই বিড়ম্বনার আঁচড়ে
মুখস্ত করে ফেলেছি পৃথিবী
জখম হওয়া বরফকণা,
জ্যাকেট ভর্তি আব্রু,
লোমকূপে আলস্যের দাঁড়ি-কমা,
তুমি কবিতা হতে পারো বটে।
মফস্বলের আকুতি মাখা শর্ষেফুল
বিনম্র দাগকাটা প্রেম
একটুকরো শীত
ধীরে ধীরে পোয়াতি...
প্রেম সংক্রান্ত পাঁচটি অণুকাব্য
---------------------------------------
দ্বীপ সরকার
প্রেম.১
প্রেম শিখায় সত্য
প্রেম গাঁথে পদ্য
প্রেম সদা বিপথে
হয়ে যায় গদ্য।
প্রেম. ২
প্রেম চোখ মেলে
কি হবে ঘুমে গেলে
দুঃখ জাগেনা
দুঃখ পেলে।
প্রেম.৩
প্রেম বোঝে ছাই
পুড়ে পুড়ে দুঃখ পাই
সিগারেট শেষ হলে
চারিদিকে নাই নাই।
প্রেম.৪
প্রেম...
যদি সন্ধ্যা নামে কখনো
দ্বীপ সরকার
যদি সন্ধ্যা নামে কখনো
জীবনকে বলে দেবো
আঁধার শিখে নিস,
এই আঁধার গহবরে বিরান হবার
কতোনা গল্প ছুঁয়ে যায়,
কতোবার পরাজয় ঘটলো বয়সের,
কতোবার পরাজয় ঘটলো
গোধূলীবেলার রেখাচিত্রের,
তবু আঁধারকে জীবন ভেবে
জয়...
তোমার দীঘল কেশ জানে
আঁধার ছুঁলে চঞ্চল হয়ে ওঠে
গাঢ় অন্ধকার,
তোমার স্বপ্নীল চোখ জানে
নয়নে নয়ন রাখলে
সেমিকোলনে আটকে থাকে
মায়ার ভিড়।
শুধু অভিমান ভাঙলে
তোমার সে চোখে, সে চুলে
আড়িপাতা গল্পের দিন
ভেসে ওঠে।
লেখাঃ ২০/১২/১৫ইং...
ছোট হবে হও
দ্বীপ সরকার
তুমি ছোট হবে হও,
তবে ছোট হতে হতে
তুমি পিপিলিকা বনে যাবে ভাবিনি।
নিশ্চিত অহমিকা
মানুষকে পিপীলিকা বানায় জেনো।
তুমি যতোটা জোসনা মাখো গায়ে
যতোটা ধ্রুবতারা মাখো বিকশিত আঁচুলে,
নিশ্চিত পুড়ে যাবে-রৌদ্র যেভাবে
পোড়ে নিজ...
একদা সুখগুলো চলচ্চিত্র হতো
জীবনবোধের উপখ্যানে।
সুখগুলো পরিধেয় টিশার্টের
খাঁজে মুদ্রিত থাকতো
জীবনে থেকে জীবনে।
দেহান্তরের সান্নিধ্য পেলে আস্তাকুঁড়ে
যেতো লজ্জাবনত অন্ধকার,
নৈপুন্যতায় গেঁথে থাকতো
জোসনামাখা রাত,
আর শরতমুখি হওয়া দিনসমূহ।
বিবিধ গল্পের ফাঁকে সুখগুলো
হারিয়ে গেলে লিপিস্টিকের রঙ...
উপমিত হবো বলে এ পথে এসেছি।
এই জঞ্জালি জীবনে কলম ধরেছি
তামাশা ভরে।
শিল্পী হতে গেলে বুঁদ হওয়া গিটারের
ঋণ চাপে আমার কপালে,
সেকারনেই কোকিলের জবানে
টিকে গেলো রুনার বিস্তীর্ণ গলার কৃতিত্ব।
আমার আর হওয়া হলোনা।
সময়ের...
(এক)
বিলম্বে ভুল বুঝলে
আমায় ভেবো প্রত্যূষের জবা;
দেখবে দুঃখগুলো ধীরস্থির হচ্ছে।
(দুই)
চাটুকার দিন
রজনীকে ভাবে পরিবর্তন ;
রজনী টিকে থাকে জোনাকির প্রশ্নে।
(তিন)
আড়ম্বর ভুলে
জ্যামিতির প্যাঁচ শিখো;
একদিন সরলরেখা পাবে।
(চার)
ভুল থেরাপিতে সাপ
বাঁকা হয়ে চলা শিখলে
সভ্যতার কি আসে...
©somewhere in net ltd.