নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও সম্পাদক

দ্বীপ ১৭৯২

দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। https://mkuasha.blogspot.com/2025/03/kuasha.html

সকল পোস্টঃ

রোয়ানু

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:০৩


নাম কি তোর?
রোয়ানু
কাজ কি বাপু?
ধোয়ানু,
.
যাইবা কই?
উপকূলে,
নদী সাগর
হেলে দুলে।
.
খিদে পেলে
শোয়ানু
গাছ পালা
ক্ষোয়ানু।
.
করলা কি এই?
ধ্বংশলীলা,
টিনের চালে
বজ্রশীলা।
.
কেবা কারা?
দৌড়ে পালা
গোয়াল ঘরে
দিয়ে তালা।
.
লেখাঃ২৪/৫/১৬ইং

মন্তব্য১ টি রেটিং+০

আমার একটা পাখি আছে

২৫ শে মে, ২০১৬ সকাল ৭:৪৭

একটা পাখি আছে
জানেনা যে কেউ
বুকের ভেতর বসত করে
অজানা ঢেউ।

আমার পাখি বেঁধে রাখি
চোখের ইশারায়
নাচে গায় রাঙা পায়
কাঁদায় হাসায়।

আকাশের গায়ে পাখি
উড়ন্ত বলাকা
আমার পাখি কেউ দেখেনি
বুকের মধ্যে রাখা।

ঠোঁটের পাখির হাসি ঝরে
বুকে প্রেমের টান
খোঁপায়...

মন্তব্য১ টি রেটিং+০

আরো একবার দেখা হলে/দ্বীপ সরকার

১৩ ই মে, ২০১৬ দুপুর ১:৫১

আরো একবার দেখা হলে
নির্ভুল একটা কিস ছুঁয়ে দেবো কপালে,
তারপর কথার মাখামাখি।

আরো একবার দেখা হলে
এই নয়নাভিরাম সবুজদের বলে দেবো
এটিই আমার মগজের ভেতর গুছিয়ে রাখা ধ্যান,
অতঃপর ব্যাকুল চোখাচোখি।

যতক্ষণ না তুমি বলবে
প্রকৃতি...

মন্তব্য০ টি রেটিং+০

আমার একটা মা আছে

০৮ ই মে, ২০১৬ দুপুর ১:০২

আমার একটা মা আছে
.....................( উৎসর্গ আমার মা,কে)

দ্বীপ সরকার

আমার একটা মা আছে..
চির অম্লান ভালোবাসার তরে
বুকভরে গেঁথে রাখে যে...
আমার একটা মা আছে
চাহনীর ফাঁকে অশ্রুত ক্লেদ মাখে
আমার দৃষ্টি ছেঁটে।

রাত জেগে প্রহরী...

মন্তব্য০ টি রেটিং+০

বৈশাখ এবং প্রত্যয়ের চিঠি

০৮ ই মে, ২০১৬ ভোর ৫:৫৭

প্রতি বৈশাখ -
এসে ফের চলে যায়
ঢেকে যায় দুঃখ ফেরত খামে...

খোলস থেকে বেরিয়ে এসেছে
প্রত্যয়ের মুকুট
সাদার ভেতরে লাল-লালের ভেতরে সাদা রঙা।

পিছনে দুঃখ ভোলার স্লোগান
সমূখে দিন বদলের প্লেকার্ড
যেতেই হবে -যদ্দুর...

মন্তব্য৩ টি রেটিং+০

আমি তুমি খই হই

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪


আমি তুমি খই হই
.
দ্বীপ সরকার
.
তুমি বললে ভালোবাসি
বিঃশ্বাস খসে পড়ে রাশি রাশি।
তুমি বললে অরণ্য হবো চলো
পাতাগুলো পড়ে থাকে এলোমেলো।
ফাগুন ঠোঁটে কোকিল ছিঁড়ে গান
তোমার মনে আমি মেহমান।
.
কিঞ্চিত জলরাশি জমলে চোখে
একাকীত্ব বেড়ে ওঠে...

মন্তব্য০ টি রেটিং+০

ভুল সাহস

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪


ভুল সাহস
.
দ্বীপ সরকার
.
যতোটুকু সাহস দেখিয়েছি
তা ছিলো ভুল সাহস....
তাই অরণ্যের মর্মরে ধ্বনিকে এখন কান্না ভাবি
পর্বতের ঝর্ণাকে ভাবি পাথরের গীত।
.
তোতে অংশিদারীত্বের শর্তে নির্মাণ
করেছিলাম উর্বর সবুজ,
অথচ কেউ বুঝিনি
পাথরে পাথরে তারুণ্যের...

মন্তব্য১ টি রেটিং+০

মনে নেই

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১


মনে নেই

দ্বীপ সরকার

মনে নেই
কবে যে ধানক্ষেতে গিয়েছিলাম,
মনে নেই
কখন কবে একটুকরো ভোরের শিশির
শরীরে লেগে বলেছিলো
" আবার এসো কবি
এই সবুজ প্রান্তরে,,

স্মৃতি বিজরিত মাঠ,
সারি সারি হাওয়ার ক্রেচ,
পেঁচাদের বিবৃতি দেয়া লেজগুটানো শিষ,
আমার মনে নেই।

এই...

মন্তব্য৫ টি রেটিং+৩

যন্ত্রণা সইবার শক্তি আছে

২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৮


যন্ত্রণা সইবার শক্তি আছে

.
দ্বীপ সরকার
.
এই মেয়ে চেয়ে চেয়ে দেখ্
আমি কি রকম ঢঙে
গিলে খাই যন্ত্রণার মাখম,
আমার জিভ জুড়ে অজগড়ের বিষ,
ত্বকজুড়ে গন্ডারের চামড়া,
অজস্র সইবার শক্তি আছে।
অনায়াসে সহ্য করতে পারি
বৈরিতার ইট পাটকেল।
.
আমার চোখে...

মন্তব্য১ টি রেটিং+০

বিপণ্ণ ঝিঁঝিঁ পোকার রাত

১৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৯


বিপণ্ণ ঝিঁঝিঁ পোকার রাত

দ্বীপ সরকার

অনৈতিক ব্যাপার বুঝে
রাতগুলো আস্তিনে ঢেকে রাখে আঁধার,
ততক্ষণে বিপণ্ন ঝিঁঝি পোকারা
মুখস্থ্য করে ফেলে নাগরিক গলিপথ,
এপথ ওপথ, সবখানে রাতের ডানা মেলে
ছড়িয়ে ছিটিয়ে দেয় জোনাকির সলোক,
ঝিঁঝি পোকারা...

মন্তব্য১ টি রেটিং+০

বিপণ্ণ ঝিঁঝিঁ পোকার রাত

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯


বিপণ্ণ ঝিঁঝিঁ পোকার রাত

দ্বীপ সরকার

অনৈতিক ব্যাপার বুঝে
রাতগুলো আস্তিনে ঢেকে রাখে আঁধার,
ততক্ষণে বিপণ্ন ঝিঁঝি পোকারা
মুখস্থ্য করে ফেলে নাগরিক গলিপথ,
এপথ ওপথ, সবখানে রাতের ডানা মেলে
ছড়িয়ে ছিটিয়ে দেয় জোনাকির সলোক,
ঝিঁঝি পোকারা...

মন্তব্য১ টি রেটিং+০

বিপণ্ন ঝিঁঝিঁ পোকার রাত

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

অনৈতিক ব্যাপার বুঝে
রাতগুলো আস্তিনে ঢেকে রাখে আঁধার,
ততক্ষণে বিপণ্ন ঝিঁঝি পোকারা
মুখস্থ্য করে ফেলে নাগরিক গলিপথ,

এপথ ওপথ, সবখানে রাতের ডানা মেলে
ছড়িয়ে ছিটিয়ে দেয় জোনাকির সলোক,
ঝিঁঝি পোকারা আধুনিক হয়ে ওঠে,
যেমনটি উরুর...

মন্তব্য৬ টি রেটিং+২

চার দশকের বাংলাদেশ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

চার দশকের বাংলাদেশ

দ্বীপ সরকার

চার দশকের বাংলাদেশ
ভোরে এসে উঠোনে দাঁড়ালে
তুমি আমি মিলিত হই মানচিত্রে।
সবুজাভ আলপথে শিশিরের
বেনামে অংকুরিত হওয়া দেখে
এ দেশের জন্ম নয় - জেনো।

অথচ এই সোনাভরা দেশে
রক্তচোষা রাক্ষুসীদের আনাগোনা দেখে
গনতন্ত্র আটকে...

মন্তব্য১ টি রেটিং+০

শীত যখন কাব্য করে /দ্বীপ সরকার

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

শীত যখন কাব্য করে

সুচনা লগ্ন থেকেই বিড়ম্বনার আঁচড়ে
মুখস্ত করে ফেলেছি পৃথিবী
জখম হওয়া বরফকণা,
জ্যাকেট ভর্তি আব্রু,
লোমকূপে আলস্যের দাঁড়ি-কমা,
তুমি কবিতা হতে পারো বটে।

মফস্বলের আকুতি মাখা শর্ষেফুল
বিনম্র দাগকাটা প্রেম
একটুকরো শীত
ধীরে ধীরে পোয়াতি...

মন্তব্য৩ টি রেটিং+১

প্রেম সংক্রান্ত পাঁচি কবিতা

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

প্রেম সংক্রান্ত পাঁচটি অণুকাব্য
---------------------------------------
দ্বীপ সরকার

প্রেম.১
প্রেম শিখায় সত্য
প্রেম গাঁথে পদ্য
প্রেম সদা বিপথে
হয়ে যায় গদ্য।

প্রেম. ২
প্রেম চোখ মেলে
কি হবে ঘুমে গেলে
দুঃখ জাগেনা
দুঃখ পেলে।

প্রেম.৩
প্রেম বোঝে ছাই
পুড়ে পুড়ে দুঃখ পাই
সিগারেট শেষ হলে
চারিদিকে নাই নাই।

প্রেম.৪
প্রেম...

মন্তব্য০ টি রেটিং+০

১০>> ›

full version

©somewhere in net ltd.